VoF Voice of Freedom স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ দিনের  মধ্যেই ;ড. মুহাম্মদ ইউনূসেই হবেন নয়া রাষ্ট্রপতি, শারিরীক অসুস্থ্যতায় পদত্যাগ করে চিকিৎসা...
20/09/2024

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ দিনের মধ্যেই ;
ড. মুহাম্মদ ইউনূসেই হবেন নয়া রাষ্ট্রপতি, শারিরীক অসুস্থ্যতায় পদত্যাগ করে চিকিৎসার অজুহাতে বিদেশে যেতে চান বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু!
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যেমতে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেই হবেন বাংলাদেশের পরবর্তী নয়া রাষ্ট্রপতি! তিনি হবেন বাংলাদেশের ২৩ নং রাষ্ট্রপতি। একই সাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বেও থাকবেন। সুত্রমতে, বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে শারিরীকভাবে অসুস্থ্য! তাঁর শারিরিক অসুস্থ্যতাসহ ব্যক্তিগত কারণেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে তাঁর সমস্যা হচ্ছে বলে তিনি ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে অনানুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করেছেন। শুধু তাই না, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর শারিরীক অসুস্থ্যতার জন্য সুচিকিৎসায় বিদেশে যেতে এই সরকারের কাছে আগাম সহযোগীতাও চেয়েছেন। এমন সব উদ্ভূত পরিস্থিতিতেই আইনি কার্যকর পদক্ষেপসহ নানান বিষয়ে খতিয়ে দেখছে এই সরকার। সূত্রমতে, আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ২৪ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক পৌঁছাবেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন ড. ইউনূস। ওইদিন সব আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। নিউইয়র্কে যাওয়ার আগেই নয়া রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে। যদি কোনো কারণে এই অনুষ্ঠান না হয়, তবে নিশ্চিত তাঁর দেশে ফেরার কয়েকদিনের মধ্যে হবে। তবে আগামী ৩ দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশী। আমার তথ্যমতে ও সেনাবাহিনীর একাধিক সূত্রমতে, পরবর্তী সরকারের প্রেসিডেন্ট আর প্রাইম-মিনিস্টার বা চীফ এডভাইজারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে পারে এই সরকার, যাতে চেক ও ব্যালান্স থাকে! এছাড়া “রাষ্ট্রপতি শাসিত শাসনে ফিরছে দেশ “এই বিষয়টিও খতিয়ে দেখছে এই সরকার। দেশের আইনশৃংখলা পরিস্থিতি ঠিক এবং সংস্কারসহ নির্বাচন কমিশন ঢেলে সাজানোর কাজ শেষ হলে ২০২৫ সালের অর্থ বছরের আগে বা পরপরেই বাংলাদেশে হ্যাঁ, না ভোট অনুষ্ঠিত হতে পারে! এদিকে ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি থাকলেও হঠাৎ রাষ্ট্রপতির বিদায়ের কারণেই একদিন বিলম্ব হচ্ছে ! তিনি আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন। রাষ্ট্রপতির পদত্যাগ এবং ড. ইউনূসের নিউইয়র্কে যাওয়ার কারণে এ মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যার আরও বৃদ্ধি করার সরকারের চিন্তা ভাবনা থাকলেও তা বিলম্ব হতে পারে। এতে নিম্নে ৫ থেকে ১০ সংখ্যা বৃদ্ধি পাবে। এজন্য ১৫ থেকে ২১ জনের জীবন বৃন্তান্তের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে!

20/09/2024

দেশ পরিবর্তন করার আগে নিজেদের পরিবর্তন করা জরুরী। ব্যক্তি হিসেবে নিজেকে পরিবর্তন করতে না পারলে কোনোদিন দেশকে পরিবর্তন করা সম্ভব না। জোর করে আর যাইহোক মানুষকে পরিবর্তন সম্ভব না যতদিন না নিজে পরিবর্তন হবে।

20/09/2024

যেইদিন পাহাড়িরা নিজেদেরকে বাংলাদেশী হিসাবে ভাববে সেইদিন থেকে পাহাড়ে দেখবেন আর কোন ঝামেলা নাই। আর যদি সবসময় নিজেরা আলাদা দেশ করার পরিকল্পনা করেন, তবে এই সমস্যার সমাধান কখনোই সম্ভব না।
জুমল্যান্ড থেকে বের হয়ে যতদিন না বাংলাদেশেই আসছেন, ততদিন অব্ধি পাহাড়ের এই সমস্যার সমাধান হবে না।
পাহাড় বা সমতল সবই এক, উভয় জায়গার একটাই পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশ।
পাহাড় আমাদের, কারো একার না।
পাহাড় বাংলাদেশের, কোনো একক গোষ্ঠীর না।
©

https://youtu.be/b10OiAIYze0?si=O47nrqNOIU9giGAa Its not only Podcast episod Its a thriller🔥
13/09/2024

https://youtu.be/b10OiAIYze0?si=O47nrqNOIU9giGAa
Its not only Podcast episod
Its a thriller🔥

বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশি নির্যাতনের ভয়াবহতা কেমন ছিলো সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় Fahad's tutorial এ....

12/09/2024

মব, অস্থিরতা, মাজার ভাঙা, ধর্ম লইয়া ভাগাভাগি, জিন্নাহ লইয়া অনুষ্ঠান, পদে বসানো লইয়া আপত্তি, অটাইমে এক হাজারটা দাবিদাওয়া এগুলির অনেকগুলিই সাজানো হইছে ড. সাহেবের সরকাররে দ্রুত বিদায় দেওয়ার চক্রান্ত হিসাবে।
যাতে আন্তর্জাতিক অঙ্গনে ইন্ডিয়া শো করতে পারে যে, বাংলাদেশে আইনকানুন কিছু নাই, ইসলামিক মিলিট্যান্টরা দেশটারে দখল কইরা নিছে!
এইসব দেখানোর ফায়দা হিসাবে পরে আওয়ামী লীগের গাঁটছড়ায় নতুন একটা জোটরে ক্ষমতায় বসাইতে চায় বিজেপি। যেই জোটের মাধ্যমে বিজেপি আবার নিজদেশে জনপ্রিয় হইতে ও ভোট বাড়াইতে সক্ষম হবে।
মোদীর লাগবে বাংলাদেশে ধর্ম ও সংখ্যালঘু লইয়া নানান সমস্যা তৈরির একটা জাগ্রত কারখানা। যেইটা প্রতিদিন নতুন সংকট উৎপাদন করতে পারবে।
আমরা জানি, ব্যক্তির চাইতে দল বড়। দলেরাই যে বিজেপির ছত্রচ্ছায়ায় এই কর্ম করতেছে না তা বলব কীভাবে?
সামনাসামনি ইউনূস সাহেবরে প্রশংসা করতেছে দলগুলি, পিছনে অস্তিরতা তৈরি করতেছে, ভাগানোর জন্যে দিবানিশি নানান সমস্যায় ফেলতেছে নবীন সরকাররে। ব্রিটিশদের থিকা অর্জিত উপমহাদেশের সাধারণ ভাসানি মার্কা কুরাজনীতি এইসব। কু হইতে পারে তবে শক্তিহীন না। ইগনোর করার বিষয় না।
এর একটাই ওষুধ, শক্ত হইতে হবে, অ্যাকশন নিতে হবে, সময় দেওয়া যাবে না। কোনো ব্যক্তি বা দলরে ভয় করা যাবে না। বাংলার মানুষ ইউনূস সাহেবের পক্ষে।
ডিসিশন নিতে হবে ডক্টর সাহেব, স্বপ্নরে স্বপ্ন হিসাবে রাইক্খা দিলে চইলত না।

11/09/2024

আমরা সবাই গনতন্ত্র চাই, গনতান্ত্রিক শাসক চাই। তবে ব্যক্তিগত ভাবে আমরা সবাই স্বৈরাচার।

08/09/2024

হিরো আলম কে মারলো, আমি হাসলাম!
হাসতে হাসতে বললাম ও ত একটা জোকার,
আগেও মাইর খাইছে, এখনও খাচ্ছে!
মামুন নামের একজনকে পিটিয়ে হত্যা করে ফেলছে,
আমরা বললাম হয়ত ও নিজেও জুলুম করছে আগে!
বরগুনার এক বিতর্কিত মুক্তিযোদ্ধা কমন্ডারকে চড় থাপ্পড় মারলো এক নেতা , আমি হা করে দেখলাম।
এই যে হিরো আলম এখনও মাইর খাচ্ছে,
মামুনের উপর মব জাস্টিস চালানো হইছে,
বরগুনার ঐ লোককে আইনের তোয়াক্কা না করে চড় থাপ্পড়। এগুলাই নব্য ফ্যাসিজম চর্চা।
সুযোগের অভাবে আমরা সবাই ফ্যাসিস্ট।
নিরবতাও ফ্যাসিস্টের ভাষা।
©

Good initiative, Appreciate🇧🇩❤️
05/09/2024

Good initiative, Appreciate🇧🇩❤️

স্বাধীনতার এক মাস 🇧🇩
05/09/2024

স্বাধীনতার এক মাস 🇧🇩

গতকাল স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে। এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর। মেয়েটার একট...
04/09/2024

গতকাল স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে।
এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।
মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুলের টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিলো। খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিলো।
জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বললে আপনার মন খারাপ হয়। কারণ এই গানের "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি" লাইনটা আপনার প্রিয়।
আপনার দেশের ১৪ বছরের একটা বাচ্চা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে। লা*শ নিয়ে গেছে। এরচে মলিন বদন একটা দেশের জন্য আর কিছু পারে?
কিন্তু আপনার আমার চোখে অশ্রুটা কই?
নাকি আমাদের অশ্রু এতোটাই দামী যে গ্রামের এক সাধারণ কিশোরী, স্বর্ণা দাসের জন্য ঐটা খরচ করা যায় না?
©

দুবাইতে দণ্ডপ্রাপ্ত বাঙ্গালিদের মুক্তির অন্যতম মাস্টারমাইন্ড আদিলুর রহমান শুভ্র। সম্মান এবং ভালোবাসা অবিরাম❤️🇧🇩
03/09/2024

দুবাইতে দণ্ডপ্রাপ্ত বাঙ্গালিদের মুক্তির অন্যতম মাস্টারমাইন্ড আদিলুর রহমান শুভ্র। সম্মান এবং ভালোবাসা অবিরাম❤️🇧🇩

দুবাইতে আন্দোলনকৃত বাঙ্গালীদের পুলিশে ধরিয়ে দেওয়ার মূল হোতা ছিলো  এই সু***দা//নির পোয়া।
03/09/2024

দুবাইতে আন্দোলনকৃত বাঙ্গালীদের পুলিশে ধরিয়ে দেওয়ার মূল হোতা ছিলো এই সু***দা//নির পোয়া।

Address

Abu Dhabi
91800

Website

Alerts

Be the first to know and let us send you an email when VoF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share