Taru's Shoili

Taru's Shoili খাঁটিমানের খাবারের নিশ্চয়তায় এবং ব্লক বাটিকের সেলোয়ার-কামিজ ও বিছানার চাদরের সমারোহ।

পরিশ্রমের হাত হোক বরকতময়।
30/11/2025

পরিশ্রমের হাত হোক বরকতময়।

সবচেয়ে কার্যকর টনিক হল হাসি। যত হাসিখুশি থাকবেন তত মন ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে😄
30/11/2025

সবচেয়ে কার্যকর টনিক হল হাসি। যত হাসিখুশি থাকবেন তত মন ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে😄

জীবন অনন্তকালের নয়, সময়ে ঘেরা কেবলই এক স্বপ্ন। এই স্বপ্নকে কে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এটা একান্তই তাঁর নিজস্ব অভিরুচি। অব...
29/11/2025

জীবন অনন্তকালের নয়, সময়ে ঘেরা কেবলই এক স্বপ্ন। এই স্বপ্নকে কে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এটা একান্তই তাঁর নিজস্ব অভিরুচি। অবশ্যম্ভাবী মৃত্যু এসে স্বপ্নকে থামিয়ে দেয় একদিন।
শুকরিয়া সবকিছুর জন্য।

সাধারণ হলেও আমার সবচেয়ে প্রিয় একটা খাবার কয়েক পদের বা রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা। সরিষা ভর্তা, ধনে পাতার ভর্তা, শুটকি মর...
26/11/2025

সাধারণ হলেও আমার সবচেয়ে প্রিয় একটা খাবার
কয়েক পদের বা রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা।
সরিষা ভর্তা, ধনে পাতার ভর্তা, শুটকি মরিচ ভর্তা।

কথায় আছে, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং।পুডিং জিভে জল আনা একটি ডেজার্ট।আসলে সব প্রিয় খাবারের টেস্ট পাওয়া যায় পুডিংয়ে...
24/11/2025

কথায় আছে, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং।

পুডিং জিভে জল আনা একটি ডেজার্ট।
আসলে সব প্রিয় খাবারের টেস্ট পাওয়া যায় পুডিংয়ের মধ্যে

শীত হোক বা গরম !
ভাতঘুমের পর বিকেলে এক পিস পুডিং
অথবা ডিনারের পর এক পিস পুডিং হলেই তরকারির বেশি ঝালটা ও যেন মাপ হয়ে যায় ।

জানেন ই তো পুডিং খাবার উপকারিতা. . . . .
গরমে এর পুষ্টিকর দুধ, ডিম শরীরের জন্য ব্যপক হাইজেনিক। এছাড়া খুব আরামদায়ক পেট এর জন্য ।

বিভিন্ন স্বাদের ছানার পুডিং, ডিম পুডিং, দই পুডিং এবং লেয়ার পুডিং কাস্টমার ডিমান্ড অনুযায়ী দেয়া যাবে ।

ভালো মানুষ পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, তেমনি সেই ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখতে পারা টাও অনেক বড় ব্যাপার।বর্তমান দুনি...
23/11/2025

ভালো মানুষ পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, তেমনি সেই ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখতে পারা টাও অনেক বড় ব্যাপার।
বর্তমান দুনিয়ায় যেখানে স্বার্থ আর মুখোশের ভির, সেখানে নিঃস্বার্থ, সহানুভূতিশীল মমতাবান একজন মানুষ যেন নিজের জীবনে আশীর্বাদ। ভালো মানুষরা নিঃশব্দে সাহায্য করে। নিজের কথা না ভেবেই অন্যের জন্য উঠে পরে লাগে,আর চুপচাপ ভালবাসা ছড়িয়ে দেয়।

জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না তার জীবনে কখন কি ঘটবে এবং সে কতদিন বাঁচবে।
22/11/2025

জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না তার জীবনে কখন কি ঘটবে এবং সে কতদিন বাঁচবে।

জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চল...
21/11/2025

জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

জন্ম যেমন একটি অবশ্যম্ভাবী সত্য, তেমনই মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবুও প্রিয়জনের মৃত্যু মেনে নেওয়া আমাদের জন...
20/11/2025

জন্ম যেমন একটি অবশ্যম্ভাবী সত্য, তেমনই মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবুও প্রিয়জনের মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য কঠিন। মৃত্যু এটি জীবনের অবধারিত সমাপ্তি।
ভাল থাকুক ঐ জগতে সবার প্রিয়জনরা।

অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা-  এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! ত...
19/11/2025

অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কেউ আমাদের সাহায্য করতে আসে আবার কেউ ভালো মানুষ সেজে এসে আমাদের ক্ষত...
19/11/2025

জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কেউ আমাদের সাহায্য করতে আসে আবার কেউ ভালো মানুষ সেজে এসে আমাদের ক্ষতি করে। অনেকেই মানুষ চিনতে ভুল করে যা বেশিরভাগ ক্ষেত্রে অনেক কষ্ট দেয়।

Address

Halishahar Chuna Factory Moor , Chittagong
Kazipara

Telephone

+8801815851605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taru's Shoili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taru's Shoili:

Share