Tayeb Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tayeb, Digital creator, Dubai.
(1)

10/09/2025

নমিনেশন পাইলে পাশ নাকি বাশ যত দ্রুত বুঝবেন তত মঙ্গল।
জনগণের কাছে যান, জনগণের মনের কথা বুঝুন।
এই প্রজন্ম পুরোপুরি ইণ্ডিয়া ও শাহবাগ বিরোধী এটা মাথায় রাখতে হবে।
বেগম জিয়া ইন্ডিয়ার কথা মত চললে এতো বছরের জুলুম নির্যাতন তার ও তার পরিবারের উপর দিয়ে যেতো না।
শাহবাগ প্রথম আলো মাটির সাথে মিশিয়ে দিন।
এই শাহবাগীদের ইন্ধনেই ঢাবিতে মুসলমানদের অন্যতম সর্বোচ্চ আবেগের স্থান ইফতার মাহফিলে হামলা হয়েছিলো।
নিজ এলাকার মেধাবীদের মূল্যায়ন করুন, মিশে যান তাদের সাথে মিশে যান তার ফ্যামিলির সাথে।

লীগের পতন থেকে শিক্ষা নিন, লীগ মরলে মানুষ কেনো আলহামদুলিল্লাহ পড়তো, আমার দেখা অনেকেই লীগের জানাযা পড়েনা। কি জন্য মানুষের এতো ক্ষোভ তাদের প্রতি এটা ফাইন্ড আউট করেন।

বিশ্ব এগিয়েছে, ভারতের প্রেসক্রিপশনে আমরা চেতনার ট্যাবলেট খেয়ে অনবরত দেশকে পিছিয়েছি।
মুক্তিযুদ্ধ মহান, এটা আমাদের গর্ব। মুক্তিযুদ্ধকে বিতর্কের বাইরে রেখে এগুতে হবে সামনে ।

হিরোশিমা নাগাসাকির ভয়াবহতা ভুলেনি বিশ্ব, ভুলবেনা কোনোদিনও।
তবুও দেশের স্বার্থে জাপান আমেরিকা বন্ধু।
কুটনৈতিক ভাবে রাজি করিয়ে এই প্রজন্মের কাছে পাকিস্তানকে মাফ চাইতে হবে।

প্রতিযোগিতা করুন ভালো কাজের, ভালো কাজের প্রতিযোগিতার মিশ্রনে গড়ে উঠুক সুন্দর এক বাংলাদেশ ।

চারুকলাকে যেভাবে হাইলাইটস করা হয় তার চেয়ে শতগুন হাইলাইটস করা হোক বিজ্ঞান মনস্কামনাদের।
প্রতিটি ভার্সিটিতে বিজ্ঞান গবেষণাগার বানানো হোক।

ভারত চাইনা আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যায়, তাইতো তারা চন্দ্রভিজানে যায় আর আমরা চারুকলার নামে তৈরি করি বাদর পেচার মূর্তি।

মা বাবার কলিজার টুকরো কোনো সন্তানকে যেনো ভার্সিটিতে প্রান দিতে না হয়, এই প্রত্যাশায় হোক আগামীর স্বপ্ন পূরন।

ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ূম ভাই।তার এই সাফল্য শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।গঠনমূলক নেতৃত্বে তিন...
09/09/2025

ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ূম ভাই।
তার এই সাফল্য শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
গঠনমূলক নেতৃত্বে তিনি হোক নতুন দৃষ্টান্ত,
তারুণ্যের স্বপ্ন পূরণে এগিয়ে যাক এই যাত্রা।

অভিনন্দন আপনাকে!

ইতিহাসের আড়ালে থাকা মহানায়কযাকে তিনি রাজনীতির মঞ্চে দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন, ইতিহাসের পাতাতেই সেই মানুষ পরে তাঁকেই মুছে...
20/08/2025

ইতিহাসের আড়ালে থাকা মহানায়ক

যাকে তিনি রাজনীতির মঞ্চে দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন, ইতিহাসের পাতাতেই সেই মানুষ পরে তাঁকেই মুছে ফেলার অপচেষ্টা চালায়।

প্রকাশ্যে ১০ হাজার শ্রমিক ভাড়া করে এই লোক সিলেটের ভোলাগঞ্জ থেকে সব সাদা পাথর হাওয়া করে দিয়েছে।কেউ কিছু বলে নাই। এদের বিচ...
13/08/2025

প্রকাশ্যে ১০ হাজার শ্রমিক ভাড়া করে এই লোক সিলেটের ভোলাগঞ্জ থেকে সব সাদা পাথর হাওয়া করে দিয়েছে।
কেউ কিছু বলে নাই। এদের বিচার এই রাষ্ট্র কখনো করতে পারে নাই। পারবেও না। কারন রাষ্ট্র নিজেই দা-ন-ব। তাই ছবি ছড়িয়ে দিয়ে এদের সামাজিক ভাবে ঘৃ'ণা করুন। সাধারণ মানুষ হিসাবে অন্তত এই টুকু আমরা করতেই পারি।

এদেশে মন খারাপ থাকার কোনো কারণ নাই🤣
26/07/2025

এদেশে মন খারাপ থাকার কোনো কারণ নাই🤣

25/07/2025

আমি আর তাসনিম একই ক্লাসে পড়ি

তাসনিম। পুরো নাম মাহিয়া তাসনিম। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সেদিন বিমান বিধ্বস্ত হয়ে শরীরের ৮০ শতাংশ পুড়ে যায় তার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তাসনিমের বাবা নেই। মারা গেছেন ২০১৯ সালে। তারা দুই বোনকে মা-ই গড়ে তুলছিলেন। হয়তো অনেক স্বপ্ন ছিল। আজ সব পুড়ে শেষ। আমিও তাসনিমের মতো একই ক্লাসে পড়ি। আমরা সমবয়সী।

আমার আম্মু বারবার বলছে, মাইসুন তার মা এই কষ্ট কিভাবে সইবে? পাশে থাকা বাবার মুখে কথা নেই। চেহারায় স্পষ্ট আতঙ্কের ছাপ।

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আমাদের কাছে এটি সংখ্যা। আর স্বজনহারা পরিবারের কাছে সারা জীবনের শোকের পাথর।

পৃথিবীর সব দুর্ভিক্ষ অশ্রু হয়ে ঝরে গাযা'র আঙিনায়।What is happening in Gaza is a disgrace to humanity.!!
25/07/2025

পৃথিবীর সব দুর্ভিক্ষ অশ্রু হয়ে ঝরে গাযা'র আঙিনায়।

What is happening in Gaza is a disgrace to humanity.!!

24/07/2025
23/07/2025
23/07/2025

একটি ভয়ঙ্কর বার্তা!!

লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাচ্ছে সেসব মিডিয়ার সরাসরি উস্কানির অপরাধগুলো।

৭১ টিভি, যেটির মাধ্যমে ২৪ এর আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে মানুষকে প্রতিটি ক্ষনে ক্ষনে বিভ্রান্ত করেছিলো।

৭১ টিভির কল্যানে সরকার ও পুলিশ সঠিক খবর কখনো পায়নি।
মানুষকে বলা হয়েছিল শেখ হাসিনা কখনোই ক্ষমতা থেকে যাবেনা।

আর সে আশায় পুলিশ প্রতিদিন হাজারো সন্তানদের বুকে গুলি চালিয়েছিলো।

৭১ টিভির চাপে অন্য টিভিকেও একই পথ বেছে নিতে হয়েছিল ।

কিন্তু বর্তমান কি জানেন?

সেই ৭১ টিভির মালিক মোস্তফা কামাল হত্যা মামলার আসামি হওয়া সত্বেও তার টিভির অনুষ্ঠানে তার সাথে দাঁড়িয়ে হাসিমুখে বেহায়াপনা করেছে রাজনৈতিক দলগুলো।

বিএনপি, জামায়াত ও অন্যান্য দলগুলো।

একবারও ভাবলোনা অন্তত মেঘনা গ্রূপের মালিক একজন এজাহারভুক্ত হত্যা মামলার আসামি।

এক বছর পর জুলাই মাসেই আপনাদের কাছে প্রশ্নগুলো রাখলাম।
shagor

22/07/2025

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।
নিয়ম অনুযায়ী এটা আপনাদের করতে হবে সুতরাং করেন। প্যারা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।
কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?
কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?
কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।
© Readus Salehen Jawad

22/07/2025

একদিকে দেশে এতো বড় দুর্ঘটনা! অনেক শিশু নিহত🥹
অন্যদিকে কিছু মাদার*চু*দ গোষ্টিরা পরে আছে নিজেদের মধ্যে গুতাগুতি নিয়ে!
জাতি হিসেবে কতোবড় মাদার*চু*দ! ক্ষমতালোভী! বেজ*ন্মা হলে এই পরিস্থিতি এসেও রাজনিতি নিয়ে মারামারি করি,
এই জাতি আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই!

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tayeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share