Probashi News - প্রবাসী সংবাদ

Probashi News - প্রবাসী সংবাদ এই পেজের মাধ্যমে প্রবাসীদের মনের কথা তুলে ধরা হয়।আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ।

26/09/2025
27/07/2025

সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতার কারণে বিশাল শ্রম বাজার হারাচ্ছে বাংলাদেশ,
দেশের টাকা বিদেশিদের হাতে চলে যাচ্ছে।
হতাশ BD 🇧🇩

Now job alert......
25/07/2025

Now job alert......

09/07/2025

২০১২ সাল থেকে বাংলাদেশের ভিসা বন্ধ, অথচ একটা সরকার ১৬ বছর ক্ষমতায় থেকে কিছুই করতে পারলো না। মাঝখানে করোনা ভাইরাস আসার পর, ভিসার কাজ সহজ ছিলো। কিন্তু ভিসা ওপেন করে নাই বাংলাদেশের জন্য। আবার এখন করোনাভাইরাস চলে গেছে সিস্টেম আবার লক করে দিয়েছে। নির্বাচন হওয়ার পর যে সরকার ক্ষমতায় আসবে, তাদের কাছে অনুরোধ ক্ষমতায় বসার পর, আগে প্রবাসীদের দিকে তাকিয়েন। রেমিট্যান্স বন্ধ হলে জনগন আর সরকার সবাই বিপদে পড়বে। ইউনুস সরকার হচ্ছে ইন্টেরিয়েম সরকার। উনি চাপ দিতে পারবে না, অনুরুধ করতে পারবে। উনি অনুরোধ ও করেছে। কিন্তু ইউএই বলেছে আপনার দেশের রিক্সা চালক ডাক্তার সার্টিফিকেট নিয়ে আসে, কিভাবে আমরা ভিসা দিবো। ইউএইতে ২৫% ভিসা জালিয়াতির সাথে বাংলাদেশের এজেন্সি, ভিসার দালাল, আর লাইসেন্স বানিয়ে ভিসা ব্যবসায়ী রা জড়িত। সেখানে ইউনুস সরকারের আর কিছু করার নাই। যা একটু আসা ছিলো, ডিপি ওয়ার্ল্ড কে বন্দরের কাজ দিলে তখন হয়তো কিছু হতো, সেটা ও হলো না। দুবাই সরকার কে কিছু সুবিধা দিতে হবে বাংলাদেশে, যেমনটি ভারত দিয়ে থাকে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। যে দেশ এদের কে সুবিধা দিবে, সে দেশের জন্য এরাও সুবিধা দিবে। এখন আবেগ আর অনুরোধে কিছু হয়না। গিব এন্ড টেক, এটাই অর্থনীতি/
Probashi News - প্রবাসী সংবাদ #আবুধাবী_প্রবাসী #প্রবাসি

29/06/2025

সার্বিক ভিসা ইস্যু নিয়ে নয়, বাংলাদেশ সরকারের উচিত সুনির্দিষ্টভাবে প্রবাসী বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের জন্য কর্মী ভিসা চালুর দাবি তোলা

সংযুক্ত আরব আমিরাতে (UAE) প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের বড় একটি ক্ষেত্র দীর্ঘদিন ধরে বন্ধ। প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশের নাগরিকদের জন্য worker ক্যাটাগরির নতুন ভিসা কার্যত বন্ধ রয়েছে। ফলে এখানে বসবাসরত অসংখ্য প্রবাসী ব্যবসায়ী, যারা রেস্টুরেন্ট, ক্লিনিং কোম্পানি, গ্রোসারি, ওয়ার্কশপ বা কন্ট্রাক্টিং ব্যবসা গড়ে তুলেছেন, তারা কর্মী সংকটে ভুগছেন এবং অনেকেই বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।

এই সংকট শুধু ব্যক্তি পর্যায়ে ক্ষতি নয়, বরং রাষ্ট্রীয় অর্থনীতির জন্যও ভয়াবহ। দেশের রেমিট্যান্স প্রবাহ, এবং প্রবাসী বিনিয়োগের সুরক্ষা সবই এই সমস্যা দ্বারা আক্রান্ত হচ্ছে।

আমাদের বিশ্বাস, বাংলাদেশ সরকার যতবারই UAE সরকারের সঙ্গে ভিসা সংক্রান্ত আলোচনায় বসেছে, সেটি সামগ্রিক ভিসা ইস্যু কে কেন্দ্র করে হয়েছে—যার ফলাফল প্রায়শই আশানুরূপ হয়নি। কারণ হিসেবে দেখা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য, পরিসংখ্যান বা প্রস্তুতির ঘাটতি রয়েছে। অপরদিকে, UAE এর পক্ষ খুব সহজেই একটি পরিচিত অভিযোগ তুলে দেয়—"বাংলাদেশ থেকে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভিসা নিয়ে এসে ক্লিনারের কাজ করছে, তোমাদের সার্টিফিকেট নকল।"

এই একক উদাহরণ পুরো আলোচনার গতিপথ ঘুরিয়ে দেয়। বাংলাদেশের আলোচকরা তখন বিতর্কে দুর্বল হয়ে পড়েন এবং আলোচনা ফলপ্রসূ হয় না।

কিন্তু আমরা যদি কৌশল পরিবর্তন করি এবং আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে দাবি তুলি, তাহলে হয়তোবা খুলে যেতে পারে।

বাংলাদেশের উচিত সুনির্দিষ্টভাবে এই দাবি তোলা—
যেসব ব্যবসা প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন, সেসব প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশি কর্মী ভিসা চালু করা হোক। এটা কোনো আবেগ বা অনুরোধ নয় — এটা যৌক্তিক অধিকার। প্রত্যেক দেশের সরকার তার দেশের নাগরিকএর host দেশে বিনিয়োগ এর সুরক্ষা দিতে কাজ করে.

কারণ, প্রবাসী বাংলাদেশিরা বৈধভাবে অর্থ খরচ করে ব্যবসা খুলেছেন, অথচ কর্মী আনতে না পারায় তারা ব্যবসা চালাতে পারছেন না। এতে বিনিয়োগ নষ্ট হচ্ছে, কর্মসংস্থান নষ্ট হচ্ছে, এবং দেশের অর্থনৈতিক প্রবাহে বাধা তৈরি হচ্ছে।

সরকারের উচিত, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জরুরি ভিত্তিতে নিচের বিষয়গুলোতে তথ্য সংগ্রহ করা—

কোন প্রদেশে কতটি বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি রয়েছে

কোন খাতে তারা কাজ করছে!

তাদের কর্মী চাহিদা কত, এবং কোন ক্যাটাগরির কর্মী প্রয়োজন (unskilled/semi-skilled/skilled)
এই তথ্য হাতে থাকলে UAE সরকারের সঙ্গে আলোচনা বাস্তবসম্মত, গ্রহণযোগ্য ও সফল হবে।

আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো — বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে যদি বাংলাদেশি শ্রমিক না থাকে, তাহলে কোম্পানি চালানো কঠিন হয়ে পড়ে। ভাষাগত বোঝাপড়া, সাংস্কৃতিক মিল, অভ্যাসগত সহজতা—এসব বিষয়ের অভাবে কাজের মান ও কার্যকারিতা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। ফলে এটি শুধু আবেগ নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক যুক্তিতেই এই দাবি প্রতিষ্ঠিত করা সম্ভব।

শেষ কথা হলো —
সব ভিসা চালুর কথা বললে তা UAE সরকারের চোখে বড় ঝুঁকি মনে হতে পারে, কিন্তু সুনির্দিষ্ট, সীমিত, তথ্যনির্ভর ও যৌক্তিক দাবি তারা অগ্রাহ্য করতে পারবে না।

প্রবাসীদের বিনিয়োগ রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব।
তাই এখন সময় এসেছে কৌশলী, বাস্তবসম্মত এবং তত্ত্ব-ভিত্তিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার। আর আশা করি Professor Yunus স্যার এর সরকারের পক্ষে তা সম্ভব. স্যার যদি সুনির্দিষ্ট ভাবে আলোচনা করেন এই দেশের সরকার অবশ্যই স্যার এর জন্যে হলেও এই ব্যাপারে positive কিছু ভাববে.
#আবুধাবী_প্রবাসী #প্রবাসি #আসিফ

Probashi News - প্রবাসী সংবাদ

22/06/2025

জেনে নিন এবং নিজের টাইমলাইনে রেখে দিন

বর্তমানে ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রী ৬৫ কেজি এবং ১২ বছরের নিচে যাত্রীরা ৪০ কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ ট্যাক্স ফ্রি আনতে পারবেন।

ট্যাক্স ছাড়া আনা যাবে যেসব পণ্য (১৯ ধরনের):
১) সর্বোচ্চ ২টি ব্যবহৃত ও ১টি নতুন মোবাইল
২) ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি
৩) ল্যাপটপ
৪) ডেস্কটপ
৫) প্রিন্টার
৬) স্ক্যানার
৭) ভিডিও/ডিজিটাল ক্যামেরা
৮) মাইক্রোওয়েভ
৯) রাইস কুকার
১০) প্রেসার কুকার
১১) গ্যাস ওভেন
১২) ব্লেন্ডার
১৩) কফি মেকার
১৪) সেলাই মেশিন
১৫) টেবিল ফ্যান, খেলাধুলার সামগ্রী
১৬) এক কার্টন সিগারেট
১৭)সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না (বছরে একবার)
১৮) মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
১৯) ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট

ট্যাক্স দিয়ে আনা যাবে যেসব পণ্য (১১ ধরনের):
• ১১৭ গ্রাম পর্যন্ত সোনার বার (প্রতি ভরিতে শুল্ক ৫০০০ টাকা, বছরে একবার)
• ২৩৪ গ্রাম রৌপ্যবার
• ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
• রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, ডিপ ফ্রিজ
• ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
• ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার

এবার থেকে বছরে একবার একটি নতুন মোবাইল এবং সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনার সীমা নির্ধারণ করা হয়েছে।
Probashi News - প্রবাসী সংবাদ
#প্রবাসি #সিঙ্গাপুর

22/06/2025

🟥 ইন্না-লিল্লাহ
ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প

22/06/2025

নতুন রুলস চালু হতে যাচ্ছে প্রবাসীদের জন্য।
বিস্তারিত জানতে পেজে চোখ রাখুন
Probashi News - প্রবাসী সংবাদ

#আবুধাবী_প্রবাসী

20/06/2025

২.৭ মিলিয়ন! আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি সত্যিই সিক্ত।
Probashi News - প্রবাসী সংবাদ

20/06/2025

স্বর্ন নতুন আপডেট : ২০ জুন ২৫

একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন।

এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)

Probashi News - প্রবাসী সংবাদ

"প্রবাসী কল্যাণ কার্ড" সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিষয়টির বহুল প্রচারে আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করুন।Probashi News - প্রবা...
20/06/2025

"প্রবাসী কল্যাণ কার্ড" সংক্রান্ত বিজ্ঞপ্তি। বিষয়টির বহুল প্রচারে আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করুন।

Probashi News - প্রবাসী সংবাদ

#আবুধাবী_প্রবাসী #দুবাই

প্রবাসীদের জন্য নতুন রুলস চালু হতে যাচ্ছে,,,,বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেজে Probashi News - প্রবাসী সংবাদ  #দুবাই...
20/06/2025

প্রবাসীদের জন্য নতুন রুলস চালু হতে যাচ্ছে,,,,
বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেজে
Probashi News - প্রবাসী সংবাদ

#দুবাই #আবুধাবী_প্রবাসী #ভাইরালপোস্ট

Address

Abudhabi
Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Probashi News - প্রবাসী সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi News - প্রবাসী সংবাদ:

Share