
13/01/2025
"সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না", ডিসেম্বরের শহরে গানটার সবচেয়ে প্রিয় লাইন আমার। সাকিব আল হাসানের বেলায়ও প্রাসঙ্গিক।
সাকিবের বসন্ত না হয় এলোই না আর, তাতে কী ই বা আসে যায়? ১৮টা বসন্ত আনন্দ দিয়ে গেছেন, শৈশব-কৈশোর রাঙিয়েছেন; কী করে এই ঋণ শোধ হয়?