07/07/2025
🎬🥁 আমি একটা এডিটিং দিচ্ছি... জেনে নিন এক নিশ্বাসে ৩৮টা দুর্ধর্ষ AI টুল!
👉 একেকটা যেন ডিজিটাল যুগের ম্যাজিক! আপনি যদি ডিজিটাল কাজ, ভিডিও, ডিজাইন, লেখালেখি বা ব্যবসা করেন – তাহলে এ তালিকা আপনার হাতিয়ার!
---
🔥 লেখা ও কনটেন্ট বানানোর জন্য
১. ChatGPT – প্রশ্ন করেন, জবাব তো পানই, সঙ্গে কবিতা, গল্প, ব্লগ – সবই বানায়।
২. Copy.ai – ব্যবসার কপি, বিজ্ঞাপন লেখে ফাটাফাটি ভাবে।
৩. Jasper AI – SEO ব্লগ, ইমেইল মার্কেটিং, প্রো কন্টেন্ট লেখে।
৪. Writesonic – ব্লগ থেকে ফেসবুক অ্যাড — সব লিখে দেবে AI!
৫. Quillbot – লেখাকে রি-রাইট করে একদম ঝকঝকে বানায়।
৬. Grammarly – ইংরেজি লেখায় ভুল ধরিয়ে শুদ্ধ করে।
৭. Notion AI – প্ল্যানিং, নোট, লেখালেখি সব কিছুই করে গুছিয়ে।
---
🎨 ডিজাইন ও ইমেজের জন্য
৮. Canva AI – ডিজাইন বানাতে আর গ্রাফিক ডিজাইনার লাগে না।
৯. Looka – কয়েক ক্লিকে লোগো ও ব্র্যান্ড বানান।
১০. Leonardo AI – কল্পনার ইমেজ তৈরি করে একদম সিনেমার মতো।
১১. Midjourney – শুধু কমান্ড দিলেই আর্ট তৈরি!
১২. AutoDraw – খারাপ হ্যান্ড-ড্রয়িং? AI ঠিক করে দেবে।
১৩. Magic Eraser – ছবির জঞ্জাল সরিয়ে ফেলে।
১৪. Cleanup.pictures – অবাঞ্চিত জিনিস মুছে একদম ফ্রেশ করে।
১৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও – সবই একসাথে বানায়।
---
🎬 ভিডিও এডিটিং ও প্রেজেন্টেশনের জন্য
১৬. Pictory – লেখাকে অটো ভিডিওতে রূপ দেয়!
১৭. Lumen5 – ব্লগ থেকে ঝকঝকে ভিডিও বানায়।
১৮. Descript – ভিডিও এডিট হয় লিখে লিখে!
১৯. Runway ML – AI দিয়ে ভিডিওতে ম্যাজিক ইফেক্ট যোগ করুন।
২০. Kaiber – ছবিকে অ্যানিমেশন করে রূপ দেয় সিনেমায়।
২১. Heygen – AI ফেস ও ভয়েসে স্পোকেন ভিডিও তৈরি করে।
২২. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানিয়ে চমকে দিন।
২৩. Papercup – ভিডিওর ভাষা বদলে দেয় রিয়েল ডাবিং দিয়ে।
২৪. SlidesAI – লেখাকে পরিণত করে স্লাইড প্রেজেন্টেশনে।
২৫. Tome – গল্পের মতো প্রেজেন্টেশন বানায়।
২৬. Durable – মাত্র ৩০ সেকেন্ডে ওয়েবসাইট বানায়!
২৭. TinyWow – ভিডিও, পিডিএফ, ইমেজ টুল — সবই ফ্রিতে।
---
🧠 অডিও, ভয়েস ও স্পিচের জন্য
২৮. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক বানান।
২৯. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য সুন্দর মিউজিক তৈরিতে সেরা।
৩০. Play.ht – ব্লগ বা লেখা রূপ নেয় ভয়েসে।
৩১. TTSMaker – বাংলা সহ বহু ভাষায় লেখাকে স্পিচে রূপ দেয়।
৩২. Voicemod – ভয়েস চেঞ্জ করে মজার ও ইফেক্ট যুক্ত কথা তৈরি করে।
৩৩. ElevenLabs – মানুষের মতো রিয়েল ভয়েস বানায়!
৩৪. Krisp – ব্যাকগ্রাউন্ড আওয়াজ হঠিয়ে কল করে একদম ক্লিয়ার!
---
🤖 চ্যাট, গল্প ও মজার জগৎ
৩৫. Replika – একাকীত্বে AI বন্ধুর মতো কথা বলে।
৩৬. AI Dungeon – নিজেই বানান ইন্টার্যাকটিভ অ্যাডভেঞ্চার গল্প।
৩৭. ChatPDF – যেকোনো PDF পড়ে সারাংশ বলে দেয়।
৩৮. Turning Point Job Aid – চাকরি, প্রেজেন্টেশন ও প্রোডাক্টিভ কাজের সহায়তা করে।
---
📌 আপনার জন্য কাস্টম সাজেশন চাইলে?
আপনি কি লেখক, ইউটিউবার, ডিজাইনার, শিক্ষার্থী, ব্যবসায়ী?
→ জানালেই বলে দিব, কোন টুল দিয়ে শুরু করবেন আর কোনটা আপনার সোনা ফলাবে!
🟢 বলুন তো, কোন কাজে আপনি শিখতে বা আয় করতে চান? আমি একদম হাতে ধরে শেখাতে রাজি! 🎯✅