MD. Abdul Aziz

  • Home
  • MD. Abdul Aziz

MD. Abdul Aziz Prof. Md. Abdul Aziz

আলহামদুলিল্লাহ।মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে  একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - প্র...
15/07/2025

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - প্রথম পত্র (ইংরেজি ভার্সন) এর দশম সংস্করণ : জুলাই , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশ করা হলো।

" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "

পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।

সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।

বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সংক্রান্ত গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।

এছাড়াও বইটির শুরুতে " বইটির প্রতিনিধিত্বকারী অংশ " দেয়া হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। ইনশাআল্লাহ, এ অংশ ভালোভাবে বুঝতে পারলেই হবে।

পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই "পরিসংখ্যান - প্রথম পত্র " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।

ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ

ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে  আরাফ পাবলিকেশন্স থেকে   একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - প্রথম  পত্র (ই...
10/07/2025

ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আরাফ পাবলিকেশন্স থেকে একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - প্রথম পত্র (ইংরেজি ভার্সন) এর দশম সংস্করণ : জুন , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশিত হবে।

" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "

পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।

সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।

বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সংক্রান্ত গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।

এছাড়াও বইটির শুরুতে " বইটির প্রতিনিধিত্বকারী অংশ " দেয়া হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। ইনশাআল্লাহ, এ অংশ ভালোভাবে বুঝতে পারলেই হবে।

পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই "পরিসংখ্যান - প্রথম পত্র " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।

ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ

আলহামদুলিল্লাহ।মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে  একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - দ্ব...
24/06/2025

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান - দ্বিতীয় পত্র (ইংরেজি ভার্সন) এর দশম সংস্করণ : জুন , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশ করা হলো।

" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "

পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।

সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।

বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সংক্রান্ত গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।

এছাড়াও বইটির শুরুতে " বইটির প্রতিনিধিত্বকারী অংশ " দেয়া হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। ইনশাআল্লাহ, এ অংশ ভালোভাবে বুঝতে পারলেই হবে।

পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই "পরিসংখ্যান - দ্বিতীয় পত্র " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।

ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ

Alhamdulillah ! Alhamdulillah !! Alhamdulillah !!! By the grace of Almighty Allah, the 10 th edition of Statistics - Sec...
18/06/2025

Alhamdulillah ! Alhamdulillah !! Alhamdulillah !!!
By the grace of Almighty Allah, the 10 th edition of Statistics - Second Paper Book for Class 11-12 students has been published by Araf Publications: June, 2025 in a completely new format.

"Teaching is my profession
Writing books is my passion."

Statistics is one of the branches of science. Knowledge - Statistical knowledge and its application in all fields of science are universally recognized and undeniable. In addition to analyzing and explaining state, social and economic issues, the use of modern statistics is very widespread in all studies including science, industry, commerce, agriculture, information and technology. In addition, it is almost impossible to obtain higher education and conduct research activities in many subjects without the extensive and correct application of statistics. Although the subject is included in the curriculum from the primary level to the undergraduate and postgraduate levels, in practice this subject has not gained the desired breadth.

Students of all abilities and those interested in statistics can easily acquire knowledge of statistics, so we have tried to make the content and terminology of the book easy to understand according to the revised and renewed curriculum and syllabus by the National Curriculum and Textbook Board.

Features of the book:
1. Each chapter has been presented in different formats based on the type of mathematical problem.
2. In the light of each format, the required number of mathematical problems and their solutions have been given to apply creative questions and solve mathematical problems related to higher skills.
3. The mathematical problems of each format have been inserted in the exercises in such a way that any student himself can easily solve the mathematical problems of the exercises by looking at the necessary rules and sufficient examples given in the box of each format.

Also, a "representative part of the book" has been given at the beginning of the book, through which students will easily get a complete idea about the content of the book in a very short time. InshaAllah, this part will be understood well.

Finally, keeping in mind the students, I have taken the initiative to publish the book "Statistics - Second Paper" in a simple, straightforward and fluent manner while maintaining its comprehensiveness and usefulness. I have tried my best to make the book accurate. If there are any minor errors, they have occurred in my subconscious, for which I apologize. I will respectfully accept any constructive suggestions from interested parties as soon as the book is completed.

Thank you:
Md. Abdul Aziz

আলহামদুলিল্লাহ।মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে  একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাধান বইসহ পরিস...
29/05/2025

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাধান বইসহ পরিসংখ্যান - প্রথম পত্রের ১৮ তম সংস্করণ : জুন , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশ করা হলো।

" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "

পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।

সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।

বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।

এছাড়াও বইটির শুরুতে " বইটির প্রতিনিধিত্বকারী অংশ " দেয়া হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে একজন শিক্ষার্থী বইটির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। ইনশাআল্লাহ, এ অংশ ভালোভাবে বুঝতে পারলেই হবে।

পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই "পরিসংখ্যান - প্রথম পত্র " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।

ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ

আলহামদুলিল্লাহ।মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে  একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাধান বইসহ পরিস...
29/05/2025

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে আরাফ পাবলিকেশন্স থেকে একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাধান বইসহ পরিসংখ্যান - দ্বিতীয় পত্রের ১৮ তম সংস্করণ : জুন , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশ করা হলো।

" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "

পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।

সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।

বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।

এছাড়াও বইটির শুরুতে " বইটির প্রতিনিধিত্বকারী অংশ " দেয়া হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে বইটির বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।

পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই "পরিসংখ্যান - দ্বিতীয় পত্র " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।

ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ

আলহামদুলিল্লাহ।মহান আল্লাহর অশেষ রহমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি বি.এসসি অনার্স (পরিসংখ্যান, গণিত,  পদার্থ), ...
12/04/2025

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি বি.এসসি অনার্স (পরিসংখ্যান, গণিত, পদার্থ), বি.এস.এস অনার্স (অর্থনীতি) ও তিন বছর মেয়াদি বি.এসসি, বি.কম (পাস) সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিবিএ, এমবিএ, বি.এসসি (অনার্স) ও বি.এস.এস (অনার্স) শিক্ষার্থীদের জন্য মৌলিক পরিসংখ্যান - প্রথম খন্ড বইয়ের সপ্তম সংস্করণ : এপ্রিল , ২০২৫ সম্পূর্ণ নতুন ফরমেটে প্রকাশ করা হলো।

" শিক্ষকতা আমার পেশা
বই লেখা আমার নেশা। "

পরিসংখ্যান বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞান - বিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানিক জ্ঞান ও এর প্রয়োগ সর্বজন স্বীকৃত ও অনস্বীকার্য। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদি বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান ছাড়াও আধুনিক পরিসংখ্যানের ব্যবহার বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, কৃষি, তথ্য ও প্রযুক্তিসহ সকল গবেষণায় অত্যন্ত ব্যাপক। এছাড়া পরিসংখ্যানের ব্যাপক ও সঠিক প্রয়োগ ছাড়া অনেক বিষয়েই উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব। প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকলেও কার্যত এ বিষয়টি কাঙ্ক্ষিত ব্যাপকতা লাভ করতে পারেনি।

সকল মেধার ছাত্র- ছাত্রী এবং পরিসংখ্যানে আগ্রহীরা সহজেই পরিসংখ্যানের জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করেছি।

বইটির বৈশিষ্ট্য :
১। প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)- এ অবতারণা করেছি।
২। প্রতিটি ফরমেট ( Format) এর আলোকে গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যা ও তার সমাধান দেয়া হয়েছে।
৩। অনুশীলনীতে প্রতিটি ফরমেটের গাণিতিক সমস্যাবলিকে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে যে কোনো শিক্ষার্থীই নিজেই প্রতিটি ফরমেটের বক্সের মধ্যে প্রদত্ত প্রয়োজনীয় নিয়মাবলি, পর্যাপ্ত উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে সক্ষম হয়।

পরিশেষে, আমি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই " মৌলিক পরিসংখ্যান - প্রথম খন্ড " বইটি সহজ, সরল ও সাবলীল প্রকাশভঙ্গিতে ব্যাপকতা ও উপযোগিতা রক্ষা করে প্রকাশে উদ্যোগি হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি বইটি নির্ভুল করার জন্য। যদি সামান্য ত্রুটি থেকে থাকে, তবে তা আমার অবচেতনে ঘটেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বইটির পূর্ণতায় উত্তীর্ণ হওয়ার সাথে সুধিবৃন্দের যে কোনো গঠনমূলক পরামর্শ শ্রদ্ধাভরে গ্রহণ করবো।

ধন্যবাদান্তে:
মো. আব্দুল আজিজ

Alhamdulillah. By the infinite grace of Allah, the book "Research  Methodology " has been published by Araf Publications...
08/02/2025

Alhamdulillah.
By the infinite grace of Allah, the book "Research Methodology " has been published by Araf Publications.

I sincerely request your prayers and blessings for the book.

02/02/2025
Dear well - wishers, Which of the following covers would be the best for Research Methodology? Your thoughtful comments ...
25/01/2025

Dear well - wishers,
Which of the following covers would be the best for Research Methodology?
Your thoughtful comments are welcome.
Inshallah, if your prayers are with me, the book will be published next week.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Abdul Aziz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Abdul Aziz:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share