18/10/2025
#প্রবাসী_কর্মীর_সন্তানদের_শিক্ষাবৃত্তি_প্রদানের_জন্য_দরখাস্ত_আহ্বান
দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা কোর্সে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত তাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীদের নিম্নে প্রদত্ত বিজ্ঞপ্তির শর্ত ও নির্দেশনা অনুসরণ পূর্বক আগামী ২৬ অক্টোবর ২০২৫ হতে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ সময়ের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট: https://portal.wewb.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী সংযুক্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত রয়েছে।
বিষয়টির বহুল প্রচারে আপনার পরিচিতজনের মাঝে পোস্টটি শেয়ার করুন।
#বাংলাদেশ #প্রবাসি #প্রবাসেরজীবন #প্রবাসে #প্রবাসেরখবর #প্রবাসবার্তা #প্রবাস #বিশ্ব #বাংলা #খবরআজকের #খবর #এমবাসি