সাইমুম ঝড় - Saimum Jhor

  • Home
  • সাইমুম ঝড় - Saimum Jhor

সাইমুম ঝড় - Saimum Jhor "সত্য উন্মোচনে নির্ভীক" সত্য বলি , সত্য লিখি
সত্যের আভা তুলে ধরি
"সাইমুম ঝড়"

অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকেনতুন দিনের দেয়াল লিখনশতাব্দী যায় যে লিখে ৷
16/06/2025

অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে
নতুন দিনের দেয়াল লিখন
শতাব্দী যায় যে লিখে ৷

16/06/2025

নিজের পরীক্ষা নিজে নিয়ে মার্ক দিয়ে ফলাফল প্রকাশ করুন।
কতো পাবেন?

14/06/2025

ইরানে রেজিম চেঞ্জ হলে অন্তত তিনটি দেশ দ্রুত বিপদে পরবে।

১) তুরস্ক
২) পাকিস্তান
৩) আফগানিস্তান

আদুভাই রাকিব গুজব ছড়ানোতে ব্যস্ত নাছির ভাই সেই সুযোগে সাটিয়ে দিচ্ছেন লীগারদের বাসায়একটু আগে নিষিদ্ধ ঘোষিত স*ন্ত্রাসী সংগ...
09/06/2025

আদুভাই রাকিব গুজব ছড়ানোতে ব্যস্ত নাছির ভাই সেই সুযোগে সাটিয়ে দিচ্ছেন লীগারদের বাসায়

একটু আগে নিষিদ্ধ ঘোষিত স*ন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সংগঠনিক সম্পাদকের বাসায় লাঞ্চ করলেন ছাত্রদলের সাধারন সম্পাদক পিও নেতা, পিও অভিভাবক নাসির উদ্দিন নাসির ভাই।😎

ঈদ মুবারক

09/06/2025

ফিরে দেখা জুলাই বিপ্লবঃ
পুলিশ প্রশাসন থেকে শুরু করে আ'লীগের অঙ্গ-সংগন, সবার মুখেই ছিল জামায়াত শিবির প্রতিহতের আওয়াজ।

08/06/2025

জামায়াত সহ ৬ ইসলামী দলের সম্ভাব্য জোট

২০১৩-১৪ সালে সাতক্ষীরা ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দানকারী তৎকালীন ডিসি নাজমুল আহসানরা গণ'হ'ত্যার দায়ে কারাগারে থাকার কথা। কিন্তু...
27/05/2025

২০১৩-১৪ সালে সাতক্ষীরা ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দানকারী তৎকালীন ডিসি নাজমুল আহসানরা গণ'হ'ত্যার দায়ে কারাগারে থাকার কথা। কিন্তু সেই খু'নী নাজমুলরা এখনো সচিবালয়ে বহাল তবিয়তে রয়েছে কার মদদে?

26/05/2025
কে, কারা এবং কেন এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলো? আওয়ামী লীগ নিষিদ্ধে কার পুচ্ছে আগুন লাগলো? কেন লাগলো? বাংলাদেশে ইন্ডিয়া...
26/05/2025

কে, কারা এবং কেন এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলো? আওয়ামী লীগ নিষিদ্ধে কার পুচ্ছে আগুন লাগলো? কেন লাগলো? বাংলাদেশে ইন্ডিয়া, ওয়াকার, বিএনপি আর আওয়ামী লীগ এই বোঝাপড়া কী জিন্য?

তাদের কিছু ডেলিভারেবল ছিলো। কিছু বাস্তব লক্ষ্য ছিলো। তার মধ্যে একটা আওয়ামী লীগকে সামনের নির্বাচনে আনা।

অথচ এই বিশাল শক্তিশালী পক্ষগুলোর পারষ্পরিক বুঝাপড়ার পরেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠেকাতে ব্যর্থ হলো। আওয়ামী লীগের আগামী নির্বাচনে আসা অসম্ভব হয়ে গেলো।

এই ব্যর্থতাই তাদের ভীত আর আতংকিত করে তুলেছে। বাংলাদেশ আর গোলামীতে ফিরে যাবেনা। তবে এটা ভালোই হয়েছে। সবার চেহারা পরিষ্কার হচ্ছে। আমরা ইউটিউবাররা নাকি দেশকে স্থিতিশীল হতে দিচ্ছিনা। সচিবালয় অচল করিয়ে দিয়েছে কারা। ঢাকা শহর ব্লকেড করে অচল করে দিয়েছিলো কারা?

আগামীর রাজনীতি পরিষ্কার হচ্ছে। এখুনি গণশত্রুদের চিনে নিন। ইউটিউবারেরা এই গণশত্রুদের চিনিয়ে দেয়। তারা না থাকলেও দেশের দেশপ্রেমিক জনগন গণশত্রুদের চিনে নেবে, প্রতিরোধ করবে।

ইনকিলাব জিন্দাবাদ।

26/05/2025
26/05/2025

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল চায় সচিবালয়!

সচিবালয়ের এক আন্দোলনকারী নেতা দেখি বলছেন, আপনারা আসছেন নির্বাচন করতে, নির্বাচন করে চলে যাবেন। এতো আইনকানুন বানানো আপনাদের কাজ না।

সরকারি কর্মচারীর মুখে এই আলাপ শুনে ভাবছিলাম কোথায় যেনো এই বক্তব্য আগে শুনেছি। সেখান থেকে কথা এসে এখান থেকে ডেলিভারি হচ্ছে।

এই সচিব গুলো ছিল হাসিনার কুকুর। এখন সবাই বিএনপি হয়ে যাচ্ছে! এই সরকার ক্ষমতায় এসেও কুকুর গুলোকে কিছুই করেনি। কমপক্ষে ১০০ সচিরের চাকরি যাওয়ার কথা ছিল ৭ দিনে। এখন ইউনুস সরকারের বিরুদ্ধে সিভিল ক্যু করতে চায়!

সরকারি আইন অনুযায়ী ক্যু করতে আসা সবার বিরুদ্ধে ব্যবস্থা দিন। প্রয়োজনে জনতাকে ডাক দিন। সচিবালয় লীগের পশ্চাতে আন্দোলন ভরে দিয়ে আসবো ইনশাআল্লাহ।

Address

Dhaka, Bangladesh

1000

Telephone

+966571128522

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাইমুম ঝড় - Saimum Jhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাইমুম ঝড় - Saimum Jhor:

  • Want your business to be the top-listed Media Company?

Share