
08/09/2025
*আলো ছায়ায় সবজির হাট*
*কলমে: মোঃ জমির উদদীন | ০৭/০৯/২৫*
রাতের আলো জ্বলে ওঠে, জেগে উঠে পথ,
সবজি হাটে ব্যস্ত ভিড়, থেমে না কারো রথ।
পালংশাক আর কাঁচা লাউ, সাজানো সারি সারি,
তরতাজা সেই সবজি দেখে মনও হয় খুশি ভারি।
ছোট দোকান, বড় আশা, ডাকছে সবাই ক্রেতা,
হাসি মুখে বিক্রেতারা, গায় যেন গান-বাঁশি-সেতা।
রাতের মধ্যে জমে ওঠে, এক জীবনের গল্প,
সবজির হাটে প্রাণ খেলে, আলো-ছায়ার বলপ।
** #সবজির_রাত
#জীবনের_হাট
#রাতের_আলো
#কলমে_মো_জমির_উদদীন**