Channel Motivation

  • Home
  • Channel Motivation

Channel Motivation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Channel Motivation, Video Creator, .
(2)

ㅤ ㅤ ♡︎ 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐑𝐞𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 ♡︎
𑁍 𝐇𝐚𝐝𝐢𝐭𝐡 | 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢𝐜 𝐑𝐞𝐦𝐢𝐧𝐝𝐞𝐫 𑁍

I Want To Spread The Glorious Messages Of The Quran At All Levels With The Aim Of Liberating Humanity ♡︎ গনতন্ত্র (প্রজাতন্ত্র) রাজতন্ত্র সমাজতন্ত্রে নই আমি খেলাফতে বিশ্বাসী।

আল্লাহ ছাড়া আইন বিধান দেয়ার অধিকার কারো নেই !!

তাগুত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিপরীতে যাদের আনুগত্য করা হয়। যেমনঃ মানুষ সাধারণত রাজা, বাদশা, নেতা, শাসক, বিচারক,

এমপি, মন্ত্রী, আলেম-উলামা, পুরোহিত ইত্যাদির আনুগত্য করে থাকে। সেটা হতে পারে তাদের সরাসরি আদেশ মান্য করার মাধ্যমে কিংবা তাদের দেয়া আইন বিধান অনুযায়ী বিচার ফয়সালা করার মাধ্যমে। কিন্তু আল্লাহ ছাড়া কি আইন বিধান দেয়ার অধিকার অন্য কারো আছে?


আসুন আমরা দেখি আইন তৈরি করা কার এখতিয়ারে পড়ে আর আইনের সংজ্ঞাই বা কি?
সার্বভৌমত্ব মানেই হচ্ছে সর্বময় কর্তৃত্বের অধিকারী, আইন রচনার সর্বোচ্চ শক্তি। আইনের সার্বজনীন সংজ্ঞা হল “Law is the will of the sovereign” “সার্বভৌম সত্তার ইচ্ছাই আইন”। সুতরাং পুরো সৃষ্টি জগতের সার্বভৌমত্বের মালিক যিনি, আইন বিধান দেয়ার অধিকার কেবল তাঁরই। চলুন আমরা পবিত্র কুরআন থেকে জেনে নেই, আসমান ও যমীনের সার্বভৌমত্বের মালিক কে?
এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা পবিত্র কুরআনে বলেনঃ “আর মহাকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব আল্লাহরই আর আল্লাহর প্রতিই হচ্ছে প্রত্যাবর্তন স্থল”। [সূরা আন নূর, আয়াত ৪২]
“বলো, সুপারিশ সর্বতোভাবে আল্লাহরই জন্যে। মহাকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তাঁরই”। [সূরা যুমার, আয়াত ৪৪-৪৫]
“আর আল্লাহর জন্যই হল আসমান ও যমীনের সার্বভৌমত্ব। আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী”। [সূরা ইমরান, আয়াত ১৮৯]
“তুমি কি জান না যে, আল্লাহর নিমিত্তেই নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্ব। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান”। [সূরা মায়েদা, আয়াত ৪০]
উপরোক্ত আয়াতের মত আরো বহু আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। তিনিই সকল ক্ষমতার উৎস এবং সর্বময় কর্তৃত্বের অধিকারী। আর এই সার্বভৌমত্বে আল্লাহর কোন শরীক নেই।


আল্লাহ তা’আলা বলেনঃ “বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোন সন্তান রাখেন, না তাঁর সার্বভৌমত্বে কোন শরীক আছে”। [সূরা বনী ইসরাঈল, আয়াত ১১১]


“তিনিই (আল্লাহ) মহাকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তাঁরই আর তিনি কোন সন্তান গ্রহণ করেন নি আর সেই সার্বভৌমত্বে তাঁর কোন শরিকও নেই”। [সূরা ফুরক্বান, আয়াত ২]
যেহেতু সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ এবং যেহেতু এক্ষেত্রে তাঁর কোন শরীক নেই সেহেতু হুকুম বা আইন বিধান দেয়ার অধিকারও একমাত্র আল্লাহর। আল্লাহ তা’আলা বলেনঃ “বিধান দেবার অধিকার শুধু আল্লাহর। তিনি আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া আর কারোর উপাসনা করবে না”। [সূরা ইউসুফ, আয়াত ৪০]
“বিধান দেবার অধিকার শুধু আল্লাহর। তিনি সত্য বর্ণনা করেন আর মীমাংসাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ”। [সূরা আনআম, আয়াত ৫৭]
“বিধান তাঁরই ক্ষমতাধীন এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে”। [সূরা ক্বাসাস, আয়াত ৭০]
সুতরাং হুকুম বা আইন বিধান দেয়ার অধিকার একমাত্র আল্লাহর এবং এক্ষেত্রে আল্লাহর কোন শরীক নেই। তার প্রমাণ নিম্নোক্ত আয়াতঃ “তিনি নিজ হুকুমে বা কর্তৃত্বে (সৃষ্টিজগতের জন্য আইন বিধান তৈরির ক্ষেত্রে) কাউকে শরীক করেন না”। [সূরা কাহাফ, আয়াত ২৬]
আল্লাহ ছাড়া এই অধিকার কিভাবে অন্য কারোর থাকতে পারে যেখানে আল্লাহই হলেন সমগ্র বিশ্বজাহানের সৃষ্টিকর্তা? আল্লাহ তা’আলা বলেনঃ “তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক”। [সূরা আ’রাফ, আয়াত ৫৪]
এ আয়াতের মাধ্যমে আল্লাহ তা’আলা আমাদের সামনে যুক্তি উপস্থাপন করছেন যে, বিধান দেয়ার বিষয়টা সৃষ্টি করার সাথে সম্পর্কিত। সৃষ্টিজগতের জন্য বিধান দেয়ার ব্যাপারটা একমাত্র সৃষ্টিকর্তাকেই মানায়। কারণ সৃষ্টিজগত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কেবলমাত্র স্রষ্টার নিকটেই রয়েছে। সৃষ্টিজগতের জন্য কোনটা ভাল আর কোনটা মন্দ সেটা তিনিই সবচেয়ে ভাল জানেন। এজন্য আল্লাহ আমাদের জন্য যে দ্বীন বা বিধি-বিধান (ইসলামী শরীয়াহ) নির্ধারণ করেছেন সেটাই আমাদের জন্য সর্বোত্তম এবং পূর্ণাঙ্গ। কেবলমাত্র ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
অপরদিকে একে তো কোন মানুষের আইন ও বিধি-বিধান তৈরী করার কোন অধিকার নেই। যদি কেউ এটা করে তবে সে নিজেকে আল্লাহর আসনে বসাবে এবং তার এই আইন মানার মাধ্যমে তারই ইবাদত করা হবে। আর সেটা হবে আল্লাহ তা’আলার সাথে সুস্পষ্ট শিরক। অন্যদিকে মানবসৃষ্ট যে কোন বিধানই অপূর্ণাঙ্গ এবং ত্রুটিযুক্ত। এর দ্বারা সমাজে ন্যায়বিচার ও শান্তির পরিবর্তে যুলুম, অন্যায়-অবিচার ও বিশৃঙ্খলাই তৈরী হবে। পৃথিবীতে শান্তিপূর্ণ উপায়ে জীবনযাপন এবং পরকালে আল্লাহর প্রতিশ্রুত জান্নাত পেতে হলে ইসলামী শরীয়াহর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোন পথ নেই।


“ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা”
“হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির।”

জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি—বিয়ে।কারণ এটা শুধু দু’জন মানুষের বন্ধন নয়, বরং দুইটি জীবন, দুইটি ভবিষ্যৎ, দুইটি দু...
11/07/2025

জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি—বিয়ে।

কারণ এটা শুধু দু’জন মানুষের বন্ধন নয়, বরং দুইটি জীবন, দুইটি ভবিষ্যৎ, দুইটি দুনিয়া।
সিদ্ধান্ত যদি সঠিক হয়—তাহলে জীবন জান্নাতের অনুভূতি দেয়। আর যদি ভুল হয়— তবে সেই জীবনই ধীরে ধীরে এক প্রকার জাহা'ন্না'মে রূপ নেয়।
তাই শুধু ভালোবাসা নয়, চিন্তা, দোয়া ও পরিপক্বতা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া মানেই ঝুঁকি।
কারণ বিয়ে শুধু একদিনের উৎসব নয়—
এটা সারাজীবনের দায়িত্ব।

‎প্রকৃত বন্ধু: এক বিরল নিয়ামত‎‎সবাই জীবনে বন্ধু পায়,‎কিন্তু সবাই প্রকৃত বন্ধু পায় না।‎যারা পায়, তারা নিঃসন্দেহে ভাগ্যবান...
11/07/2025

‎প্রকৃত বন্ধু: এক বিরল নিয়ামত

‎সবাই জীবনে বন্ধু পায়,
‎কিন্তু সবাই প্রকৃত বন্ধু পায় না।
‎যারা পায়, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। ‎কারণ প্রকৃত বন্ধু মানে—‎দুঃখে নিরবে পাশে থাকা একটি হাত, ‎ভুলে সোজা পথে ফিরিয়ে আনার সাহসী একজন, ‎আর সফলতায় অহংকার না করে খুশি হয়ে দোয়া করা একটি হৃদয়।

‎যারা এমন বন্ধু পেয়েছে, ‎তাদের উচিত—আল্লাহর শুকরিয়া আদায় করা। ‎কারণ এটা শুধু সম্পর্ক নয়, ‎বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিয়ামত।

‎আজকাল দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান যেন A+ উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য, যেমন চিন্তাশক্তি, নৈ...
11/07/2025

‎আজকাল দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান যেন A+ উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য, যেমন চিন্তাশক্তি, নৈতিকতা ও মানবিক গুণাবলি গঠনের বদলে শুধু ভালো গ্রেড পাওয়ার প্রতিযোগিতাই মুখ্য হয়ে উঠেছে।

‎আর "বোকা'চন্দ্রবিন্দু' মিডিয়া গুলো আমাদের থেকে সেটাকে লুকিয়ে শুধুমাত্র A+ কে হাইলাইট করে যাচ্ছে বছরের পর বছর। তারা আমাদের প্রচিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রতিবেদন পর্যন্ত করে না যেটা আমাদের উপকার হতে পারে।

‎আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা এখনো উন্নত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় স্কিল, চিন্তা ও বাস্তবমুখী জ্ঞান তৈরি করতে পারছে না। তবে চাহিদা ও সম্ভাবনা দুটোই প্রচুর আছে। এই ব্যবস্থায় কাঠামোগত ও মানসিক পরিবর্তন আনতে পারলে শিক্ষার্থীরা সত্যিকারের "ক্যারিয়ার রেডি" হয়ে উঠতে পারবে।

‎আমাদের দেশে অনেক বড় একটা জনসংখ্যা শিক্ষিত বেকার আর চাকরি দাতারা বলছেন যোগ্য লোকের অভাব তাহলে সহজেই প্রশ্ন আসবে ১২/১৮ বছর পর্যন্ত পড়াশোনা করে কোন যোগ্যতা অর্জন হলো আমাদের এই পড়াশোনাই !?

‎এই সময়েও বাহির থেকে এসে আমাদের দেশে চাকরি করে মোটা অংকের স্যালারি নিয়ে যাচ্ছে অন্য দেশের লোকেরা তাহলে আমরা কেনো পারছি না !?


‎[ কমেন্টে দুইটা ভিডিও লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন ]

ঘটনা : ০১ গত ০৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের সশুর দ্বারা যৌ'ন নিপীড়ন শিকার হয় ৮ বছর বয়সী আমাদের বোন আছিয়া। দী...
09/07/2025

ঘটনা : ০১
গত ০৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের সশুর দ্বারা যৌ'ন নিপীড়ন শিকার হয় ৮ বছর বয়সী আমাদের বোন আছিয়া। দীর্ঘ ৮ দিন মৃ'ত্যুর সাথে লড়াই করে সর্বশেষ ১৩ মার্চ দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমাদের বোন শেষ নিঃশ্বাস ত্যা'গ করে।

⍟ দ্রুতার সাথে বিচার কার্যক্রম শেষ হলেও তাতে সন্তষ্ট নয় অনেকেই ☹

ঘটনা : ০২
গত ১৪ এপ্রিল দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় মাত্র ০৭ বছর বয়সী আমাদের বোন জুঁই। পরদিন বাড়ি থেকে ৩০০ গজ দুরে চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেতে তার বি'বস্ত্র ও মুখমণ্ডল ঝলসানো লা'শ পাওয়া যায়।

⛔ এর্লাট : প্রথমত পালাক্রমে ৭ বছরের জুঁই’র শরীর স্পর্শ, ধ'র্ষণ তারপর জুঁইয়ের পরণের লাল রঙের প্যান্ট গলায় পেঁচিয়ে শ্বা'সরোধে তাকে হ'ত্যা করে তারপর ঘাড় মট'কে মৃ'ত্যু নিশ্চিত করে এরপর এসি'ড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে তার মুখ ঝ'লসে দেয়।

[একবার কল্পনা করুন তো, জুঁই এর জায়গার আপনার কলিজার টুকরো সন্তান বা ছোট্ট বোনকে আর তার সাথে এমন করা হচ্ছে]

ঘটনা : ০৩
গত ০৫ জুলাই শনিবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মাত্র ০৯ বছর বয়সী শিশু মায়মুনা আক্তার ময়নারকে। আশপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়া যায়নি। ০৬ ই জুলাই রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার র'ক্তাক্ত ম"রদেহর সন্ধান মিলে।
❐ আচ্ছা ধর্ষ"কের বেঁচে থাকা কি জরুরি !?
আমরা কি পারি না একটা ধর্ষনের বিচার শরীয়াহ্‌ মোতাবেক করতে। ঢাকার একটা গুরুত্বপূর্ণ স্থানে দেশের সকল মিডিয়াকে সামনে রেখে একটা ধ'র্ষককে জ'বা'ই করে জাতিকে দেখাতে।
এমনভাবে একটা বিচার করতে পারলে হয়তো আছিয়া জুঁই ও ময়না'র মতো আমাদের হাজারো বোন নিরাপদ হয়ে যেতো !

যারা ধর্ষ'কের প্রকাশ্যে মৃ'ত্যু'দন্ডের বিরোধিতা করেন তাদের বলছি, আপনার ঘরের মধ্যে সর্বক্ষণ হাসি-খুশিতে মেতে থাকা আপনার বাচ্চা মেয়েটা বা বোনটার সাথে যদি আগামীকাল কেউ এমন করে তাহলে, আপনি সেই ধর্ষ'কের কি বিচার চাইবেন !?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Channel Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Motivation:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share