10/09/2025
নমিনেশন পাইলে পাশ নাকি বাশ যত দ্রুত বুঝবেন তত মঙ্গল।
জনগণের কাছে যান, জনগণের মনের কথা বুঝুন।
এই প্রজন্ম পুরোপুরি ইণ্ডিয়া ও শাহবাগ বিরোধী এটা মাথায় রাখতে হবে।
বেগম জিয়া ইন্ডিয়ার কথা মত চললে এতো বছরের জুলুম নির্যাতন তার ও তার পরিবারের উপর দিয়ে যেতো না।
শাহবাগ প্রথম আলো মাটির সাথে মিশিয়ে দিন।
এই শাহবাগীদের ইন্ধনেই ঢাবিতে মুসলমানদের অন্যতম সর্বোচ্চ আবেগের স্থান ইফতার মাহফিলে হামলা হয়েছিলো।
নিজ এলাকার মেধাবীদের মূল্যায়ন করুন, মিশে যান তাদের সাথে মিশে যান তার ফ্যামিলির সাথে।
লীগের পতন থেকে শিক্ষা নিন, লীগ মরলে মানুষ কেনো আলহামদুলিল্লাহ পড়তো, আমার দেখা অনেকেই লীগের জানাযা পড়েনা। কি জন্য মানুষের এতো ক্ষোভ তাদের প্রতি এটা ফাইন্ড আউট করেন।
বিশ্ব এগিয়েছে, ভারতের প্রেসক্রিপশনে আমরা চেতনার ট্যাবলেট খেয়ে অনবরত দেশকে পিছিয়েছি।
মুক্তিযুদ্ধ মহান, এটা আমাদের গর্ব। মুক্তিযুদ্ধকে বিতর্কের বাইরে রেখে এগুতে হবে সামনে ।
হিরোশিমা নাগাসাকির ভয়াবহতা ভুলেনি বিশ্ব, ভুলবেনা কোনোদিনও।
তবুও দেশের স্বার্থে জাপান আমেরিকা বন্ধু।
কুটনৈতিক ভাবে রাজি করিয়ে এই প্রজন্মের কাছে পাকিস্তানকে মাফ চাইতে হবে।
প্রতিযোগিতা করুন ভালো কাজের, ভালো কাজের প্রতিযোগিতার মিশ্রনে গড়ে উঠুক সুন্দর এক বাংলাদেশ ।
চারুকলাকে যেভাবে হাইলাইটস করা হয় তার চেয়ে শতগুন হাইলাইটস করা হোক বিজ্ঞান মনস্কামনাদের।
প্রতিটি ভার্সিটিতে বিজ্ঞান গবেষণাগার বানানো হোক।
ভারত চাইনা আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যায়, তাইতো তারা চন্দ্রভিজানে যায় আর আমরা চারুকলার নামে তৈরি করি বাদর পেচার মূর্তি।
মা বাবার কলিজার টুকরো কোনো সন্তানকে যেনো ভার্সিটিতে প্রান দিতে না হয়, এই প্রত্যাশায় হোক আগামীর স্বপ্ন পূরন।