02/11/2025
চট্টলার বাতাসে জীবনের পাঠ
কলমে: মো. জমির উদদীন, চট্টগ্রাম
তারিখ: ০২/১১/২৫
চট্টলার বাতাসে মিশে আছে জ্ঞান,
প্রকৃতির কোলে শেখে মানুষ প্রাণ।
পাহাড় বলে — স্থির থেকো ঠিক,
ঝড় এলেও ভেঙো না চিত্তের দিক।
নদী শেখায় — প্রবাহমান হও,
অন্তরের কাদা ধুয়ে নির্মল রও।
সমুদ্র বলে — গভীরতা ধরো,
নীরব থাকো, তবেই সত্য গড়ো।
সবুজ বন বলে — দানই ধর্ম,
ছায়া দেওয়া মানুষতার পরম।
বৃষ্টি ফিসফিস — কাঁদলে ভেতর হালকা হয়,
অশ্রুতে থাকে শান্তির ভয়।
চট্টলার রূপে দর্শন লুকায়,
যে বোঝে তা-ই সত্য জানায়।