Monir সঠিক আপডেট পেতে ফলো করুন E-commerce Entrepreneur

অল্প কিছুদিনের জন্য দেশের পথে, দোয়া করবেন৷
11/09/2025

অল্প কিছুদিনের জন্য দেশের পথে, দোয়া করবেন৷

এয়ারপোর্টে বিদায় বেলার দৃশ্য, বাবা বিদেশ চলে যাবে সন্তান আসছে এগিয়ে দেওয়ার জন্য, বাবা ছুটিতে আসছিল, দিনগুলো খুব আনন্...
08/09/2025

এয়ারপোর্টে বিদায় বেলার দৃশ্য, বাবা বিদেশ চলে যাবে সন্তান আসছে এগিয়ে দেওয়ার জন্য, বাবা ছুটিতে আসছিল, দিনগুলো খুব আনন্দে কেটেছে, তবে বাবা যাবার সময় আনন্দ দিনের থেকে বেশি কষ্ট পাচ্ছে এখন, প্রবাসের সবকিছু পাওয়া যায়, শুধু পাওয়া যায় না পরিবারের ভালবাসা, যারা প্রবাসে থাকে তারাই জানে একমাত্র প্রবাসে জীবনটা কেমন।।
RBR Travel

05/09/2025

আলহামদুলিল্লাহ, ২ তারিখে রাতে পৌঁছে ৪ তারিখে ড্রাইভিং স্কুলে ভর্তি! যারা বলছেন দুবাই বাইক রাইডার ভিসা খোলা নাই তাদের জন্য সমবেদনা!! ইনশাআল্লাহ ১৪ তারিখে ইন্টারভিউতে শুধু আমাদের RBR Travel থেকে ৭০+ জন ইন্টারভিউ দিতে যাচ্ছেন!

ইউরোপ সম্পর্কে কিছু চমৎকার ও আকর্ষণীয় তথ্য দিলাম:🌍 সাধারণ তথ্যইউরোপে ৪৪টি দেশ রয়েছে (কখনও কখনও ভিন্ন সংজ্ঞায় সংখ্যা কিছু...
01/09/2025

ইউরোপ সম্পর্কে কিছু চমৎকার ও আকর্ষণীয় তথ্য দিলাম:

🌍 সাধারণ তথ্য

ইউরোপে ৪৪টি দেশ রয়েছে (কখনও কখনও ভিন্ন সংজ্ঞায় সংখ্যা কিছুটা বাড়ে বা কমে)।

ইউরোপের মোট জনসংখ্যা প্রায় ৭৪ কোটি (২০২৫ সালের হিসেবে)।

ইউরোপের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, এবং সবচেয়ে ছোট হলো ভ্যাটিকান সিটি।

ইউরোপে ২৪টির বেশি অফিসিয়াল ভাষা প্রচলিত, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা ইংরেজি।

🏞️ ভৌগলিক সৌন্দর্য

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা দুনিয়ার অন্যতম সুন্দর স্থান।

নরওয়ের ফিয়র্ডস পৃথিবীর সেরা ন্যাচারাল ওয়ান্ডারগুলোর মধ্যে একটি।

ইতালির ভেনিস শহর পানির উপর দাঁড়িয়ে আছে – এখানে গাড়ি চলে না, শুধু নৌকা।

ফ্রান্সের আইফেল টাওয়ার প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন পর্যটক দেখে।

🏛️ ইতিহাস ও সংস্কৃতি

ইউরোপ হলো রেনেসাঁস ও শিল্প বিপ্লবের জন্মভূমি।

গ্রিসকে বলা হয় গণতন্ত্রের জন্মস্থান।

ইউরোপের অনেক শহর যেমন রোম, এথেন্স, প্যারিস, লন্ডন হাজার বছরের পুরনো ইতিহাস বহন করে।

ইউরোপে রয়েছে ৪০০টিরও বেশি UNESCO World Heritage Sites।

🚆 ভ্রমণ সুবিধা

ইউরোপের শেনজেন ভিসা থাকলে এক ভিসায় ২৭টি দেশ ভ্রমণ করা যায়।

ইউরোপের ট্রেন ব্যবস্থা দুনিয়ার সবচেয়ে উন্নত – যেমন Eurostar ট্রেন লন্ডন থেকে প্যারিসে মাত্র ২ ঘণ্টায় পৌঁছে দেয়।

ইউরোপের অধিকাংশ দেশ খুব ছোট হওয়ায় কয়েক ঘণ্টার ভ্রমণেই দেশ পরিবর্তন করা যায়।

🍽️ খাবার ও জীবনধারা

ইতালির পিজ্জা ও পাস্তা, ফ্রান্সের ক্রোসান্ট ও চিজ, স্পেনের পায়েয়া, আর জার্মানির সসেজ বিশ্বজুড়ে জনপ্রিয়।

ইউরোপে প্রায় প্রতিটি দেশের নিজস্ব কফি কালচার রয়েছে।

ফ্রান্সে বছরে গড়ে ১০ বিলিয়নের বেশি বাগেট খাওয়া হয়।

30/08/2025

🚨 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 🚨
Dubai Taxi Company (DTC)-তে বাইক রাইডার ও ট্যাক্সি ড্রাইভার নিয়োগ চলছে!

✅ শর্তাবলী:

বয়স: ২১–৪৯ বছর (বাইক রাইডার)

বয়স: ২৩–৪৯ বছর (ট্যাক্সি ড্রাইভার)

বাংলাদেশে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

ইংরেজি বুঝতে ও বলতে জানতে হবে

ডিউটি সময়: প্রতিদিন ১২ ঘণ্টা

ড্রাইভিং লাইসেন্সের খরচ: নিজ দায়িত্বে

থাকা ও খাওয়ার খরচ: নিজ দায়িত্বে

📝 ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

✔️ মূল পাসপোর্ট ও কালার ফটোকপি
✔️ সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি
✔️ ড্রাইভিং লাইসেন্স ও কালার ফটোকপি
✔️ ইংরেজিতে জীবনবৃত্তান্ত (CV)
✔️ শিক্ষাগত সার্টিফিকেটের কালার ফটোকপি

💰 সেলারি ও অন্যান্য সুবিধা:

বাইক রাইডার: প্রতি ডেলিভারিতে ৭.৫০ দিরহাম

ট্যাক্সি ড্রাইভার: কমিশন ভিত্তিক আয়

২ বছর পর কোম্পানি ভিসা নবায়ন করবে

লিভ সেলারি ও ফ্রি এয়ার টিকিট

লাইফ ইন্সুরেন্স ও হেলথ ইন্সুরেন্স সুবিধা

আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা

📅 ইন্টারভিউ তারিখ: সেপ্টেম্বর মাসের ১৪ ও ১৫ তারিখ
👉 ইন্টারভিউতে অংশ নিতে কোন অগ্রীম টাকার প্রয়োজন নেই।

📌 যোগাযোগ:

📍 Dubai Office: 045531305
📱 Whatsapp: +971566692786 / +971508997952

📍 Bangladesh Office: 01345836272

👉 ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাইলে আপনার পাসপোর্ট কপি ও লাইসেন্স কপি এখনই আমাদের Whatsapp নাম্বারে পাঠিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

23/08/2025

প্রতারক এজেন্সি চেনার উপায়! ইউরোপে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই জানা জরুরি।

23/08/2025
যারা আমার সাথে যুক্ত হয়েছেন , যে কোন বিষয়ে প্রশ্ন করতে আমার whatsapp নাম্বারে ম্যাসেজ করুনঃ 056 669 2786
22/08/2025

যারা আমার সাথে যুক্ত হয়েছেন , যে কোন বিষয়ে প্রশ্ন করতে আমার whatsapp নাম্বারে ম্যাসেজ করুনঃ 056 669 2786

09/08/2025

সিদ্ধান্ত ফাইনাল হলে ১৫ তারিখের মধ্যে ফাইল জমা দিন। যোগাযোগঃ 056 669 2786

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Monir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir:

Share