05/01/2025
জীবন কারো জন্য থেমে থাকে না..!
জীবনে যদি তোমরা তোমাদের চাহিদা কন্ট্রোল করতে না পারো তবে তোমাদের জীবন কোন দিন সুন্দর হবে না।
মিথিলার জীবন কতো সুন্দর ছিলো, কিন্তু সে নিজের হাতে নিজের জীবন নষ্ট করেছেন,
তার স্ক্যান্ডালের কথা আমরা সবাই জানি খান ভাইয়ের বন্ধু থেকে পরিচালক ফামি, অবশেষে সে তার ক্যারিয়ারের জন্য বেছে নিয়েছিলো সৃজিত কে, কিন্তু মিথিলা কি সুখী হতে পেরেছেন?
কারো মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আদৌ কি মানুষ সুখী হতে পারে?
তুমি আজকে প্রতারণা করবা সেই প্রতারণার ফাদে নিজেই পড়বা। মনে রেখো উপরে একজন আছে যে সবকিছু দেখে।
যখন আপনার ভালোবাসার মানুষ টা আপনার কথার অবাধ্য হয়, আপনার জন্য ব্যাকুলতা দেখায় না, আপনি নিষেধ করলে ওই কাজগুলো বেশি করে, তখন মনের অবস্থা কেমন হয়, যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে সেই বলতে পারবে...!
তাহসান ভাই ৮ বছর পরে বিয়ে করেছেন তার জন্য শুভকামনা রইল, এবার তার চাদের আলো ঘরে নিয়ে এসেছেন। দোয়া রইলো তাদের জীবন সুন্দর হোক ভালোবাসা সুন্দর ২ জনের সমান ব্যাকুলতায়। 🌸