
29/08/2025
এরা সৎ ভাই-বোন। মা-বাবা মরা এ'তিম সন্তান। বোন ঢাকার একটা মেসে থাকে, পড়াশোনা করে ঢাবি তে। ভাই জীবিকার জন্য অন্য শহরে থাকে। বৃহষ্পতিবার ভাই ট্রে'নে করে কমলাপুর আসে। সেখান থেকে মতিঝিল এসে মেট্রতে ফার্মগেট আসে। অসহায় বোন ভাইকে দেখা মাত্র আবেগে জড়িয়ে ধরে। ওদের বন্ধনের টপটপ আওয়াজে স্টেশনে থাকা যাচ্ছিল না। দুই জনের চো'খ বেয়ে অ'শ্রু নেমে আসে। এটি র'ক্তের বাধন।
🥀🖤
Collected