25/06/2025
ইরানের কারণে বেঁচে গিয়েছিল ভারত, জাতিসংঘে পাকিস্তানের কাশ্মীর প্রস্তাব ভেস্তে গিয়েছিল
১৯৯৪ সালে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে একটি কঠোর প্রস্তাব পাস হতে যাচ্ছিল—যেটি তুলেছিল পাকিস্তান ও ইসলামী সহযোগিতা সংস্থা (OIC), আর পশ্চিমা দেশগুলোও এতে সমর্থন দিচ্ছিল।
তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নারসিমা রাও, ১৯৯১ সালের অর্থনৈতিক বিপর্যয়ের পর সঙ্কটের মুখে থাকা ভারতকে বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে সাহায্য চান ইরানের কাছ থেকে।
🔸চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী দিনেশ সিং-কে গোপনে বিশেষ সামরিক বিমানে পাঠানো হয় তেহরানে।
🔸ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়াতি প্রোটোকল ভেঙে বিমানবন্দরে তাকে নিজে গ্রহণ করেন।
🔸রাষ্ট্রপতি রাফসানজানি, বেলায়াতি এবং স্পিকার নেতেক নূরিও সিংয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন।
সেদিন জেনেভায় UNHRC অধিবেশনে পাকিস্তান ছিল আত্মবিশ্বাসী—ভারতের বিরুদ্ধে প্রস্তাব পাস হবে বলেই ধরে নিয়েছিল।
কিন্তু মাত্র ৬-৭ ঘণ্টার কাশ্মীর ব্রিফিং শুনে ইরান অবস্থান পাল্টায়। OIC-র সদস্য হয়েও তারা প্রস্তাবকে সমর্থন না করায় প্রয়োজনীয় ঐকমত্য ভেঙে যায়, প্রস্তাব ভেস্তে যায়।...