29/08/2024
অনেক দিন ধরে কক্সবাজার চাকরির সুবাধে আছি।তাও ১.৫ বছর তো হবেই।বলে রাখা ভালো আমি কক্সবাজার এয়ারপোর্টে থাকি,এই ১.৫ বছরে অনেক ভি,আই পি মুভমেন্ট দেখেছি।ভি,আই,পি বলতে বেশির ভাগ আওয়ামী লীগ এর নেতা দের কে দেখতাম ঢাকা থেকে আসতো।তাদের রিসিভ করার জন্যে কিছু পাতি নেতা থাকত আর সমিতি পাড়া বস্তি থেকে ১০০-১৫০ জন গরিব লোক থাকত।যাদের কে মাথা পিছু ৫০০-১০০০ টাকা দিয়ে নিয়ে আসতো। আমার যখন বুঝার জ্ঞান হয়েছে,তখন থেকে বুজতাম এটাই হয়তো রাজনীতি। কিন্তু আমার এই ধারণা পাল্টে দিয়েছে বিএনপিএর নেতা সালাহউদ্দিন। ২৮-০৮-২০২৪ তারিখে সালাহ উদ্দিন ৯ বছর পরে কক্সবাজার আসে। আনেক দিন ধরেই দেখেচি রাস্তায় রাস্তায় বেনার পেস্টুন দিয়ে তাকে বরন করার প্রস্তুতি চলেছে,তখন মনে মনে চিন্তা করতাম এক দল দেশকে ১৭ বছর দেশ কে লুটেপুটে খেয়ে গেছে। আরেক দল ১৭ বছরের ক্ষুদার্ত। যাই হোক ২৮-০৮-২৪ তারিখের সালাহউদ্দিন আসবে সকাল থেকে সাধারণ মানুষ আসতে শুরু করে বিমানবন্দরে সেনাবাহিনী, পুলিশ তাদের আটকাতে হিমশিম খাচ্ছিলো,আমি সকালে এতো মানুষ দেখে চিন্তা করেছিলাম এতো মানুষ জমায়েত করতে কত টাকা না জানি ব্যয় হয়েছে।পরে খোজ নিয়ে দেখলাম তারা কেউ টাকার জন্যে আসে নাই। তারা শুধু তাদের নেতা কে একবার দেখতে এসেচে।এতো মানুষ এর জমায়েত দেখে আমি বিস্মিত হয়ে গেলাম।এক জন নেতা কে মানুষ কতটা ভালোবাসে।সালাহউদ্দিন বিমানবন্দরে থেকে চকরিয়া যাবে শুনেছি।বিমান বন্দর থেকে চকরিয়া প্রায় ৩৫-৪০ কিলোমিটার। এই পুরো রাস্তা জুড়ে কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে ছিলো তাদের নেতা কে একবার দেখার জন্যে। একজন মানুষ কে জনগন এতো ভালবাসে তা চোখে না দেখে মুখে শুনলে বিশাস হতো না
যাই হোক জয় হোক গনতন্ত্রের, জয় হোক বাংলাদেশের.।
Note( আমি কোনো রাজনৈতিক দল সাপোর্ট করি না)