
18/09/2025
বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে৷ এরা দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় বের হয়।
এরা মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়, বেশীরভাগ বিছানায় উঠে কাথার মধ্যে চুপ করে বসে থাকে, বা অন্য কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে।
যখন মানুষ ঘুমের মধ্যে তার গায়ের সাথে লেগে যায়, তখন আপনাকে কামড় দিয়ে সুন্দর করে চলে যাবে, কিন্তু আপনি টেরই পাবেন না সে কামড় দিয়েছে যে, মশা কামড়ালেও বুঝা যায়, কিন্তু এই কালাচ সাপে কামড় দিলে কিছুই বুঝা যায়না, ব্যথা ও করেনা, কোন যন্ত্রণাও করেনা। এই কারণে মানুষ কিছু বুঝে উঠার আগেই ঘুমের মধ্যে মা*রা যায়।তাই সচেতনতা অনেক জরুরী রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারী টাঙিয়ে ঘুমতে হবে, রাতে ঘর থেকে বেরুলে টর্চ ব্যবহার করতে হবে।