MD Nasir Uddin 110

MD Nasir Uddin 110 শৈশবের ভালোবাসার মানুষগুলো এখনো খুঁজি।

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/05/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

11/04/2025
৮৪ বছর বয়সে ড. ইউনুস Chief Adviser GOB দেশের দারিদ্র্য নিয়ে কাঁদেন। এটা স্বজন হারানোর কান্না নয়, ১৮ কোটি মানুষের জন্য এক...
10/04/2025

৮৪ বছর বয়সে ড. ইউনুস Chief Adviser GOB দেশের দারিদ্র্য নিয়ে কাঁদেন। এটা স্বজন হারানোর কান্না নয়, ১৮ কোটি মানুষের জন্য এক মমতার অশ্রু। এখন উনি দেশকে সর্বোচ্চ দিতে চান—তাকে আরো সময় দিন, সম্মান দিন। বাকি জীবন তো আপনারাই চালাবেন, আজ উনার ভাবনাকে উপেক্ষা করে, নির্বাচন নির্বাচন না করে, পাশে দাঁড়ান। বলেন স্যার আমাদের আপনার পাশে রাখেন, আমরাও শিখি, সবাই এক সাথে চোখের পানি ফেলে দেশ টাকে গড়ি😭 MD Nasir BD

বিদেশে পাচার হওয়া ডলার ফেরানোর কথা আমরা বারবার শুনি,কিন্তু কেউ কি কখনো বলেছে—বিদেশে পাচার হওয়া মেধা ফিরিয়ে আনতে হবে?ডলার...
10/04/2025

বিদেশে পাচার হওয়া ডলার ফেরানোর কথা আমরা বারবার শুনি,
কিন্তু কেউ কি কখনো বলেছে—বিদেশে পাচার হওয়া মেধা ফিরিয়ে আনতে হবে?
ডলারের চেয়ে মেধা ফিরিয়ে আনা অনেক সহজ, এবং সেই মেধা-ই পারে পাচার হওয়া ডলারের চেয়েও বেশি বিনিয়োগ ও উন্নয়ন নিয়ে আসতে! উদাহরণ: Ashik Chowdhury
দেশ গড়তে হলে শুধু টাকা নয়, মেধাও ফেরাতে হবে।
- প্রকৌশলী হাবিবুর রহমান, জার্মানি ইউরোপ MD Nasir BD

শেষ পর্যন্ত আছি যুদ্ধ মইদানেMD Nasir BD
06/04/2025

শেষ পর্যন্ত আছি যুদ্ধ মইদানে
MD Nasir BD

প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখান থেকে লেখা হয়েছে অভ্যুত্থানের অনেক গল্প। --এডমিন
05/04/2025

প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখান থেকে লেখা হয়েছে অভ্যুত্থানের অনেক গল্প। --এডমিন

আলহামদুলিল্লাহ চল্লিশটা ফলোয়ার হয়ে গেছে সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই
05/04/2025

আলহামদুলিল্লাহ চল্লিশটা ফলোয়ার হয়ে গেছে সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই

11/12/2024
জীবনকে খুব জটিল মনে না করে যদি একটু সহজ ভাবে তৈরী করতে চান, তাহলে পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।এই ৩৩% নিয়ম ...
16/07/2024

জীবনকে খুব জটিল মনে না করে যদি একটু সহজ ভাবে তৈরী করতে চান, তাহলে পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।

এই ৩৩% নিয়ম ব্যবহার করে আপনি সহজেই আপনার জীবনকে অনেকটা সমৃদ্ধশালী এবং সুশৃংখল তৈরি করতে পারবেন।

তাত্ত্বিক বিদ্যা এবং প্রায়োগিক বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে, তাই শুধুমাত্র জ্ঞান গ্রহণ করলে হবেনা সে গুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে।

১. আপনি যে অবস্থানে আছেন তার থেকে নিচের ধাপের মানুষজনের সাথে ৩৩% সময় ব্যয় করুন। এই মানুষজনকে আপনি সাহায্য করুন দেখবেন এতে আপনি আপনার আত্মতৃপ্তিকে খুঁজে পাবেন।

২. আপনার সমতুল্য মানুষজনের সাথে ৩৩% সময় ব্যয় করুন, যেমন: আপনার বন্ধু-বান্ধব এবং যাদের কাছ থেকে আপনি প্রভাবিত হচ্ছেন দেখবেন, এতে আপনার একঘেয়েমিতা এবং একাকীত্বতা দূর হয়ে যাবে এবং কাজকর্মে অনুপ্রাণিত হবেন।

৩. আপনার থেকে বয়সে বিশ, পঁচিশ বছর বড় এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে ৩৩% সময় ব্যয় করুন, দেখবেন জীবন সম্পর্কে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং সত্তিকারের সমৃদ্ধি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।

আমি রাশেদুল ইসলাম কোন গল্প এবং কাহিনীতে বিশ্বাস করিনা, বাস্তবসম্মত কনটেন্ট এবং শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই প্লাটফর্মে পাবলিশ করে যাব আর বিশেষ করে বিজনেস রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই প্লাটফর্মে পাবলিশ করে যাব।

আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন ( জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে) এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কনটেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।

ধন্যবাদ 🙏

“ভালোবাসার মানুষকে কাঁদাতে নেইকারণ সে একটু ভাল থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে”
16/07/2024

“ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই
কারণ সে একটু ভাল থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে”


Address

Corniche Deira

Alerts

Be the first to know and let us send you an email when MD Nasir Uddin 110 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Nasir Uddin 110:

Share