15/07/2025
**শোকাহত শিম্পাঞ্জি মা মাসের পর মাস মৃত শিশুটিকে নিয়ে ঘুরে বেড়িয়েছে চিড়িয়াখানায়!**
ভ্যালেন্সিয়ার বায়োপার্ক চিড়িয়াখানায় শিম্পাঞ্জি নাটালিয়া প্রায় সাত মাস ধরে তার মৃত শিশুটিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছে।
সে তাকে জড়িয়ে ধরেছে, পরিষ্কার করেছে, রক্ষা করেছে—ঠিক যেন তার শিশুটি এখনও বেঁচে আছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার শোককে সম্মান জানিয়ে কোনো হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়, যাতে সে নিজেই ঠিক করতে পারে কখন সে মেনে নিতে প্রস্তুত।
২১ সেপ্টেম্বরের আগ পর্যন্ত সে শিশুটিকে মাটিতে নামায়নি। তখন পর্যন্ত শুধু শুকনো চামড়া ও হাড় ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না।
কিন্তু নাটালিয়ার জন্য, এত সময় পরও, সেটি তার সন্তানই ছিল।
বিজ্ঞানীরা বলছেন, শিম্পাঞ্জিরা তাদের মৃতদের জন্য শোক প্রকাশ করে—যা আমরা এখনও ঠিকভাবে বুঝতে শুরু করেছি।