Bd.Sa News/বিডি.এসএ নিউজ

Bd.Sa News/বিডি.এসএ নিউজ সাউথ বাংলার সকল ধরনের সংবাদ নিয়ে আমরা আছি সাউথ আফ্রিকার প্রবাসীদের সাথে সবসময় সব প্রয়োজনে।

14/09/2025

BNP 47th birthday celebrations

13/09/2025

BNP birthday celebrations

31/08/2025
26/08/2025
18/08/2025

কুমিল্লার রাতুল ভাই বিদেশে এসেছিলো ধারদেনা করে।
সুদের টাকা আর সাথে কিস্তির টাকা মিলিয়ে চাপ কম নয়।

নিয়মিত কাজ না থাকায় বাড়ি থেকে পরিবারের লোকেরা ঝামেলা করে।
কিস্তির লোক বাড়ি এসে বসে থাকে।
শুধু টেনশান আর টেনশান!

ফলাফল— একদিন ঘুমের মধ্যেই শেষ।

জুয়েল নামে এক বন্ধু গতকাল মাত্র ৩০ বছর বয়সেই ঘুমের মধ্যে শেষ!
এত তরতাজা প্রাণ, সদ্য বিয়ে করলো— হঠাৎ এমন কেন?

আজকে জানলাম, পারিবারিক অশান্তিতে বেশ কয়েক মাস ধরেই সে বিপর্যস্ত।
মাকেও বোঝাতে পারতো না, বউকেও বোঝাতে পারতো না।
প্রতিদিন বাড়িতে ঝামেলা।

ফলাফল— ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক।

মূলত এই কাহিনিটা বলার জন্যই আজকের পোস্ট।

প্রিয় দেশবাসী,
এখানে মালিকের জ্বালা, বেতন না পাওয়ার জ্বালা, কাজ না থাকার জ্বালা, ফোরম্যানের জ্বালা— এগুলোর সাথে দক্ষিণ আফ্রিকায় চো'রের জ্বালা, ডা'কা'তের জ্বালা, কাস্টমারের জ্বালা তার সাথে কখন কি হয়ে সারাক্ষণ মাথার মধ্যে সেই চিন্তা ঘুরপাক খায়
এর মধ্যে যদি দেশ থেকেও অশান্তি আর জ্বালা পাঠান, আমরা বাঁচবোটা কী করে?

ছবিগুলো বিভিন্ন সময়ে ঘুমের মৃ**ত্যু হওয়া প্রবাসীদের।

আল্লাহ উনাদের জান্নাত দান করুক, আমিন।🤲

(✍️ তথ্য গুলো বাস্তব অভিজ্ঞতা এবং অনলাইন হতে সংগৃহীত)
#ওমানপ্রবাসী #ওমানেরখবর #সাউথআফ্রিকা

18/08/2025

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বন্ধ দোকান থেকে প্রবাসীর লা'শ উদ্ধার।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক সপ্তাহ পর গতকাল দোকান থেকে উদ্ধার হলো সারোয়ার হোসেন বাবুর নিথর দেহ।

তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (স্ট্রোক) করে মৃ'ত্যু'বরণ করেন বাংলাদেশি প্রবাসী সারোয়ার হোসেন বাবু তার পিতার নাম মোজাম্মেল সরদার।

কিন্তু মর্মান্তিক বিষয় হলো মৃ'ত্যুর এক সপ্তাহ পর গতকাল (শনিবার) পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়
কেপটাউনের মির্লাটন এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি মা'রা যান।ধারণা করা হচ্ছে,গত সপ্তাহের কোনো এক দিন দিনে বা রাতে মৃ'ত্যুবরণ করেন এই রেমিট্যান্স যোদ্ধা।
মৃ'ত্যুর পর লা'শ দোকানের টয়লেটের পাশেই পরে থাকতে দেখা যায়।
মুন্সিগঞ্জ প্রবাসী জমির উদ্দিন জানান,লাস্ট এক সপ্তাহ সারোয়ারের সাথে কথা হয়েছিলো।

সারোয়ারের লা'শ পুলিশ হেফাজতে রয়েছে।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা গ্রামে বলে জানা গেছে।

✍️আফ্রিকান টাইমস

18/08/2025
Capetown South Africa
16/07/2025

Capetown South Africa

Address

Cape Town
7785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd.Sa News/বিডি.এসএ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share