Afia’s Window

Afia’s Window মানুষ তাই পায় যা সে চেষ্টা করে -সূরা নাজম

শাহী চিকেন রোস্ট রেসিপিউপকরনঃ- মুরগীর লেগ পিস বা রান ৬-৮ টি- টক দই আধা কাপ- বেরেস্তার জন্য কাটা পেয়াজ ১ কাপ- পেয়াজ বাটা ...
18/07/2025

শাহী চিকেন রোস্ট রেসিপি
উপকরনঃ
- মুরগীর লেগ পিস বা রান ৬-৮ টি
- টক দই আধা কাপ
- বেরেস্তার জন্য কাটা পেয়াজ ১ কাপ
- পেয়াজ বাটা আধা কাপ
- কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
- আদা ২ চা চামচ
- রসুন ২ চা চামচ
- ধনিয়া আধা চা চামচ
- জিরা ১ চা চামচ
- বাদাম বাটা ২ চা চামচ
- পোস্তদানা বাটা ১ চা চামচ
- গোল মরিচ গুড়া সামান্য
- আলু বোখারা ২ টা
- জায়ফল সামান্য
- জয়ত্রী সামান্য
- দারুচিনি ২-৩ টুকরা
- এলাচি ৪ টা
- মালাই বা ঘন দুধ ১ কাপ
- জর্দার রং সামান্য
- গোলাপ জল ২ চা চামচ
- লবন পরিমান মত
- চিনি ১ চা চামচ
- ঘি ১ কাপ
- মাওয়া ১ টেবিল চামচ
- লেবুর রস ১ চা চামচ
- কিসমিস অল্প

***প্রস্তুত প্রনালীঃ

(১) প্রথমে মুরগীর পিস গুলো ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লেবুর রস, সামান্য লবন ও জাফরান রঙ মাখিয়ে রেখে দিতে হবে।

(২) এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে। অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে মুরগীর পিস গুলো মাঝারি আঁচে অল্প ভেজে তুলে রেখে দিতে হবে।

(৩) এখন এই ঘি এর মধ্যে সব গরম মসলা, পেয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, আদা, রসুন, ধনে, জিরা,বাদাম বাটা,পোস্ত বাটা ও বাকি সব গুড়া মসলা দিয়ে ভালো ভাবে কষাতে হবে । আধা কাপ পানি দিয়ে কষাতে হবে,কষানো হয়ে গেলে টক দই দিয়ে নেড়ে একটু পরে মুরগীর পিস গুলো দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে।

(৪) অল্প আঁচে রান্না করতে হবে আর মাঝে মাঝে মাংসের পিস গুলো উলটে দিতে হবে । ঝোল কমে এলে মালাই বা ঘন দুধ দিয়ে নেড়ে দিতে হবে।

(৫) মাংস সিদ্ধ হয়ে আসলে সামান্য জাফরান রঙ অল্প পানিতে গুলে দিয়ে দিতে হবে। তারপর পেয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিসমিস ও গোলাপ জল দিয়ে আরো ২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।

(৬) রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে মাওয়া এবং ২ চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন।

গাছে কাঁঠাল নাই তেল মেখে চলে আসেন
14/07/2025

গাছে কাঁঠাল নাই
তেল মেখে চলে আসেন

04/07/2025

Thunder in on air ⚡️🌩️✈️🛫🛬

🧄রসুনের আচার রেসিপি 🌿উপকরণ :রসুন-৫০০ গ্রাম। রসুন ছিলে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। শুকনো লাল মরিচ -৪/৫টা।এলাচ-৩/৪টা।দারচিনি...
29/06/2025

🧄রসুনের আচার রেসিপি

🌿উপকরণ :
রসুন-৫০০ গ্রাম। রসুন ছিলে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।
শুকনো লাল মরিচ -৪/৫টা।
এলাচ-৩/৪টা।
দারচিনি-২টুকরা।
ধনিয়া -১টে চামুচ।
জিরা-১টে চামুচ।
সরিষা-১টে চামুচ।
পাঁচ ফোড়ন-১টে চামুচ।

এই সব উপকরণ একসাথে করে হালকা টেলে/ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুড়ো করে নিতে হবে।

🌿উপকরণ
চুলায় প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিতে হবে।
তেল গরম হলে শুকনো লাল মরিচ ৪/৫টা।
এবং রসুন দিতে হবে। অল্প সময় নেড়ে নেড়ে রসুন ভেজে দিয়ে দিতে হবে-

তেঁতুলের ক্বাথ-হাফ কাপ।
চিনি-২টে চামুচ।
হলুদ গুড়া-১চা চামুচ।
মরিচ গুড়া-১চা চামুচ।
গুড়ো করে রাখা আচারের মসলা-২টে চামুচ।
লবন- স্বাদ মতো।
ভালো ভাবে নেড়ে মিশিয়ে অল্প সময়/৪/৫মিনিট জ্বাল করে নিতে হবে। তেলে ভাজতে ভাজতে রসুন নরম হয়ে যাবে।তখনই দিয়ে দিতে হবে ভিনেগার 2 টেবিল চামচ

২/১বার নেড়ে মিশিয়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পরিস্কার শুকনো কাচের বয়ামে ভরে রেখে দিতে হবে।

লক্ষ্য রাখতে হবে যেন রসুন গুলো তেলের নিচে ডুবে থাকে । — in Dubai.

🐄 গরুর মাংসের কালা ভুনা✅ উপকরণ:গরুর মাংস – ১ কেজি (চর্বিবিহীন, মাঝারি টুকরা)পেঁয়াজ – 2 কাপ (স্লাইস করে ভেজে রাখা)টক দই ...
25/06/2025

🐄 গরুর মাংসের কালা ভুনা

✅ উপকরণ:

গরুর মাংস – ১ কেজি (চর্বিবিহীন, মাঝারি টুকরা)

পেঁয়াজ – 2 কাপ (স্লাইস করে ভেজে রাখা)

টক দই – ১/২ কাপ

আদা বাটা – ১.৫ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

শুকনো মরিচ গুঁড়ো – 2 চা চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

জিরা গুঁড়ো – ১ চা চামচ

গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ

দারচিনি – ২ টুকরা

এলাচ – ৪টি

লবঙ্গ – ৪টি

তেজপাতা – ২টি

শুকনো মরিচ – ৩-৪টি

চিনি – ১ চা চামচ (গাঢ় রঙ আনতে)

সরিষার তেল – ১ কাপ

লবণ – স্বাদমতো

পানি – পরিমাণমতো

কাঁচা মরিচ – ৫-৬টি (শেষে)

---

🍳 রান্নার পদ্ধতি:

1. মসলা মেখে মেরিনেট করুন:
গরুর মাংসে আদা-রসুন বাটা, টক দই, মরিচ গুঁড়ো, হলুদ, ধনে, জিরা, লবণ ও অল্প চিনি মিশিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন।

2. পেঁয়াজ ভাজুন:
সরিষার তেলে পেঁয়াজ ভেজে বাদামি করে তুলে রাখুন।

3. মাংস সেদ্ধ করুন:
বাকি তেলে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। এবার মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন।
কম আঁচে ঢেকে দিন যেন মাংস নিজের পানি ও মসলা দিয়ে সেদ্ধ হয়।

4. ভুনা করুন:
মাংস সেদ্ধ হয়ে এলে ভাজা পেঁয়াজ দিন ও ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল ওপরে উঠে আসে এবং কালো ভাব আসে।

5. ফাইনাল টাচ:
গরম মসলা গুঁড়ো ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন ৫ মিনিট। এরপর চুলা বন্ধ করে দিন।

6. খাওয়া যাবে:
গরম গরম ভাত, পরোটা বা খিচুড়ির সাথে — in Dubai.

Address

Abu Hail

Alerts

Be the first to know and let us send you an email when Afia’s Window posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afia’s Window:

Share

Category