Feelings

Feelings Feel

সঠিক মানুষটি সবসময় ফুল হাতে আসে না;সে সবসময় প্রেমপত্র লিখবে, তাও নয়।কবিতা আউড়ে সবসময় মুগ্ধ করে না সে।নিয়মিত সিনেমায় নিয়ে...
20/03/2025

সঠিক মানুষটি সবসময় ফুল হাতে আসে না;
সে সবসময় প্রেমপত্র লিখবে, তাও নয়।
কবিতা আউড়ে সবসময় মুগ্ধ করে না সে।
নিয়মিত সিনেমায় নিয়ে গেলেই সে সঠিক মানুষ নয়।
নববর্ষে তোমাকে খোঁজে যে, সে-ই যে তোমার মানুষ, তা নয়।

সঠিক মানুষটিকে কলেজের মাঠে তোমার পাশে শুয়ে থাকতে হয় না।
সমুদ্রসৈকতে তোমার ছবি তুলে দিলেই সে তোমার নয়,
যার সাথে নাচার জন্য পুরো দুই দিন তুমি প্রতীক্ষা করো, সে-ই সে নয়।

সবসময় সুন্দরতম জোছনারাতে সঠিক মানুষটি আসে না,
শরতের হাওয়াই-ছাদে তোমার পাশে সে থাকে না,
তলপেটে প্রজাপতির নৃত্য নিয়ে আসে না সে,
আসে না হৃৎস্পন্দনের দুন্দুভি নিয়ে।
সে আসে না তোমার গাল লজ্জায় লাল করে দিয়ে, সর্বদা।

মাঝেমাঝে—
সঠিক মানুষটি আসে তোমার ক্লান্ত দিনে,
সে আসে তোমার চুপচাপ যন্ত্রণা নিশ্চুপেই বুঝে নিতে,
সে তোমার অভিযোগ শুনতে আসে, অভিমান বুঝতে আসে।
সঠিক মানুষটি মুগ্ধ হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকে
যখন তুমি নিজেকে "বিচ্ছিরি" বলো।
তোমার মানুষ সে-ই, যার সামনে তুমি কাঁদতে পারো,
যার পাশে শুয়ে কাঁদার প্রতীক্ষা করো তুমি টানা তিনদিন।

প্রিয় মানুষটি আসে— ফুল হাতে নয়, হাসি মুখে নিয়ে;
সে আসে— তোমার প্রিয় রঙতুলি হাতে, হীরে পকেটে নিয়ে নয়।
সঠিক মানুষটি কবিতা শোনায় না সবসময়, প্রায়ই শোনায় ঘুমপাড়ানি মাসিপিসি।
তোমাকে বিরক্ত করে যে, প্রায়ই সে তোমার প্রিয় মানুষটি;
একই গল্প বারবার বলার পরেও যে বিরক্ত হয় না, সে-ই তোমার মানুষ।
প্রিয় মানুষটি সর্বদা তোমার প্রশংসা করে না, সে তোমার খুঁত নিয়েও ভাবে।

তোমার মানুষ সে—
যে পাশে এলে তোমার মনে হয়— 'আমি সম্পূর্ণ হলাম।'

সুন্দরতম স্থানেই সঠিক মানুষটির দেখা পেতে হয়, তা নয়;
নিখুঁত মানুষটিই সঠিক মানুষটি নয়।

মাঝেমাঝে তোমার জন্য সঠিক মানুষ সে-ই—
যার স্বপ্ন কখনোই দেখোনি তুমি;
কিন্তু, যাকে ছাড়া বেঁচে থাকা অকল্পনীয় লাগে তোমার।

সঠিক মানুষটি সবসময় সুন্দরতম মানুষটি নয়,
সঠিক মানুষটি সবসময় সুন্দরতম অনুভূতিটি।

🌸😍

17/03/2025
🕛🕰️🕞⏱️🕝🕟
17/03/2025

🕛🕰️🕞⏱️🕝🕟

16/03/2025

❤️‍🩹

Address

Dubai

Telephone

+971566992384

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share