Life of Taif

Life of Taif "Where moments turn magical,
and every beat tells a story — welcome to Life of Taif."

"সবুজের মাঝে শান্তির এক টুকরো ঠিকানা 🍃🌾দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছের সার...
11/06/2025

"সবুজের মাঝে শান্তির এক টুকরো ঠিকানা 🍃🌾
দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছের সারি – প্রকৃতির এমন রূপে মন জুড়িয়ে যায়।
এ যেন জীবনের ক্লান্তিময় শহুরে কোলাহলের বাইরে এক প্রশান্তির পরশ।
এই সবুজের বিশ্রামে যেন লুকিয়ে আছে হাজারো অদেখা কবিতা... 🌿☀️
#প্রকৃতি #গ্রামের_শান্তি #সবুজভুবন #মনোরম_দৃশ্য"

আগামীকাল পবিত্র ঈদ-উল-আযহা! 🐄✨ত্যাগের মহিমায় উজ্জ্বল এই দিন আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি আর আল্লাহর প্রতি নিঃশর্ত ...
06/06/2025

আগামীকাল পবিত্র ঈদ-উল-আযহা! 🐄✨

ত্যাগের মহিমায় উজ্জ্বল এই দিন আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি আর আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ।
হজরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগ ও বিশ্বাসের শিক্ষাই এই ঈদের মূল বার্তা।

চলো, আমরা সবাই মিলে এই ঈদে গরীব-অসহায়দের পাশে দাঁড়াই, আনন্দ ভাগ করে নিই সকলের সঙ্গে।

সবাইকে জানাই অগ্রিম ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগেই হোক আমাদের জীবনের সত্যিকারের উৎসব।

🤲🐐🐄
#ঈদউলআযহা #ত্যাগেরঈদ

এক জোড়া জুতো, দুই ভাইয়ের বিচ্ছেদ: অ্যাডিডাস আর পুমার সত্য গল্পএকটা সময় ছিল যখন অ্যাডিডাস আর পুমা ছিল না — ছিল কেবলমাত...
04/06/2025

এক জোড়া জুতো, দুই ভাইয়ের বিচ্ছেদ: অ্যাডিডাস আর পুমার সত্য গল্প

একটা সময় ছিল যখন অ্যাডিডাস আর পুমা ছিল না — ছিল কেবলমাত্র একটাই জুতো কোম্পানি, আর সেটা চালাত দুই ভাই: আডি ডাসলার আর রুডি ডাসলার।

১৯২০ সালের দিকে জার্মানির ছোট শহর হর্সগেনোরাউ-তে দুই ভাই মিলে একটা ছোট কারখানায় ক্রীড়া জুতো তৈরি করতেন। নাম ছিল Dassler Brothers Shoe Factory। তাদের বানানো জুতোতে খেলা করে অলিম্পিক জিতেছেন জেসি ওয়েন্স! কিন্তু, সব ভালোবাসার গল্পে একটা মোড় আসে, এখানেও তাই হলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। কার ফ্যাক্টরিতে কে কোন কথা বলেছে, কে কাকে বিশ্বাস করে না — এমন ছোট-ছোট ঘটনায় ফাটল ধরতে থাকে। একটা মজার কাহিনী আছে — একদিন বোমা পড়ার সময় আডি একটা বাঙ্কারে ঢুকে বলে, “দেখ, আবার এসেছে ওই হারামিরা!” আসলে সে বলেছিল শত্রুদের কথা, কিন্তু রুডি ভেবেছিল এটা ওর উদ্দেশ্যে বলা।

এই ভুল বোঝাবুঝি আর সন্দেহের বিষ এতটাই বেড়ে যায় যে ১৯৪৮ সালে তারা ফ্যাক্টরি ভাগ করে ফেলে। আডি নিজের কোম্পানির নাম রাখে Adidas (Adi + Dasler), আর রুডি রাখে Ruda, পরে সেটা হয় Puma।

একই শহরে দুই ভাই, দুই কোম্পানি, দুই রাস্তা — এক শহর ভাগ হয়ে যায় দুই ভাগে। একে অপরকে দেখাও করত না তারা। এমনকি শহরের মানুষরাও “পা দেখে বিচার করত” কে কোন পক্ষের!

এই হিংসা এতদূর গিয়েছিল যে দুই ভাইয়ের মৃত্যু পর্যন্ত তারা আর কখনো মুখ দেখেনি একে অপরের।

ঈদ মানে বাড়ি ফেরা, প্রিয় মুখগুলোর মাঝে হারিয়ে যাওয়া...সারা বছরের ব্যস্ততা, ক্লান্তি আর দূরত্ব পেছনে ফেলে অবশেষে কর্মস্থল...
04/06/2025

ঈদ মানে বাড়ি ফেরা, প্রিয় মুখগুলোর মাঝে হারিয়ে যাওয়া...
সারা বছরের ব্যস্ততা, ক্লান্তি আর দূরত্ব পেছনে ফেলে অবশেষে কর্মস্থল থেকে রওনা হয়েছি সেই একটাই গন্তব্যে—বাড়ি।

এই অনুভূতির কোনো তুলনা নেই। মায়ের হাতের রান্না, বাবার আদর, ছোটবেলার সেই চেনা গলি, বন্ধুদের আড্ডা—সবকিছুকে আবার একটু ছুঁয়ে দেখার সময় এসেছে।

ঈদ মোবারক সবাইকে আগাম!
দোয়া করবেন, safely পৌঁছে যাই ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের আনন্দ হোক সবার ঘরে।

#ঈদেরআনন্দ #বাড়িফেরা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Taif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share