Faru's Vibes

Faru's Vibes ~αℓℓαн ιѕ αℓωαуѕ ωιтн мє~

28/07/2025

Relatives : Tomar room eto ogochalo keno?

Me : Togo mon er chaite porishkar ache

কিছু বদলায়নি, দেখো। ঐ যে আকাশের রং, বাতাসের গন্ধ, শহরের অলি-গলি, রাস্তাঘাট কোনকিছুই বদলাইনি। শুধু বদলে গেছে সময়,সম্পর্...
26/07/2025

কিছু বদলায়নি, দেখো। ঐ যে আকাশের রং, বাতাসের গন্ধ, শহরের অলি-গলি, রাস্তাঘাট কোনকিছুই বদলাইনি। শুধু বদলে গেছে সময়,সম্পর্ক আর অনুভূতি। যে সময় ফুরিয়ে গেছে তা কি চাইলেই আর ফিরে পাবো কভু? মানুষ কি আর মানুষ আঁকড়ে বাঁচে? মানুষ বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে! কোনোকিছুই বদলায়নি, দেখো। শুধু বদলে গেছে মন, অবহেলা - অনাদরে বদলে গেছে অনুভূতি, তোমাকে ভালোবেসে বদলে গেছে নিত্যদিনের আচরণ, তোমার অভাবে পৃথিবীতে নেমে গেছে দুর্ভিক্ষ, চারদিকে কত জনসমাজ, অথচ কি নিদারুণ নিঃসঙ্গ একা আমি,শুধু বদলে গেছে অভিমানের ভাষা, এখন আর অভিমান করতেও ভালো লাগে না, অভিমান মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে,৷ অবসরে কেটে যায় তোমার দেওয়া সময়গুলো, কথারা বুকের হিমঘরে বন্ধ থাকে, বের হয় না, বুকটা ভীষণ ভারী লাগে, অসহ্য যন্ত্রণা হয়, পৃথিবীর কিছুই বদলায়নি, শুধু বদলে গেছে ঠোঁট, গভীর আলিঙ্গনে জড়িয়ে থাকা বুক মাথা, বদলে গেছে হাসি কান্না, আনন্দ অশোক, অবশেষে তুমিও, শুধু বদলে গেছে চির চেনা ডাক নাম, আমাদের সম্পর্ক, আমাদের অধিকার, অবহেলায় বদলে গেছে তোমার কাছে চাওয়ার আকৃতি, মানুষ কি আর এমনিতেই বদলায়, মানুষ বদলায় অবহেলায়..!🙂💔😅

25/07/2025

আমি কখনো বলবো না you deserve better আমার থেকে ভালো তুই সাত জন্মেও পাবিনা গোলামের পুত 🤧👍😏

~তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী! তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি ক...
24/07/2025

~তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী! তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না। আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো
ভুলতে পারবো না..!🙂💔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Faru's Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share