08/11/2025
বেগম খালেদা জিয়ার আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা করা যাবেনা বলে ফরমান জারি করেছেন বগুড়ার শাহজাহানপুর থানার কোন এক ইউনিয়ন বিএনপির নেতা। অবশ্য নেতা না বলে তাকে টোকাই বা ছাপড়ি বলাটাই যুক্তিযুক্ত। কারণ, বিএনপির একজন সাধারণ সমর্থকেরও এমন কথা বলা উচিত নয়।
বেগম খালেদা জিয়া বিএনপির মর্যাদার প্রতীক। তাঁর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন এটাই স্বাভাবিক। বিপক্ষ দলের তারকা খেলোয়াড় কে রেসপেক্ট করলেও খেলার মাঠে কেউ কাউকে ছাড় দেয় না, সেখান থেকেই সত্যিকারের খেলোয়াড়েরা বিজয় ছিনিয়ে আনেন।
বেগম খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা নিষিদ্ধ করার কথা বলে ঐ ছাপড়ি নেতা বেগম খালেদা জিয়ার শান ও মর্যাদা কে খাটো করেছেন। এধরণের অবাঞ্ছিত বক্তব্য থেকে বিএনপি নেতাদের সরে আসা দরকার।
আমার প্রশ্ন এই নেতা কি আদৌ জাতীয়তাবাদের বিশ্বাসী নেতা? উনি তো জিয়ার বিরুদ্ধে অবস্থান করছেন? বেগম জিয়া এমন মানুষ না, যে প্রতিপক্ষ হইতে দিবে না, ইন্টারন্যাশনালি প্রবলেমে ফেলার জন্য এটা করতেছে।