Rasel Hossain official

Rasel Hossain official আল্লাহ জন্য ফলো করুন

06/06/2024
আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা- Mawlana ATM Masumজালিম সরকারের পদত্যাগ, নির্ব...
06/11/2023

আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা- Mawlana ATM Masum

জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৬ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা প্রহসনের নির্বাচন করে আবারো ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকারের অপশাসনে দেশের মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে চলছে অবিচার-অনাচার। দুর্নীতি ও লুটপাট চলছে অবাধে। দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বিরোধীদলের লোকদের ওপর যখন-তখন হামলা করা হচ্ছে। গণগ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়িছাড়া করা হয়েছে। ঘর-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হচ্ছে। ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে অনেককে পথের ভিখারি বানানো হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।

এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”

কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটার এক্সপ্রেসওয়ের (অত্যাধুনিক রাস্তার) কাজ সম্পন্ন করেছে আজ মো/ল্লা/রা। কয়েকদ...
08/10/2023

কুন্দুজ থেকে জালালাবাদ পর্যন্ত ২ শত কিলোমিটার এক্সপ্রেসওয়ের (অত্যাধুনিক রাস্তার) কাজ সম্পন্ন করেছে আজ মো/ল্লা/রা।
কয়েকদিন আগে তাদের দেশের মুদ্রা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুদ্রা হিসেবে স্থান করে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।আফ/গানি/স্তান।
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত...!!

বাংলাদেশর সাংবাদিক এরা গোলামে পরিণত হয়েছে বাংলাদেশর ভূমি এরা কলঙ্কিত করে পেলছে,
24/09/2023

বাংলাদেশর সাংবাদিক এরা গোলামে পরিণত হয়েছে
বাংলাদেশর ভূমি এরা কলঙ্কিত করে পেলছে,

ধারালো ছুরিতে সাপের গড়াই, গরুর পেটে যাদের জন্ম, তারা ত গরুর বাচ্চাই হয়,মানুষ হতে পারে না,
21/09/2023

ধারালো ছুরিতে সাপের গড়াই,
গরুর পেটে যাদের জন্ম, তারা ত গরুর বাচ্চাই হয়,মানুষ হতে পারে না,

এরা কারা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ,,, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক,, 😁
13/09/2023

এরা কারা
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ,,, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক,, 😁

বাহ
12/09/2023

বাহ

রাত বর তাহাজ্জুদ নামাজের পূর্বে,, জয় মা রানী
12/09/2023

রাত বর তাহাজ্জুদ নামাজের পূর্বে,, জয় মা রানী

ছবি নিয়ে রাজনৈতি করা শুরু করে দিয়েছে,, যাদেরকে দেশের ৯৮% জনগণ ঘ্রিনা করে,,
11/09/2023

ছবি নিয়ে রাজনৈতি করা শুরু করে দিয়েছে,,
যাদেরকে দেশের ৯৮% জনগণ ঘ্রিনা করে,,

ক্যামরা ম্যান কে নোবেল পুরষ্কার দেওয়া যাবে না.........?বঙ্গবন্ধুর ছবি টা সরিয়ে শায়েখ সালমানের ছবি লাগিয়ে ফটো তোলা উতিত হ...
10/09/2023

ক্যামরা ম্যান কে নোবেল পুরষ্কার দেওয়া যাবে না.........?
বঙ্গবন্ধুর ছবি টা সরিয়ে শায়েখ সালমানের ছবি লাগিয়ে ফটো তোলা উতিত হয় নি....?

৪৫তম প্রতিষ্ঠাবাষিকীর অঙ্গীকার, রুখতে হবে সৈরাচার,,
28/08/2023

৪৫তম প্রতিষ্ঠাবাষিকীর অঙ্গীকার, রুখতে হবে সৈরাচার,,

আল্লাহ মহান,
27/08/2023

আল্লাহ মহান,

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️Voice of the people’s -ভয়েস অফ দ্যা  পিপলস প্লিজ ফলো দিন                      • #গাজী_ম...
22/08/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️

Voice of the people’s -ভয়েস অফ দ্যা পিপলস প্লিজ ফলো দিন


















#গাজী_মুহাম্মাদ_জিল্লুর






২০১৩ সালে ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যা বলেছিলেন -মাননীয় আদালত !আমি দ...
21/08/2023

২০১৩ সালে ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যা বলেছিলেন -

মাননীয় আদালত !
আমি দেলাওয়ার হোসাইন সাঈদী, ৫৬ হাজার বর্গমাইলের এ বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলার আপামর জনগণের অতি পরিচিত দেলাওয়ার হোসাইন সাঈদী। আল্লাহ সাক্ষী! তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দীনের রচিত দেলোয়ার শিকদার বর্তমান সাঈদী বা দেলোয়ার শিকদার ওরফে দেলু ওরফে দেইল্যা রাজাকার আমি নই। আমাকে তথাকথিত যুদ্ধাপরাধী বানানোর আওয়ামী মিশন বাস্তবায়নের জন্যই আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

মাননীয় আদালত !
আজকের এই বিচার প্রক্রিয়া নিঃসন্দেহে দুটি পর্বে শেষ হবে। তার একটি এই জাগতিক আদালতে আর অপরটি আখেরাতের আদালতে।

আজ আমি এই আদালতের অসহায় এক নির্দোষ আসামি, আর আপনারা বিচারক। রাজনৈতিক প্রতিহিংসা পূরণে, ক্ষমতার জোরে আমার প্রতি যদি জুলুম করা হয়, তাহলে আজকের দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিবর্গ, যারা একজন নির্দোষ ব্যক্তিকে আদর্শিক কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার প্রতি জুলুমের প্রয়াস পাচ্ছেন, তারা দ্বিতীয় পর্বের বিচারের দিন, কিয়ামতের দিন তারা নিঃসন্দেহে আসামি হবে।

ইনশাআল্লাহ সেদিন আমি হবো বাদী আর সর্বশক্তিমান, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্রঅধিপতি, সকল বিচারের মহাবিচারপতি আল্লাহ রাব্বুল আলামীন, তিনিই হবেন সেদিনের আমার দায়ের করা মামলার বিচার প্রক্রিয়ার বিচারক।

সূরা দোখানের ১৬নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “একদিন আমি এদেরকে অবশ্যই কঠোরভাবে পাকড়াও করবো এবং নিশ্চয়ই প্রতিশোধ নেবোই।”

মাননীয় আদালত !
যাঁর হাতের মুঠোয় আমাদের সকলের জীবন, সেই মহাশক্তিধর আল্লাহ তায়ালার নামে আপনাদের এই আদালতে বসে শপথ করছি, তাঁর পবিত্র কোরআন স্পর্শ করে কসম করে বলছি - আমার নামে আপনাদের এ আদালতে যতগুলো অভিযোগ আনা হয়েছে তার হাজার কোটি মাইলের মধ্যে আমার অবস্থান ছিল না। উত্থাপিত অভিযোগের একটি বর্ণনাও সত্য নয়।

মাননীয় আদালত !
আমি আশা করি সকল প্রকার রাগ-অনুরাগ ও সকল প্রকারের চাপ ও আদেশ-নির্দেশের ঊর্ধ্বে উঠে সত্য ও মিথ্যা সার্বিকভাবে বিবেচনায় নিয়ে সকল প্রকার প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র মহান আল্লাহকে ভয় করে আমার প্রতি জুলুম না করে ন্যায়বিচার করবেন। মহান আল্লাহ আপনাদের সে তওফিক দান করুন।

আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পূরণে যিনি যতটা ষড়যন্ত্র করে, জঘন্য থেকে জঘন্যতর মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষীর প্রশিক্ষণ দিয়ে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন, দেশ-বিদেশে অসংখ্য অগণিত মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে আমাকে বঞ্চিত করেছেন, আমার প্রিয়জনদের কাঁদাচ্ছেন, কলঙ্কের তিলক পরিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত করুন।

আর হেদায়াত যদি তাদের নসীবে না থাকে তাহলে আমার এবং আমার প্রিয়জন, আমার কলিজার টুকরা সন্তান, বিশ্বব্যাপী আমার ভক্ত- অনুরক্তদের যত চোখের পানি পড়েছে, তাদের সকলের প্রতিফোঁটা চোখের পানি অভিশাপের বহ্নিশিখা হয়ে আমার থেকে শতগুণ যন্ত্রণা ভোগের আগে, কষ্ট ভোগের আগে আল্লাহ তায়ালা যেন তাদের মৃত্যু না দেন।

মিথ্যাবাদী ও জালিমদের উপর আল্লাহর অভিশাপ অযুত ধারায় বর্ষিত হোক। আর জাহান্নাম যেন হয় এদের চিরস্থায়ী ঠিকানা।

Masood Sayedee
#2023 #2024 #2025 #2026 #2027 #2028 #2029 #2030 #2031 #2032 #2033 #2034 #2035 #2036 #2037 #2038 #2039 #2040 #2041 #2041 #2043 #2044 #2045 #2046 #2047 #2048 #2049 #2050

বাংলাদেশ সংসদে সংরক্ষিত মহিলা আসন বাদ দেওয়ার খুবেই জরুরি হয়ে পড়ছে,,
20/08/2023

বাংলাদেশ সংসদে সংরক্ষিত মহিলা আসন বাদ দেওয়ার খুবেই জরুরি হয়ে পড়ছে,,










তীব্র নিন্দা জানাচ্ছি **আল্লামা সাঈদীকে নিয়ে স হিং স তা র ঘটনায় মাসুদ সাঈদীসহ অজ্ঞাত ৫,১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ এবং পল্...
16/08/2023

তীব্র নিন্দা জানাচ্ছি
**আল্লামা সাঈদীকে নিয়ে স হিং স তা র ঘটনায় মাসুদ সাঈদীসহ অজ্ঞাত ৫,১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ এবং পল্টন থানায় পুলিশের মামলা

Address

Hor Al Anz
Dubai

Telephone

+971559024527

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Hossain official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Hossain official:

Share