11/10/2023
কে কখন 'চলে যায়', সেটা বলা যায় না ভাই! এমন অনেক মানুষের সাথে আপনার হয়তো 'শেষ দেখা' হয়েও গেছে! আপনি বেশ সুন্দর সময় কাটিয়েছেন তার সাথে,হুট করে শুনবেন মানুষ টা আর এই দুনিয়াতেই নাই!
'চলে যাওয়া' অনিবার্য, তবুও কিছু মানুষের চলে যাওয়ার খবর আমাদের থামিয়ে দেয়। কিছু মানুষের চলে যাওয়া আমাদের স্তব্ধ করে দেয়। এইতো 'সেদিন' ই আপনার সাথেই ছিলো মানুষ টা,কিন্তু আজ আর নাই! এই দুনিয়া তেই নাই! বিদায় জিনিস টা এমনিতেই মন খারাপ করে দেয় আর চিরবিদায় এর অনুভূতি টা প্রকাশ করার মতো না! কিছু মানুষ চলে গিয়েও ফিরে আসে,আর কেউ চলে গেলে আর ফিরে না! ফিরে আসার সুযোগ থাকেনা! ভালোবাসার সম্পর্ক,রাগ,অভিমান,ঘৃনা সব কিছুকে একপাশে রেখেই মানুষ চলে যায়! আর ফিরে না! কোনোদিন ও না!