01/01/2026
*🌸 নতুন বছরের শুভ প্রারম্ভে বিনম্র প্রার্থনা 🌸*
*হরে কৃষ্ণ!*
নববর্ষের এই পবিত্র মুহূর্তে আমি করজোড়ে প্রার্থনা করছি—
আপনাদের স্নেহ, দয়া ও আশীর্বাদে যেন এই নতুন বছরটি হয়ে ওঠে ভক্তি, সেবা ও মহাপ্রভুর নামস্মরণের এক নতুন অধ্যায়।
আপনাদের আশীর্বাদই আমার জীবনের প্রেরণা ও পথচলার আলোকবর্তিকা।
ভগবানের করুণা ও গুরুজনদের কৃপায় যেন আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভক্তি-সেবায় নিজেকে নিবেদন করতে পারি—এই কামনায় আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি।
*জয় শ্রীকৃষ্ণ!
* জয় শ্রীল প্রভুপাদ।
* জয় গুরু মহারাজ।
আপনাদের দাসানুদাস -
*— সহিষ্ণু শ্রীধর *
🙏 *হরে কৃষ্ণ!*