08/07/2025
কতটা ষড়যন্ত্র হয়েছিলো দেখুন... ভারতবর্ষে
#পাকিস্তান তৈরি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#বাংলাদেশ তৈরি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#ধারা৩৭০ তৈরি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#মুসলিম_পার্সোনাল_ল_বোর্ড তৈরি হয়েছিলো কংরেসের আমলে,
#কাশ্মীরি_পণ্ডিত উপত্যকা ছেড়েছিল কংগ্রেসের আমলে,
#সংখ্যালঘু_বিল এসেছিলো কংগ্রেসের আমলে,
#সংখ্যালঘু_মন্ত্রক তৈরি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#মুসলিম_ইউনিভার্সিটি তৈরি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#তাসখন্দ_চুক্তি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#সিন্ধু_জল চুক্তি হয়েছিলো কংগ্রেসের আমলে
#পাকিস্তান-কে "মোস্ট ফেভারিট নেশন"এর তকমা দেওয়া হয়েছিলো কংগ্রেসের আমলে,
#ওয়াকফ_বোর্ড তৈরি হয়েছিলো কংগ্রেসের আমলে,
#হজযাত্রা-য় ভর্তুকি দেওয়া শুরু হয়েছিলো কংগ্রেসের আমলে,
এইসব কাজগুলি কংগ্রেস করেছিলো শুধুমাত্র #মুসলিম-দের জন্য, তাও দেশ যখন #ধর্মের_ভিত্তিতে ভাগ হয়েছিলো... তাহলে কি কংগ্রেস #গজবা_এ_হিন্দ-এর প্রস্তুতি নিচ্ছিল?
দেশকে চুপচাপ #ইসলামিক_রাষ্ট্র-এ পরিণত করার ষড়যন্ত্র করছিলো কংগ্রেস... আর হিন্দুদের দিয়েছিলো শুধুমাত্র #সংরক্ষন যাতে হিন্দুরা সবসময় নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকে আর "গজবা এ হিন্দ"কে বুঝতে না পারে...
#নেহেরু হিন্দুদের এদেশে "দ্বিতীয় শ্রেণী"র নাগরিক বানানোর জন্য #হিন্দু_কোড_বিল আনার প্রচণ্ড চেষ্টা করেছিলো কিন্তু #সর্দার_প্যাটেলনেহেরুকে বলেছিলেন যে যদি এই বিল আনা হয় তাহলে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেবেন আর হিন্দুদের নিয়ে পথে নামবেন... সর্দার প্যাটেল -এর মৃত্যুর পর নেহেরু "হিন্দু কোড বিল" সংসদে পাস করেছিলেন, সংসদে এই বিলের চর্চার সময়।
#আচার্য_জেপি_ক্রিপালন নেহেরুকে "সাম্প্রদায়িক" এবং "মুসলিম পন্থি" বলেছিলেন, উনি বলেছিলেন "আপনি হিন্দুদের ধোঁকা দেবার জন্য পৈতে পরেন, নাহলে আপনার মধ্যে হিন্দু হবার এতটুকুও লক্ষন নেই"... "যদি আপনি প্রকৃতই ধর্মনিরপেক্ষ হতেন তাহলে হিন্দু কোড বিল এর বদলে সব ধর্মের জন্য।
#ইউনিফর্ম_সিভিল_কোড বিল আনতেন"...
কখনো কখনো মনে হয় এইসব পোস্ট আর করবই না, বেকার নিজের প্রোফাইলে সমস্যা হয়। জানিনা এইসব পোস্ট হিন্দুদের উপর কোনও প্রভাব ফেলে কিনা?..???
লেখালেখি করলে আমাদেরকে বলে আমরা নাকি বিজেপি আর এস এস করি. আরে ভাই সত্যি কথা গুলো বলুন আগে দেশকে,,পরে রাজনীতি করুন