
15/07/2025
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - প্রথম পত্র (ইংরেজি ভার্সন) এর দশম সংস্করণ : জুলাই , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশ করা হলো।
" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "
পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।
সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।
বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সংক্রান্ত গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।
এছাড়াও বইটির শুরুতে " বইটির প্রতিনিধিত্বকারী অংশ " দেয়া হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। ইনশাআল্লাহ, এ অংশ ভালোভাবে বুঝতে পারলেই হবে।
পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই "পরিসংখ্যান - প্রথম পত্র " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।
ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ