
10/08/2025
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন নোয়াখালীর কৃতি সন্তান আবু তাহের
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক পদে উন্নীত হয়েছেন। ১৯৭৩ সালে সাংবাদিকতায় যাত্রা শুরু করে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি ও যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দেওয়া আবু তাহের ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষতার জন্য পরিচিত। ‘সূর্যোদয়’ সাময়িকীতে নয় বছর ধরে জনপ্রিয় কলাম ‘বালিশ কথন’ লিখে পাঠকপ্রিয়তা অর্জন করেন।
নোয়াখালী শহরে জন্ম নেওয়া এই সাংবাদিকের বড় ছেলে চিকিৎসক, ছোট ছেলে প্রকৌশলী।
© Md Shalahuddin