Md Ashraful Islam

Md Ashraful Islam Passionate about debating, traveling and making people laugh. I live by the motto I preach- 'Never Stop Learning'

24/06/2022
23/06/2022

Alhamdulillah

আপনারা অনেকেই জানেন.....মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশী ডাক্তার, নার্স, ল্যাব টেকনেশিয়ান, ফার্মাসিস্ট ইত্যাদি পেশার ভা...
28/04/2022

আপনারা অনেকেই জানেন.....

মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশী ডাক্তার, নার্স, ল্যাব টেকনেশিয়ান, ফার্মাসিস্ট ইত্যাদি পেশার ভাল চাহিদা আছে।সম্প্রতি UK থেকেও ডিমান্ড আসছে এসব প্রফেশনে।

আরব আমিরাতে দীর্ঘদিন থেকে অনেক ক্লিনিক/হাসপাতাল/ল্যাবে যেতে হয়েছে ব্যক্তিগত কারণে।

এ পেশার প্রায় ৮০%--৯০% জব ইন্ডিয়ানদের হাতে, কিছু আছে ফিলিপাইনিদের হাতে।
বাংলাদেশী ভাই/বোনদের কয়েকটা ডাক্তার দেখলেও নার্স/ল্যাব টেকনেশিয়ান, ফার্মাসিস্ট চোখে পড়ার মত না।

বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার ডাক্তার/নার্স/ফার্মাসিস্ট/ল্যাব টেকনেশিয়ান বাহির হয়।

যদিও দেশেও ভাল ডিমান্ড এসব পেশাজীবিদের। তারপরেও আমিরাতে এই পেশার আয় অন্যান্য পেশা থেকে অনেক বেশি।
বাংলাদেশের শিক্ষিত এসব দক্ষ কর্মী সরকারী পৃষ্ঠপোষকতায় ও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসলে তারা যেমন লাভবান হবে সেই সাথে দেশের রেমিট্যান্স খাত আরো শক্তিশালী হবে।

আরব আমিরাতে এসব প্রফেশনে যোগ দিতে হলে দুবাইতে MOH পরীক্ষায়,
কিংবা আবুধাবীতে HAAD এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

ইন্ডিয়া/পাকিস্তান/ফিলিপাইন থেকে ভিজিটে এসেও অনেক এমন সুযোগ নিচ্ছে।

বাংলাদেশী শিক্ষিত ও দক্ষ লোক আসলে সব দিক দিয়ে লাভবান হতো বাংলাদেশীদের।

অনেকের চোখে বাংলাদেশী বলতেই শুধুই লেবার। আশা করি কেউ না কেউ এসব প্রফেশনে যোগ দিবে ফিউচারে।

12/04/2022

The future belongs to those who believe in the beauty of their dreams.

12/04/2022

Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier.

12/03/2022

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Md Ashraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share