03/11/2025
🔥যারা বলছেন আমার বয়স ৬০+ হয়ে যাওয়ায় আমাকে প্রবাসী কল্যান কার্ড দিচ্ছে না।
আপনাদের বলছি : আপনাদের কাছে যদি সর্বপ্রথম বিদেশে যাওয়ার সময়ের পাসপোর্টটি থাকে,এবং সে পাসপোর্টে যদি এই সিলটি থাকে তাহলে আপনার আর প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন নেই।
এটাই আপনার প্রবাসী কল্যাণ কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড।
যখনই কোন কাজে কোন জায়গায় প্রবাসী কল্যাণ কার্ড বা BMET স্মার্ট কার্ডের প্রয়োজন পড়বে তখন আপনাকে এই পাসপোর্ট বা পাসপোর্টের এই পাতার ফটোকপি দেখাতে হবে।
✅যারা বিদেশ যাওয়ার সময় ৩ দিনের ট্রেনিং শেষ করে BMET স্মার্ট কার্ড বা ম্যানপাওয়ার কার্ডটি পেয়েছেন,তাদের কে প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে না,আপনার জন্য ওইটাই প্রবাসী কল্যাণ কার্ড। @
✅আর যারা BMET স্মার্ট কার্ড দেয়া শুরু করার আগেই প্রবাসে চলে গেছেন,আপনারা চাইলে দূতাবাস, কনস্যুলেট,প্রবাসী সেবা কেন্দ্র অথবা দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে এই প্রবাসী কল্যাণ কার্ড টি করতে পারবেন, আপনাদের এই প্রবাসী কল্যাণ কার্ডটি BMET স্মার্ট কার্ড বা ম্যানপাওয়ার কার্ডের মতই কার্যকর হবে।
✅আর যাদের বয়স ৬০+ যারা এই দুইটির একটি করতে পারতেছেন না,আপনারা আপনাদের পুরনো কাজ করতে চেক করুন,সেই পাসপোর্টে যদি ছবিতে থাকা সিলটি থাকে,তাহলে ওটাই আপনার BMET স্মার্ট কার্ড,ম্যানপাওয়ার কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড যাই হোক না কেন ওইগুলোর মতোই কার্যকর।
কারণ যখন এই BMET স্মার্ট কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড চালু হয়নি তখন হাতে লেখা পাসপোর্ট গুলোতে বিমানবন্দর থেকেই এই সিলটি দেয়া হত,যা প্রমান করে আপনি বৈধ ভিসায় বৈধপথে প্রবাসে গিয়েছেন।
আর এখন আধুনিক যুগ হওয়ায় সিল না দিয়ে এই কার্ডগুলো দেয়া হচ্ছে।
✅এই কার্ড গুলো কেন করব?এটা করে টাকাটাই লস? আসলে এটা করে ২ পয়সার লাভ ও নাই,এ ধরনের অনেক প্রশ্ন অনেকেই করেন,এবং করাটাও যুক্তি বলে আমি মনে করি।
কিন্তু আমি ওই বিষয়ে কোন তর্কে যাব না,কারণ ওটা সরকারের দায়িত্ব,তারা আপনাকে যে কাঙ্খিত সেবা দিবেন বলছে সেটা না দিলে তার জবাবও তারা আপনাদেরকে দিবে বা দিতে বাধ্য।
✅কিন্তু আমি এই পোস্ট করার উদ্দেশ্য হলো : বেশ কয় বছর ধরে প্রবাস থেকে নিয়ে কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি,বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই কার্ডটির প্রয়োজনীয়তা আছে,তাই আমি মনে করি অদুর ভবিষ্যতে সুযোগ-সুবিধা কি পাবেন কি পাবেন না সেটা না ভেবে একজন প্রবাসী হিসেবে প্রয়োজনীয়তা মনে করে,এই তিনটি যে কোন একটি আপনার সংগ্রহে থাকা উচিত বলে আমি মনে করি।
🔥আরেকটি বিষয় : অনেকেই বলেছেন আমার কার্ডটি ছিল সেটা হারিয়ে গেছে,কাজ হারিয়ে গেলে তো দুঃচিন্তা করার কিছু নেই।
এই কার্ডটি ইস্যু হয় পাসপোর্ট এর অধীনে,সুতরাং আপনার সাথে পাসপোর্ট থাকলে যেকোনো সময় দুতাবাস,কনস্যুলেট,সেবা কেন্দ্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে কার্ডটি পুনরায় বের করতে পারবেন।
অথবা যখন যে জায়গায় এই কার্ডটির প্রয়োজন পড়বে,আপনি যদি তাদেরকে নিশ্চিত করে বলতে পারেন যে আপনার এই কার্ডটি ছিল,তাহলে তারাও বের করে নিতে পারবে।
আবার অনেকে জিজ্ঞেস করেছেন এই কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় কিনা,না এই কার্ড একবার ইস্যু হলে সেটির আর মেয়াদ শেষ হবে না।