
14/06/2025
রমেশ বিশ্বাস কুমার।
সীট নম্বর ১১ এ।
টিকিটের ছাপা - Departure:12Jun ,2025।
কিন্তু রমেশ ফিরে এলো। মৃত্যুর থাবা ছুঁয়ে গিয়েও ফিরে এলো। হয়তোবা কোন অলৌকিক শক্তির কারণে কিংবা হয়তোবা সে ভগবানকে মানতো না সেই কারণেই হয়তো বেঁচে গেছে। কারণ আমরা তো এটা দেখলাম প্লেনে থাকা সব ব্যক্তি তো আর নাস্তিক ছিল না তারাও ভগবানে বিশ্বাস করতো। কিন্তু তাদেরও তো অচিরেই যেতে হল। অবুঝ ছোট ছোট শিশুগুলো কি পাপ করেছিল তাদেরকে অচিরেই চলে যেতে হল আমার বোধহয় এই ভাইটি নিশ্চয়ই আমার মত নাস্তিক ছিল তাই হয়তোবা বেঁচে ফিরেছে। কিংবা হয়তো সে আমার মত শয়তানের উপাসক তাই হয়তো আজ দুনিয়ার আলো দেখতে পাচ্ছে, পৃথিবীর কষ্ট ভোগ করার জন্য কারণ ভগবানের ভালবাসার ব্যক্তি হলে ভগবান তাকে খুব শীঘ্রই তেনার কাছে ডেকে নেন। হয়তো উনিও আমাদের মত খুব পাপী কিংবা খুব ভাগ্যবান কোন ব্যক্তি। ঠিক আছে তবুও মানুষ পৃথিবীতে থাকলেও দোষ পৃথিবীতে না থাকলেও দোষ সব সময় সমস্যা। তাই শুধু এটুকুই বলতে চাই প্রতিটা মুহূর্তই ভালোবেসে ভালোবাসার মানুষদের সাথে কাটাও এডিটিং লাইফ এ বাঁচার থেকে যা মন চায় তাই করে বাঁচো কারণ কখন কে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব কেউ জানি না। যদি আমি খারাপ কিছু বলে থাকি কমেন্ট একটু জানাবেন পরের বার আমি শুধরে নেব 🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿।