Ekattor Times

  • Home
  • Ekattor Times

Ekattor Times Official Page of Ekattor Times, a part of Daily Ekattor.

Ekattor Times, a part of Daily Ekattor, is committed to delivering real-time news updates with the latest technology. Covering breaking news from home and abroad, entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, technology, health, sports, columns, and features—Ekattor Times ensures accuracy, reliability, and up-to-date information for its audience.

গ্রামের পালকি...
19/07/2025

গ্রামের পালকি...

04/07/2025

ভোলায় স্বামী সন্তানকে বেঁধে রেখে গনধর্ষণ করার ১ দিন পর বিএনপির হাতে আবারও লাঞ্চিত হলেন দুইজন নারী।

এবার আর ভোলায় না, এবার একেবারে ঢাকার বনানীতে।

ভিডিও আছে। প্রমাণ আছে। এরপরেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই।

আর গ্রেফতার করেই বা লাভ কী? চান্দাবাজির জন্য দুই জনকে কাল পুলিশ গ্রেফতার করছিল।জেল ভেঙে নিয়ে গেছে। ৮ পুলিশ আহত।

কাউকে কথা বলতে দেখেছেন?

না। একজনও কথা বলে নাই।

কারণ বিএনপি সামনে ক্ষমতায় আসবে। এখন রেপ করুক আর প্রকাশ্যে মেয়েদের উপর ঝাপাইয়া পড়ুক, সমস্যা নাই। কারণ ওদের ভোট আছে।

ওড়না নিয়ে কথা বলাতে দেশে প্রতিবাদের বন্যা বয়ে গেছিল।

এখন প্রতিবাদ কই? বাম কই? ফেমিনিস্ট কই? মবের বিরুদ্ধে বড় বড় রচনা লেখা বুদ্ধিজীবীরা কই?

নাই। কোথাও কেউ নাই।

জুলাই চলতেছে। আয়োজন চলতেছে। অথচ সেই জুলাইতেই দুইটা মেয়ের উপর একটা দলের নেতা কর্মীরা ঝাপাইয়া পড়তেছে।

কেউ একটা কথাও বলতেছে না। একটা প্রতিবাদ করতেছে না। নেতা কর্মীরা তো নাই, দলের বুইড়া বুইড়া বুদ্ধিজীবীরাও না।

এদের লোকজন ধর্ষন করে বেড়াইতেছে।

আর এই জানোয়ারের দল ফেসবুকে আইসা কূটনী বুড়িদের মত আসিফ মাহমুদের কোন ড্রেস পরা উচিত সেইটা নিয়ে গসিপ করে।

এদের লোকজন বনানীর মত জায়গাতে হায়েনার মত দুইটা নারীর উপর হামলে পড়তেছে, আর এরা বলতেছে, আমরা বিএনপিকে হিংসা করি বলে নাকি এসব লিখি।

আরে, নরপিশাচের দল, তোদের ভাত তোরাই খা।চান্দার টাকা খা, খাম্বা খা, খাম্বার তারও খা। আবারও সব খেয়ে দেয়ে দেশটার ৫ বার দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানা।

তোরা যেন এসব খাইতে পারিস, এই জন্যই তো জুলাই এ ২০০০ লোক মইরা গেল।

খালি আমাদের মেয়েদের ,বোনেদের আর আমাদের মায়েদের গায়ে হাত দিস না।

আমাদের হিংসা হয় না। আমাদের ভয় লাগে। আমরা ভয় পাই।

ভয় পাই,যারা পাওয়ারে আসার আগেই ছেলের সামনে মাকে রেপ করতে পারে, বনানীর মত জায়গাতে মেয়েদের উপর হায়েনার মত ঝাপাইয়া পড়তে পারে, ক্ষমতায় আসার পরে আমাদের মা বোনদের এদের থেকে প্রোটেক্ট কেমনে করবো?

বিএনপির বুদ্ধিজীবিরা ভয় পাইতেছে, ওদের চান্দা আর ভিক্ষার খাবার দেখে আমরা হিংসা করবো কি না, ওদের চান্দার টাকার ভাগ চাইব কি না?

না,আমরা তোদের থেকে ভিক্ষা চাই না, তোরা বরং তোদের কুত্তাগুলা সামলাইলেই আমরা খুশি।

আমাদের বাপ ভাইদের থেকে তো খাইতেছিসই, অন্তত আমাদের মা বোনদের রেহাই দে!!

03/07/2025

জুলাই এর তৃতীয় প্রহর এ শ্রদ্ধা ভরে স্মরণ করছি সাদেক এগ্রো এর ছাগল কে !

30/06/2025

কিছুদিন পরে হয়তো দেশে ২ ধরনের ক্যালেন্ডার চালু হবে।

একটি ক্যালেন্ডারে মাসের নাম থাকবে এভাবে ,,,জানুয়ারি মাস ,,,, মে মাস , জুলাই ১ মাস , জুলাই ২ মাস , জুলাই ৩ মাস এরপর সেপ্টেম্বর মাস।

আর অন্য একটি ক্যালেন্ডারে মাসের নাম থাকবে এভাবে ,,,জানুয়ারি মাস ,,,, মে মাস, জুন মাস (৪৫ দিন ) , আগস্ট মাস (৪৫ দিন ) এরপর সেপ্টেম্বর মাস।

30/06/2025

ভোলাতে চাঁদার টাকা না পেয়ে এক নারীকে দফায় দফায় গণধর্ষণ করা হয়েছে।

নারী নিজেই কাঁদতে কাদঁতে চ্যানেল ২৪ এর কাছে এই স্টেটমেন্ট দিয়েছেন।

স্বামী আর সন্তানদের সামনে তাকে এই নির্যাতন করা হয়েছে।

করেছে বাংলাদেশের সবচে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলটা।

ফ্যাক্ট ইজ, এই খবর ধামা চাপা দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চলতেছে, ইভেন, মিডিয়াতেও চেপে রাখা হয় এই খবর।

প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে কোন মামলা না নেওয়া হয়।

৫ আগস্টের পর এটা দেশের প্রথম রাজনৈতিক গনধর্ষন।

আজ যদি এটার প্রতিবাদ না করেন, আমার আপনার ঘরের নারীরাও নিরাপদ থাকবে না, এটুকু মাথায় রাইখেন।

মাঠে ক্রিকেট খেলা চলছিল। আশরাফ দাঁড়িয়ে অন্য অনেকের মত সে খেলা দেখছিলেন। তৃষ্ণাবোধ করলে মাঠের পাশে খেলোয়াড়দের রাখা পানির ...
29/06/2025

মাঠে ক্রিকেট খেলা চলছিল। আশরাফ দাঁড়িয়ে অন্য অনেকের মত সে খেলা দেখছিলেন। তৃষ্ণাবোধ করলে মাঠের পাশে খেলোয়াড়দের রাখা পানির পাত্র থেকে পানি পান করেন তিনি।

কেরালার ৩৬ বছরের মুসলিম যুবক আশরাফ, পেশায় ছিলেন টোকাই। মানসিকভাবেও পুরোপুরি সুস্থ্য ছিলেন না। সুস্থ্য হলে সম্ভবত এ সাহস করতেন না।

আশরাফের মত মুসলমান তাদের পাত্র থেকে পানি পান করায় ক্ষুব্ধ হয় সেখানে খেলতে থাকা হিন্দুত্ববাদী যুবকেরা। শচীন আশরাফের কালার ধরে, রবিন্দ্র নায়েক আশরাফকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে।

সঙ্গে যোগ দেয় মঞ্জুনাথ, সাইদীপ, সন্তোষ, দীক্ষিত এবং অন্যরাও। ব্যাট, স্ট্যাম্পের আঘাতে আশরাফ লুটিয়ে পড়লে তাকে ফেলে রেখে যায় তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আশরাফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী আশরাফ আঘাতের চোটে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। শরীরের কোনও অংশই বাকি ছিল না। স্থানীয় ম্যাঙ্গালোর থানা পুলিশের ভাষ্যে ২৫/৩০ জন আরএসএস এবং বজরং দলের কর্মীরা মিলে আশরাফকে পিটিয়ে হত্যা করে।

কেরালায় বাম জোট ক্ষমতায়। সেই জোটের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার পর পর বলেছিলেন, 'আশরাফ পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছিল। এই দাবি ছিল মূলত হিন্দুত্ববাদীদের। পরে অবশ্য তিনি তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেন।

আজ ভারতের বিভিন্ন মানবাধিকার, আইনজীবী এবং অধিকার সংগঠনগুলোর কোয়ালিশন আশরাফের উপর হওয়া এই মব নিয়ে এক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছে।

সে রিপোর্টে তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বরাতে বলেছে, আশরাফকে কেবল পানি পান করার জন্যই হত্যা করা হয়েছে।

রাজ্যের সবচে' পুরনো ও বৃহত্তম দলিত সংগঠনের নেতা অভিযোগ করে বলেছেন, 'কোনও নির্বাচিত সরকারি প্রতিনিধি শোকগ্রস্ত পরিবারকে শান্তনা দিতেও পর্যন্ত যান নি।'

হিন্দুত্ববাদী রাজনীতির বয়ানে নির্ণীত এই অচ্ছুৎদের নিয়ে বাম রাজনীতিরও এতখানিই দূরত্ব!

আশরাফকে চলতি বছরের এপ্রিলের ২৭ তারিখে হত্যা করা হয়। তিনি ছিলেন মালয় ভাষী। এই ছবিটি তাঁকে কবরস্থ করার। চোলাককুন্ডু মসজিদের পাশে শায়িত করা হয়েছে তাঁকে। পিতা ও ভাইয়ের উপস্থিতিতে।

আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে কেবল মুসলমান পরিচয়ে পানি পান করার অপরাধে খুন হয়ে যেতে হয়! কতখানি ঘৃণা মানুষ ধারণ করতে পারে!

বাংলাদেশের গণমাধ্যম এই খবরগুলো দেখা যায় না!

29/06/2025

ফজর আলীর ভাইয়ের সাথে পরকিয়া করেন ভিক্টিম।
সেই সুত্রে ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিসেন ভিক্টিম এর পরিবার।
সেই টাকা ফেরত না দেয়ার সুত্র ধরে,
রাতের বেলা ফজর আলো যায় দুস্টু করতে।
টাকা দিচ্ছোনা তাইলে দুস্টু করো , এই টাইপ আর কি।

ইহা আবার নজরে রেখেছিলেন ফজর আলীর ভাই,
সে ভাবতেসে আমার পেমিকার লগে আমার বড় ভাই কি করে।

সে লোক পাঠাই দিসে, তারা এসে দুই জনকেই মাইর দিসে।

এররপর ২ দিন পর তারা ভিডিও ছেড়ে দিসে ফেসবুকে। এবং ভিক্টিম গিয়ে মামলা করে আসছে।

এবং এখন বলতেছে সে সবার ভালো চায় তাই মামলা উঠায় নিবে।

* নিউজ বাই নয়াদিগন্ত। এখানে আমার কোন স্টেটমেন্ট নেই, নয়া দিগন্তের নিউজ এটি।

এদিকে সুযোগ সন্ধানী চাটার দল, বাংলাদেশ চাটা লীগ, লীগের নেতা , চেয়ারম্যান এর বডিগার্ড,
মিছিলে আগে থাকা ব্যাটারে, প্রচার করে দিসে,
বিএনপি নেতা।
এবং , সং্খ্যালঘু কার্ড ও ইউজ করেছে।

ব্যাস, আমজনতা কানতেছে, আমি সং্খ্যালঘু,
এই আমার দেশ? এই আমার অধিকার। হায় হায় হায়। হাহাকারে ফেসবুক ভারী।

এই নিউজ যদি সত্য হয়, তাইলে আপনাদের এ আই দিয়ে বানানো বাংলাদেশের পতাকা সং্খ্যালগু নারীর গায়ের থেকে কেড়ে নেয়ার যে জোর চেস্টা, এইটাইপ যে ছবি ভাইরাল,
বা আবেগী লেখা, সব কস্ট ফাও গেছে।

ইটস আ ব্যাড ইনভেসমেন্ট ফর ইউ গাইজ।

চা পান করতে যাচ্ছিলেন দুই বন্ধু,পথে প্রাণ গেল একজনের
09/05/2025

চা পান করতে যাচ্ছিলেন দুই বন্ধু,পথে প্রাণ গেল একজনের

যে দেশের ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান, ফাঁস করল ভারত
09/05/2025

যে দেশের ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান, ফাঁস করল ভারত

বিচার না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর
09/05/2025

বিচার না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর

ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউট, বাজছে সাইরেন
09/05/2025

ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউট, বাজছে সাইরেন

দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম
09/05/2025

দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ekattor Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekattor Times:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Radio Munna started its journey in 2014. Today, we are one of the most popular news portals online. Our activities, positive news and honesty won the most popular in a short time. We follow all important news. We also have hardworking, neutral and professional journalism. Follow Us on Social Media Sites: Facebook :https://www.facebook.com/Rmbds Youtube Channel: https://www.youtube.com/c/RadioMunnaOfficial Website: http://radiomunnabd.com Instagram: https://www.instagram.com/radiomunnabd Google Plus: https://plus.google.com/106177500097347336955 Wikipedia: https://en.wikipedia.org/wiki/Radiomunna.com