
21/05/2025
শীতের আগমন ; তুষারের দেখা মিললো ইস্টার্নকেপে
দেশজুড়ে শীতের প্রকোপ। দেখা মিলেছে তুষারপাতের। জোহানেসবার্গ এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ যা অনুভব হয়েছে -১ পর্যন্ত। সর্বোচ্চ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতা অনেক। এই মুহুর্তে ঘন্টায় ২৬ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।।
তুষারের দেখা মিলেছে ইস্টার্ন কেপ প্রদেশে। দক্ষিণ আফ্রিকা-লেসোথো বর্ডারে তুষারে ঢেকেছে জনপদ। বিস্তীর্ণ মরুভূমি।।
আবহাওয়ার পরিবর্তনে স্বর্দি জ্বরে ভুগছেন অনেকে। পর্যাপ্ত শীতের কাপড় ব্যবহারের পাশাপাশি খানিকটা গরমে থাকার চেষ্টা করুন।।