Gausia Committee Bangladesh-13No Lelang Union Shakha.

Gausia Committee Bangladesh-13No Lelang Union Shakha. وكونو مع الصادقين

07/11/2025

মওজুদা হুজুর কেবলা, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীক্বত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)'র বায়াত গ্রহণ এবং নসিহত।

আলহামদুলিল্লাহ!গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষে থেকে অভিনন্দন ❤️🌹=========================================আওলাদে রাসূল সল্...
06/11/2025

আলহামদুলিল্লাহ!
গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষে থেকে অভিনন্দন ❤️🌹
=========================================
আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউছে জমান সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ হুজুর কিবলা (মা.জি.আ)'র মেজ সাহিবজাদা আল্লামা হামিদ শাহ হুজুর কিবলা (মা.জি.আ)কে পাকিস্তানের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হরিপুর জেলার সমাজ কল্যাণ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

এটি ডিস্ট্রিক্ট কমিশনার (ডিসি) বা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সমমর্যাদা পূর্ণ এবং এ্যাডমিনিস্ট্র্যাটিভ অথরিটি সমৃদ্ধ জেলা পর্যায়ের সর্বোচ্চ সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক কথায় এটি জেলার সামাজিক কল্যাণ সংক্রান্ত সব সরকারি সিদ্ধান্তের সর্বোচ্চ তদারক ও অনুমোদনকারি পদ❤️‍🩹

02/11/2025

সাংবাদিক: পীর সাহেবদের [সিরিকোট দরবারের মাশায়েখ হযরাত] মধ্যে এমন কী বিশেষত্ব আছে, যার কারণে আপনারা এত ভালোবাসা আর ভক্তি দেখান? এর রহস্যটা কী বলে মনে করেন?

সাক্ষাৎকারদাতা: পীর সাহেব আমাদের জান, আমাদের গর্ব, আমাদের পরিচয়। ওনারা ধন দৌলতের পরোয়া করেন না, আল্লাহ ওয়ালা লোক। যিনিই যান, তিনি কখনও খালি হাতে ফেরেন না—

:: মুর্শিদে করীমের পরিবার সম্পর্কে সিরিকোট শরীফের জনসাধারণের অভিমত।

01/11/2025

মুর্শিদে করিমের তাবাসসুম। 🥰

30/10/2025

সিরিকোট দরবারের উভয় সাজ্জাদানশীন গাউসে জমান হুজুর সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাজিআ) এবং পীরে বাঙ্গাল পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)'র নেতৃত্বে অনুষ্ঠিত ২০০৬ সালের জশনে জুলুস।🥰

30/10/2025

মাশা-আল্লাহ। 🥰

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gausia Committee Bangladesh-13No Lelang Union Shakha. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share