07/12/2025
প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু তবুও সবকিছুই সময়মতো ঘটে।
নদী জানে কোথায় থামতে হবে, বাতাস জানে কখন নরম হতে হবে, আর আকাশ জানে কখন অশ্রু ঝরিয়ে হালকা হতে হবে।
আমরা মানুষই শুধু ভুলে যাই— জীবনকে ছন্দে বাঁচতে হয়, ছুটে নয়।
প্রকৃতির কাছে গেলে তাই মনটা যেন আবার শিখে যায়
“ধীরে চল, গভীরভাবে বাঁচ, আর নিজেকে খুঁজে নাও।”