
08/09/2025
১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) আরব আমিরাত উপ-কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শারজাহস্থ একটি হলরুমে আয়োজন করা হয় আরব আমিরাত উপ-কমিটির মতবিনিময় সভা।
এতে কোরআন তেলাওয়াত করেন উপকমিটির প্রচার ও দপ্তর সম্পাদক, দিদারুল হক সাহেব। উক্ত সভার সভাপতিত্ব করেন উপ-কমিটির সভাপতি জনাব, নুরুল ইসলাম তাজু সাহেব। এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব, মিজানুর রহমান। সভার মূল বিষয়বস্তুর উপর আলোচনা করেন উপকমিটির সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ শাহাবউদ্দিন শিহাব সাহেব।
এতে আলোচনায় আরো অংশ নেন, উপকমিটির অর্থ সম্পাদক মোঃ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, জুবাইদুল ইসলাম বাসেত, মোহাম্মদ তানভীর, আনসার উদ্দীন, মোঃ সোহেল, খোরশেদ আলম রিপন, মোঃ নাজিম উদ্দীন,খোরশেদ আলম, মোঃ সায়েম, মোহাম্মদ ওসমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তাহসিন।
আলোচনায় উপ-কমিটির কার্যক্রম, দিকনির্দেশনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, গত ৪ সেপ্টেম্বর হতে ১৯ দিন ব্যাপী ৫৫ তম মাহফিলে সীরতুন্নবী (স:) শুরু হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে, আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
* সংযুক্ত আরব আমিরাতের সীরতুন্নবী সা: মাহফিলের উপকমিটি এবং সকল সদস্য কে ,কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
* আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামীকাল ৫৫তম ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সা: মাহফিল শুরু হতে যাচ্ছে!
* অতএব আমরা যারা এখানে মাহফিলের জন্য কাজ করতেছি সবাই নিজ দায়িত্বে এবং নিজ সক্ষম অনুযায়ী অংশ গ্রহণ করার অনুরোধ।
* আরেকটা অনুরোধ যারা আমাদের সাথে আছেন ,হয়তো অনেকের কাছে মাহফিলের রশিদ বই নেই , সমস্যা নেই আপনারা আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন।
* পরবর্তীতে সব কিছুর আপডেট জানানো হবে ইনশাআল্লাহ।
1. *আজমান* – মিজানুর রহমান 📞 0526051516
2. *শারজাহ* – শিহাব উদ্দিন 📞 0505506537
3. *বার দুবাই* – নুরুল ইসলাম 📞 0555541201
4. *দেরা দুবাই* – মানিক 📞 0568282597
5. *আবুধাবি* – জহির উদ্দিন 📞 0505969092
6. *শরাফ ডিজি দুবাই - দিদারুল হক ,📞0509984512
প্রয়োজনে অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করুন।