Sumaiya Akhter Sumi

  • Home
  • Sumaiya Akhter Sumi

Sumaiya Akhter Sumi ❝দুষ্টু লেখিকা❞

নতুন নতুন গল্প শুনতে আমার এই নতুন পেইজটি ফলো করে লাইক কমেন্ট ও শেয়ার করুন।
বিঃদ্রঃ আমাদের গল্পের সাথে বাস্তবতার কোন মিল নেই।

বাংলাদেশের সিলেট সীমান্তে ঘন এক জঙ্গল—লোকেরা একে বলে গুনিন বনের ধামা। সবার ধারণা, ওখানে রাতে গেলে নাকি আর ফেরা হয় না। কি...
30/06/2025

বাংলাদেশের সিলেট সীমান্তে ঘন এক জঙ্গল—লোকেরা একে বলে গুনিন বনের ধামা। সবার ধারণা, ওখানে রাতে গেলে নাকি আর ফেরা হয় না। কিন্তু রুনা এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে শহরের মেয়ে, ট্রেকিং করতে ভালোবাসে। তার সাথে ছিল নাদিম—একজন ফটোগ্রাফার, যার চোখে যেমন নেশা, তেমনি ছিল তীব্র আকর্ষণ।

দুজন মিলে গহীন জঙ্গলে ঢুকে পড়েছিল দুপুরের পরেই। প্রথমে আলো ছিল, কিন্তু ঘন জঙ্গলের ছায়ায় সূর্য যেন লুকিয়ে যায়। হালকা বৃষ্টি পড়ছিল, গাছের পাতায় টুপটাপ শব্দ। চারপাশে সবুজ, কাঁটাঝোপ আর মাঝে মাঝে পাখির ডাক।

হঠাৎ বৃষ্টি বেড়ে গেল, দুজন একটা বড় গাছের নিচে দাঁড়াল। নাদিম বলল, “এভাবে ভিজলে তো অসুস্থ হয়ে পড়বি।” রুনা ভিজে সালোয়ার-কামিজে কাঁপছিল, কাপড় তার গায়ে একদম লেগে গেছে। বৃষ্টির ফোঁটায় তার চুল ভিজে চোখের সামনে ঝুলে পড়েছে।

নাদিম হঠাৎ তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। রুনার চোখে চোখ পড়তেই সে বলল, “তুই জানিস না, এই ভেজা শরীরে তুই কতোটা ভয়ংকর সুন্দর লাগছিস।”

রুনা একটু হেসে বলল, “বনে ভয় নেই, আর আমার শরীরে আছে?”

নাদিম আর সহ্য করতে পারল না। সে এগিয়ে এল, রুনার গাল ছুঁয়ে বলল, “ভয় নয়, এটা পাগলামি। তুই যেন আমাকে পাগল করে দিচ্ছিস।”

তারা ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি এল। বৃষ্টির মধ্যে ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে, ধরা ছোঁয়ার সীমা ভেঙে গেল। রুনার শরীরের কাঁপুনি তখন আর ঠাণ্ডায় নয়, ছিল উত্তেজনায়।

নাদিম তার ভেজা ওড়নাটা সরিয়ে দিল। রুনা কিছু বলল না, চোখ বন্ধ করল শুধু। জঙ্গলের মধ্যেই একটা বড় গাছের গুঁড়ির পাশে তারা বসে পড়ল। পাতার উপর তাদের হাত চলছিল ধীরে, ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল গলা, বুক, পেট…।

চারপাশে কোনো শব্দ নেই, শুধু পাতার ভেজা ঘ্রাণ আর শরীরের ঘর্ষণের শব্দ। নাদিম আস্তে করে রুনার জামার বোতাম খুলতে শুরু করল, রুনা তখন তার বুকের ওপর হাত রেখে বলল, “তুই জানিস তো, এটা আমাদের শেষ হয়ে যেতে পারে।”

“হ্যাঁ,” নাদিম বলল, “কিন্তু এই মুহূর্তটা যদি না হয়, তাহলে বেঁচে থাকাটাই বৃথা।”

তারপর দুজনে একে অপরের মধ্যে হারিয়ে গেল। শরীর ও মন তখন এক হয়ে মিশে যায় বৃষ্টিতে, গাছের ছায়ায়। নাদিম ধীরে ধীরে রুনার শরীর আবিষ্কার করছিল, যেন প্রতিটা অংশ তার জন্য ছিল সৃষ্ট।

রুনা চোখ বন্ধ করে দেহ ছেড়ে দিয়েছিল নাদিমের হাতে। নাদিম কখনও তার বুক ছুঁয়ে, কখনও তার উরু ঘেঁষে, আবার কখনও তার গলা চুমু খেয়ে এক অনন্য তৃপ্তির জগতে নিয়ে যাচ্ছিল।

একসময় তারা মাটিতে পাতা বিছিয়ে, গাছের গোড়ায় একে অপরের মধ্যে তীব্রভাবে একত্রিত হল। জঙ্গলের পাতা যেন থেমে গেল, পাখিরা চুপচাপ বসে রইল, বাতাস হালকা থমকে গেল।

তাদের নিঃশ্বাস, চাপা শব্দ আর ভালোবাসার স্পন্দনে পুরো বনজুড়ে এক অদ্ভুত ঘোর ছড়িয়ে গেল।

অনেকক্ষণ পর, যখন বৃষ্টি কমল, তারা দুজন আলতো করে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। রুনার মাথা নাদিমের কাঁধে, নাদিমের হাত তার চুলে।

রুনা বলল, “এই জঙ্গলটা আজ আমাদের হয়ে থাকল, জানিস?”

নাদিম হেসে বলল, “হ্যাঁ, এই বনের গহীনে আমাদের গোপন রাতের গন্ধ থেকে যাবে।”



26/05/2025

জীবন নিয়ে স্বপ্ন দেখা
খুব সহজ কিন্তু স্বপ্নের
মত করে জীবন সাজানো
অনেক কঠিন 😅💔

26/05/2025

হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করুন,আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন..।
আলহামদুলিল্লাহ

26/05/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল

"তোমার চোখের দিকে তাকালেই আমার সব কষ্ট ভুলে যাই,তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর লাগে।"
24/05/2025

"তোমার চোখের দিকে তাকালেই আমার সব কষ্ট ভুলে যাই,তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর লাগে।"

"ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে একে অপরকে খুঁজে পাওয়া…আর আমি প্রতিদিন তোমার মধ্যেই নিজেকে খুঁজে পাই।"
24/05/2025

"ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে একে অপরকে খুঁজে পাওয়া…আর আমি প্রতিদিন তোমার মধ্যেই নিজেকে খুঁজে পাই।"

"তোমার পাশে থাকলেই মনে হয়, জীবনটা সত্যিই স্বপ্নের মতো,তুমি আমার সবচেয়ে প্রিয় অধ্যায়।"
24/05/2025

"তোমার পাশে থাকলেই মনে হয়, জীবনটা সত্যিই স্বপ্নের মতো,তুমি আমার সবচেয়ে প্রিয় অধ্যায়।"

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা
24/05/2025

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা

"তোমার হাসি আমার দিনটা বদলে দিতে পারে,আর তোমার ভালোবাসা আমার জীবনটাই।
24/05/2025

"তোমার হাসি আমার দিনটা বদলে দিতে পারে,
আর তোমার ভালোবাসা আমার জীবনটাই।

পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানো যন্ত্রণা!
24/05/2025

পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানো যন্ত্রণা!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Akhter Sumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share