03/08/2024
আমার মনে হয়,এখন আর সমাবেশ করার সময় নই,একটা দিন সমাবেশ করা মানি ২৪ ঘন্টা সময় দেওয়া সরকার তাদের পরিকল্পনা করে সব। শেষ করে দেওয়ার সুযোগে করা।এখন সকল শ্রেনীর মানুষের এক হয়ে সকল জেলা থেকে ঢাকা মুখি হওয়া।গণভবন ঘেরাও করা।রেল লাইন,বোডার,এয়োরপোট পাহাড়া দেওয়ার দায়িত্ব কেউ নিব কেউ গণভবনে।চিঠাগং এর মত লাখ লাখ মানুষ প্রতি জেলা থেকে বের হওয়া দরকার।প্রতিদিন সমাবেশ ২০০/৩০০ মানুষ মরবে মানুষের মনবল দূরবল হয়ে যাবে।সবাই মিলে একটা দিন টিক করা খুব জরুরী।।।।