
26/06/2025
মাত্র এক গ্রাম ডিএনএ-তে ২১৫ পেটাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব, যা ইউটিউবের সমস্ত ভিডিওর মেমোরি ক্ষমতাকেও ছাড়িয়ে যায়।
চারটি নিউক্লিওটাইড বেস (A, T, C, G) ব্যবহার করে তৈরি এর সুশৃঙ্খল আণবিক গঠন এই বিপুল ধারণক্ষমতা সম্ভব করেছে।
গবেষকরা ভবিষ্যতের ডিজিটাল সংরক্ষণের জন্য ডিএনএ-এর স্থায়িত্ব এবং ঘনত্বকে একটি বিপ্লবী সমাধান হিসেবে বিবেচনা করছেন।