16/05/2025
ট্রাকে বোতলভর্তি পানির সবকিছু বিতরণ শেষ। সবার শেষে আসে এক ক্ষীণকায় শিশু, যার চোখে তৃষ্ণার্ত আকুতি, মনে একটু পানির আশায়। কিন্তু তখন আর কিছুই নেই; শুধু পাইপের ছাঁটে ঝরতে থাকা কয়েকটি ফোঁটা।
সেই শিশুটি তৃষ্ণা ভুলে দৌঁড়ায় ট্রাকের পেছনে, ওই শেষ ফোঁটা পানির পেছনে। পিপাসার যন্ত্রণা কি বোঝে শেষ হয়ে যাওয়া স্টক? তবে হৃদয়হীন বিশ্ব কি বোঝে এক শিশু হৃদয়ের আর্তি?
এই দৃশ্যও যদি মুসলিম বিশ্বের অন্তর না কাঁপায়, তবে আর কতটা নির্মমতা, কতটা হাহাকার, কতটা কান্না দেখতে হবে আমাদের?
— Abdul Karim Al-Madani