Textile Mirror BD

  • Home
  • Textile Mirror BD

Textile Mirror BD A platform for sharing knowledge and industry insights with textile professionals in Bangladesh.

বুটেক্স ক্যান্টিনে খাবারে পোকা, তালা দিল শিক্ষার্থীরানাবিদ হাসান:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যান্টিনে...
05/11/2025

বুটেক্স ক্যান্টিনে খাবারে পোকা, তালা দিল শিক্ষার্থীরা

নাবিদ হাসান:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যান্টিনে খাবারে পোকা পাওয়া যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে একজন শিক্ষার্থী নাস্তা করতে গিয়ে খাবারে পোকা দেখতে পান। এরপর শিক্ষার্থীরা ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি দাবি করেন এবং প্রতিবাদস্বরূপ ক্যান্টিনে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে খাবারের মান দীর্ঘদিন ধরেই নিম্নমানের। খাবারে মাছি, তেলাপোকা এমনকি ছোট পোকাও প্রায়ই পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর—পচা সবজি ও স্যাঁতসেঁতে পরিবেশে রান্না-বান্না করা হয়। এর আগেও একই ধরনের অভিযোগে ক্যান্টিনে একবার তালা লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া মাহনুর বলেন,
আজ সকাল ৮টার দিকে নাস্তা করার সময় খাবারে পোকা পাওয়া যায়। যখন ওয়েটারকে জিজ্ঞাসা করি, তিনি বলেন—একদিন তো হতেই পারে! পরে কিচেনে গিয়ে দেখি, নষ্ট আলু-গাজর দিয়ে ফ্রাইড রাইস বানানো হচ্ছে।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান চৌধুরী অমি বলেন,
ক্যান্টিন কমিটির নিয়মিত পরিদর্শনের কথা থাকলেও সেটা করা হয় না। যদি করা হতো তাহলে উৎপাদনের তারিখ ছাড়া রুটির প্যাকেট বা পচা সবজি দেখতে পেতাম না। এমন খাবার আমি খেতে পারি না, আর আমার সহপাঠীরাও যেন না খায়—এই চিন্তা থেকেই আমরা তালা লাগিয়েছি। যেহেতু প্রশাসন চুপ করে বসে থাকে, তাই কাজটা আমাদেরই করতে হলো।

অভিযোগের বিষয়ে ক্যান্টিনের সুপারভাইজার অমিত হাসান বলেন,
আমরা নিয়মিতই ক্যান্টিনের খবর রাখি। পোকামাকড় রোধে জাল ও সাকশন ফ্যান ব্যবহার করছি। সবজি রান্নার আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখি। তবুও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি।

ক্যান্টিন পরিচালনা কমিটির শিক্ষার্থী সদস্য আবদুল্লাহ আল মারুফ বলেন,
বিগত দিনে একাধিক বৈঠকের মাধ্যমে ক্যান্টিনের খাবার ও সার্ভিসের মানোন্নয়নের চেষ্টা করা হয়েছে। ক্যান্টিন কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ও দেওয়া হয়েছিল উন্নতির জন্য। কিন্তু এখনো আশানুরূপ কোনো পরিবর্তন দেখা যায়নি। তাই নতুন ক্যান্টিন সার্ভিস চালুর দাবি এখন সময়ের দাবি বলে আমরা মনে করি।

বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. রিয়াজুল ইসলাম বলেন,
আমাদের কাছে ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ এসেছে। আমরা কমিটি সদস্যরা শিগগিরই বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। ক্যান্টিন কর্তৃপক্ষ তা করতে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪-২০২৫ অর্থবছরের শীর্ষ ১০ রপ্তানিকারকের ৯টিই তৈরি পোশাক রপ্তানি করে। শীর্ষে রয়েছে ইয়াং ওয়ান কর্পোরেশন, দ্বিতীয় হামীম ...
05/11/2025

২০২৪-২০২৫ অর্থবছরের শীর্ষ ১০ রপ্তানিকারকের ৯টিই তৈরি পোশাক রপ্তানি করে। শীর্ষে রয়েছে ইয়াং ওয়ান কর্পোরেশন, দ্বিতীয় হামীম গ্রুপ, তৃতীয় অবস্থানে মন্ডল গ্রুপ।

কার্টেসি: প্রথম আলো

কমেন্টে বিস্তারিত
04/11/2025

কমেন্টে বিস্তারিত

04/11/2025
বুটেক্সে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়ককে সংবর্ধনা
03/11/2025

বুটেক্সে গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয়ী ড. আব্বাস উদ্দিন শায়ককে সংবর্ধনা

সানজিদা ইসলাম তুলি বুটেক্স থেকে পড়াশোনা শেষ করে চাকরি করেছেন বায়িং হাউসে। এছাড়া আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের স...
03/11/2025

সানজিদা ইসলাম তুলি বুটেক্স থেকে পড়াশোনা শেষ করে চাকরি করেছেন বায়িং হাউসে। এছাড়া আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন সানজিদা ইসলামকে তুলি। তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যায় র‍্যাবের একটি দল। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, "আমাদের নতুন সংযোজন ‘জিরো’ শুধু প্রযুক্তিগত সক্ষমতাই নয়...
03/11/2025

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, "আমাদের নতুন সংযোজন ‘জিরো’ শুধু প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং শিল্পখাতে বিদ্যুৎ সক্ষমতা নিশ্চিতে এক নতুন মাইলফলক। আমাদের অভিজ্ঞতায় ১ মেগাওয়াট ক্ষমতার এই জিরো বেস বছরে প্রায় ৬৬১ টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম। এটি বাংলাদেশের পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল শীর্ষস্থানীয় এই পোশাক কারখানা। কমেন্টে বিস্তারিত
03/11/2025

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল শীর্ষস্থানীয় এই পোশাক কারখানা। কমেন্টে বিস্তারিত

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Textile Mirror BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share