
16/01/2024
ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ,,,,,,,,,,,,,
প্রিয় শায়েখ,,,,, আপনার কথা মনে হলে নিজের অজান্তেই চোখ গুলো অশ্রু তে ভিজে যায়। আপনার মধ্যে আমরা নতুন একটি বাংলার সপ্ন খোঁজে পেতাম।আপনার হুংকারে জালিমদের অন্ততরে কম্পন সৃষ্টি হতো। যার করনে আজ জালিমরা আপনার পিছুনে অভুক্ত কুকুরের মতো লেগে গেছে।আপনি প্রত্যেকটা রাত দিন কাটাচ্ছেন কারাগারের অন্ধকার ছোট্ট একটা জায়গাতে।জালিমদের টানা খেচরাতে আমরা ভুলে যাচ্ছি আপনার যোগ্যতা।আপনার প্রশংসা করার যোগ্যতা আমাদের নাই আর আমাদের কথাই বা কি বলবো আমরা আছি নিজেদের চিন্তায় বেস্ত। আছি ওয়াজের মঞ্চ আর খানকা নিয়ে।আপনি আমরা বা জালেমরা একদিন থাকবো না কিন্তু ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে,,,,,,,,,,,,,,,, ইনশাআল্লাহ।সব দুঃখের পরে একটা কথাই মনে পরে,,,,حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل – نِعْمَ الْمَولِى وَ نِعْمَ النَّصِيْر,