Middle east life UAE

Middle east life UAE প্রবাসীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কনটেন্ট প্রবাসীদের জীবন বৃত্তান্ত, ভ্রমন কাহিনী ও কমিডি বিডিও থাকবে।

07/04/2025
19/07/2024

দেশে চলমান কোটা আন্দোলনের কারণে নেট বন্ধ থাকায় বিকাশ রকেট এমনকি মোবাইলে রিচার্জ করাও বন্ধ রয়েছে।
এদিকে আমিরাতে ই পাসপোর্ট সেবা সাময়িক বন্ধ।

29/06/2024
ইতালীয় সম্পর্ক:১ম দিন = সেক্স২য় দিন = আবার সেক্স।ফ্রেঞ্চ রিলেশনশিপ:প্রথম দিন = সিনেমা এবং চুম্বন২য় দিন = সেক্স৩য় দিন...
29/06/2024

ইতালীয় সম্পর্ক:
১ম দিন = সেক্স
২য় দিন = আবার সেক্স।

ফ্রেঞ্চ রিলেশনশিপ:
প্রথম দিন = সিনেমা এবং চুম্বন
২য় দিন = সেক্স
৩য় দিন = আবার সেক্স

ব্রিটিশ সম্পর্ক:
১ম দিন = আড্ডা দেওয়া এবং চুমু
২য় দিন = চুমু ও আলিঙ্গন
৩য় দিন = চুম্বন, আলিঙ্গন এবং স্মুচিং
৪র্থ দিন = সেক্স এবং আরো সেক্স

আমেরিকান রিলেশনশিপ:
১ম দিন = তারিখ
২য় দিন = আলিঙ্গন
৩য় দিন = আবার আলিঙ্গন (উষ্ণভাবে)
৪র্থ দিন = চুম্বন
৫ম দিন = দীর্ঘ চুম্বন
6ষ্ঠ দিন = সেক্স

বাংলাদেশী রিলেশনশিপ:
১ম দিন = টোস্ট
২য় দিন = টোস্ট
৩য় দিন = আবার টোস্ট
৪র্থ দিন = একমত
৫ম দিন = তারিখ
৬ষ্ঠ দিন = আবার ডেট
৭ম দিন = তার তিন ক্ষুধার্ত বন্ধু বা কাজিনদের সাথে আবার ডেট।
অষ্টম দিন = তারিখ এবং আলিঙ্গন
9ম দিন = খোঁচা মারার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
দশম দিন = পেক
১১তম দিন = চুমু দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
১২তম দিন = চুম্বন।
১৩তম দিন = দীর্ঘ চুম্বন।
১৪ তম দিন = সেক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
15th day= সেক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু ঝগড়া করেছিলাম
১৬ তম দিন = কথা হয়নি একে অপরের সাথে।
১৭ তম দিন = পরের দিন পর্যন্ত ম্যালিস।
১৮ তম দিন = লোকটি ডাকল কিন্তু মহিলাটি তুলতে পারেনি।
19 তম দিন = লোকটি ফোন করল, মহিলাটি বেছে নিয়ে জিজ্ঞাসা করল: "এটা কি? "
লোকটি ক্ষমা চেয়ে নিল এবং সে উত্তর দিল: "আমাকে একা থাকতে দাও, আমি তোমার মত মেয়ে নই"।
লোকটা পরের দিন পর্যন্ত ভিক্ষা করতেই থাকে।
২০তম দিন= মহিলাটি অযাচিত ক্ষমা গ্রহণ করলেন।
২১তম দিন = আলিঙ্গন।
২২তম দিন = দীর্ঘ আলিঙ্গন।
২৩তম দিন = চুম্বন।
২৪তম দিন = দীর্ঘ চুম্বন।
২৫তম দিন= সেক্স করার চেষ্টা করলেও মহিলা অভিযোগ করেন তার ফোন খারাপ। লোকটি তাকে নতুন একটি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
২৬ তম দিন= সেক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু মহিলাটি ফোন না কেনা পর্যন্ত বললো।
২৭ তম দিন = সেক্স করার চেষ্টা করলাম কিন্তু মহিলাটি জিজ্ঞেস করল : ফোন কোথায়? "তুমি সিরিয়াস না, সিরিয়াস হলে আমাকে ফোন দিও"।
২৮ তম দিন = "ধর্ষণ"।
২৯ তম দিন= পুলিশ কেস।

গল্প শেষ 😔😂

19/06/2024
১. মা নয় মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।২। মা বিনা বেতনে সংস...
10/06/2024

১. মা নয় মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।

সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *

সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

14/05/2024

ডালিম পাকিলে ফেটে যায়, ছোটলোক বড় হলে বন্ধুকে কাদায়

14/05/2024

কারো স্বপ্নকে নষ্ট করে কখনো নিজেকে সাজানো যায় না।

11/05/2024

দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা ততই কঠিন !

দেশের চালানী আমের আচার।
05/05/2024

দেশের চালানী আমের আচার।

28/02/2024

আকাবীর এবং তার ভক্তরা বুঝবে কবে? যেখানে সাহাবায়ে কেরামরা বলে-আল্লাহ এবং তার রাসুল ভালো জানে-সেখানে সত্যের মাপকাঠি সাহাবীরা হয় কিভাবে? এই ছোট্ট কথাটা ওরা বুঝেনা কেন? সব সমস্যার মুলে হচ্ছে হাকিমপুরী জর্দা।

Address

Khalifa Street
Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Middle east life UAE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Middle east life UAE:

Share