16/05/2024
মায়ের চিঠি
প্রিয় সন্তান,
যখন তুমি আমাকে বুড়ো হতে দেখছো,
বার্ধক্যের কারণে নুয়ে পড়তে দেখছো…
তাচ্ছিল্য করোনা…
ধৈর্য্য ধরো এবং আমাকে বোঝার চেষ্টা করো…
যখন আমি হাঁটতে গিয়ে পড়ে যাই…
ধৈর্য্য হারিয়ে ফেলোনা…
মনে করো সেইসব দিনের কথা, যখন তোমার ছোট ছোট হাত ধরে গুটি গুটি পায়ে তোমাকে হাঁটতে শিখিয়েছিলাম…
যখন আমি তোমাকে একই কথা বার বার বলি, বিরক্ত হয়োনা…কারণ যখন তুমি ছোট ছিলে, তখন একই গল্প কতবার না তোমাকে শুনিয়েছি…যতক্ষণ তোমার দু ‘চোখের পাতা এক না হতো…
মনে করে দেখো…
কত কিছুই না আমি তোমাকে শিখিয়েছি…
খেতে… জামা পরতে…স্কুলে যেতে…কিংবা তোমার সফল জীবনটা গড়তে…
যখন আমি কোন কিছু করতে ভুলে যাই…
তোমার ভুরু কুঁচকে ফেলোনা।
আমাকে কিছু সময় দিও মনে করার এবং যদি মনে করতে নাও পারি…
বিরক্ত হয়োনা একটু চিন্তা করলেই বুঝতে পারবে…ভুলে যাওয়া ছিল শুধুমাত্র তোমার সাথে একটু বেশি সময় কাটানোর বাহানা ...
যখন আমার ক্লান্ত পা আমাকে আর হাঁটতে দেয় না তখন তোমার হাতটি আমাকে দিও, যেভাবে তোমার প্রথম হাঁটার সময় তোমার ছোট হাতটি আমার হাতে ছিল…
আমাকে সাহায্য করো হাঁটতে, সাহায্য করো আমার জীবনের অন্তিম মুহূর্তগুলো তোমার ভালবাসা নিয়ে কাটাতে…
আমি শুধু তোমাকে দোয়া এবং ভালবাসা দিবো যা ছিল সব সময় তোমার জন্য…
ভালবাসি.....
তোমার মা
বিশ্বের সকল মায়েদের প্রতি রইলো অফুরন্ত শ্রদ্ধা, ভালবাসা!