কুফা রায়হান

কুফা রায়হান � আসসালামুয়ালাইকুম �

বন্ধু সাজ্জাদ এর দ্রুত সুস্থতা কামনা করি।
11/09/2025

বন্ধু সাজ্জাদ এর দ্রুত সুস্থতা কামনা করি।

চকরিয়া আজিজনগরে হাতির আ'ক্র'ম'ণে আ'হ'ত যুবককে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মহান আল্লাহ সুস্...
10/09/2025

চকরিয়া আজিজনগরে হাতির আ'ক্র'ম'ণে আ'হ'ত যুবককে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

মহান আল্লাহ সুস্থতা দান করুন।

বাংলাদেশের বারুদ ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে🔥কিছুক্ষণ আগে নেপাল পার্লামেন্টের দখল নিলো ছাত্র-জনতা✊
08/09/2025

বাংলাদেশের বারুদ ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে🔥

কিছুক্ষণ আগে নেপাল পার্লামেন্টের দখল নিলো ছাত্র-জনতা✊

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সৈনিক ডিএমটি নাজমুল চার ফিল্ড রেজিমেন্টআটিলারী ৮৮ব্যাচের আট ইবিতে কমান্ডো করতেছিল...
08/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সৈনিক ডিএমটি নাজমুল চার ফিল্ড রেজিমেন্ট
আটিলারী ৮৮ব্যাচের আট ইবিতে কমান্ডো করতেছিলো। কিন্তু সকালে ১৬ কিলো দৌড় ছিলো ফিনিসিং পয়েন্টের কাছে এসে পড়ে যায়।সি এম এস নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন
তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন

শোক সংবাদ না ফেরার দেশে চলে গেলেন ওমান প্রবাসী এক ভাই।
06/09/2025

শোক সংবাদ
না ফেরার দেশে চলে গেলেন ওমান প্রবাসী
এক ভাই।

হারানো বিজ্ঞপ্তি-👉ওনার মা রাতে মারধর করার কারণে, বাড়ি থেকে রাগ করে চলে গেছে, সকালে ঘুম ওঠে কোথায় গেছে খবর পাওয়া যায় নাই,...
28/08/2025

হারানো বিজ্ঞপ্তি-👉
ওনার মা রাতে মারধর করার কারণে, বাড়ি থেকে রাগ করে চলে গেছে, সকালে ঘুম ওঠে কোথায় গেছে খবর পাওয়া যায় নাই, মাথায় কিছুটা সমস্যা আছে।

নাম: আফরিন জান্নাত
ঠিকানা: কোনাখালী কুতুবদিয়া পাড়া, চকরিয়া,কক্সবাজার।
যোগাযোগ : 01620-208043/01848356616
খবর পেলে এই নাম্বারে যোগাযোগ করুন।

26/08/2025
আমি শিনগেল বলা মেয়েটাও পূর্ণতা পেলো 🧐😳
23/08/2025

আমি শিনগেল বলা মেয়েটাও পূর্ণতা পেলো 🧐😳

11/08/2025

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।
কত সুন্দর কথা গুলো।প্রতিটা বাবার আসলে এমনই হওয়া উচিত।তাহলে আমাদের সমাজের চিত্র টাই পাল্টে যাবে।

বিমানে উঠার আগে ওমান এয়ারপোর্টে ছবি আপলোড দিয়ে লিখেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃ**স্বপ্ন হয়ে যা...
06/08/2025

বিমানে উঠার আগে ওমান এয়ারপোর্টে ছবি আপলোড দিয়ে লিখেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃ**স্বপ্ন হয়ে যাবে? পরিবারের ৭ জন মানুষেই নাই, পরিবারের যারা বেঁচে আছে তারা কিভাবে এই শোক টা কাটাবে? সেই ভাষা টা আমার জানা নাই, আল্লাহ যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকান দান করে।

এই মুহূর্তে তাজা খবর  হাইওয়ে রোডে মারাত্মক এক্সিডেন্ট করে চকরিয়া  কক্সবাজার গামী  পূরবী আর কাবার্ডেনের ধাক্কায়  মারাত...
26/07/2025

এই মুহূর্তে তাজা খবর
হাইওয়ে রোডে মারাত্মক এক্সিডেন্ট করে চকরিয়া
কক্সবাজার গামী পূরবী আর কাবার্ডেনের ধাক্কায়
মারাত্মক এক্সিডেন্ট করে। এও জানা যায়
কক্সবাজার গামী পূরবী গাড়িতে টুরিস্ট ছিল
হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি
যদি পারেন একটু সবাই শেয়ার করে দেন
যেন টুরিস্টের পরিবারের মানুষগুলা খবর পায়।
পরিবারের মানুষগুলো যেন তাদেরকে উদ্ধার করতে আসতে পারেন। এবং পরিচয় সনাক্ত করতে পারেন। দ্রুত শেয়ার করার অনুরোধ রইল।

Address

Al Ain

Telephone

+971547089068

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুফা রায়হান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুফা রায়হান:

Share

Category