Bangla Bazar

Bangla Bazar Hi friends this is my Fb page just support to my page.

যথাযথ মর্যাদা।
26/09/2025

যথাযথ মর্যাদা।

বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে৷ এরা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় বের হয়। এরা মানুষে...
18/09/2025

বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে৷ এরা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় বের হয়।

এরা মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়, বেশীরভাগ বিছানায় উঠে কাথার মধ্যে চুপ করে বসে থাকে, বা অন্য কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে।

যখন মানুষ ঘুমের মধ্যে তার গায়ের সাথে লেগে যায়, তখন আপনাকে কামড় দিয়ে সুন্দর করে চলে যাবে, কিন্তু আপনি টেরই পাবেন না সে কামড় দিয়েছে যে, মশা কামড়ালেও বুঝা যায়, কিন্তু এই কালাচ সাপে কামড় দিলে কিছুই বুঝা যায়না, ব্যথা ও করেনা, কোন যন্ত্রণাও করেনা। এই কারণে মানুষ কিছু বুঝে উঠার আগেই ঘুমের মধ্যে মা*রা যায়।তাই সচেতনতা অনেক জরুরী রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারী টাঙিয়ে ঘুমতে হবে, রাতে ঘর থেকে বেরুলে টর্চ ব্যবহার করতে হবে।

কালাচ সাপের কামড়ের কিছুক্ষণ পর যে লক্ষণ গুলো দেখা যায়...খুব ছোট বিষদাঁত হওয়ায় হালকা ব্যাথা হয়। কামড়ের ফলে কোনো গভীর ক্ষত...
06/09/2025

কালাচ সাপের কামড়ের কিছুক্ষণ পর যে লক্ষণ গুলো দেখা যায়...

খুব ছোট বিষদাঁত হওয়ায় হালকা ব্যাথা হয়। কামড়ের ফলে কোনো গভীর ক্ষত হয়না,
১. পেটে ব্যাথা
২.ঝাপসা দৃষ্টি
৩.বমি বমি ভাব
৪.চোখের পাতা পড়ে আসা।
৫. ঘাড় সোজা রাখতে না পারা

এই সাপ এখন সারা বাংলাদেশেই দেখতে পাওয়া যাচ্ছে। আর সারা বাংলাদেশেই এই সাপে কাটার খবর পাওয়া যাচ্ছে।
তাই এখনই সময় সবাই সাবধান হউন, রাতে জানালা খুলে ঘুমাবেন না, বিছানা ভালোভাবে পরিষ্কার করে দেখে ভালোভাবে মশারী লাগিয়ে ঘুমাবেন।
রাতে বাইরে বের হলে অবশ্যই লাইট নিয়েই বের হবেন

23/08/2025
20/07/2025

মানুষ মানুষের জন্য ❤️
দুবাইতে একটি লোক হঠাৎ করে স্ট্রোক করে রাস্তায় পড়ে যায়, আর একে বাঁচানোর জন্য দুবাইয়ের ডাক্তারেরা মেশিন দিয়ে সিপিআর দিচ্ছে ভিডিওটি দেখে আসলে অনেক ভালো লাগলো লোকটিকে বাঁচানোর জন্য ডাক্তারেরা অপ্রায়ন চেষ্টা করতেছে।
🇦🇪 i love Dubai

Address

Khalifa Street
Abu Dhabi
UNITEDAREBEMIRATES

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Bazar:

Share