Pratibedan News Channel

Pratibedan News Channel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pratibedan News Channel, Media/News Company, Dubai.

12/01/2025

গত ১১ ই জানুয়ারি(১১/০১/২০২৫) স্থানীয় আজিমগঞ্জ রায়বুধ সিং বাহাদুর উচ্চ বিদ‍্যালয়ে স্বামী বিবেকান্দ ও ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগরের আবক্ষ মূর্তী উন্মোচন অনুষ্ঠান ছিলো,এই মূর্তি দুটি উন্মোচন করেন জিয়াগঞ্জ - আজিমগঞ্জের পৌরপিতা মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয়,উপস্থিত ছিলেন এই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন মহাশয়া,উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা মনিষা মুর্খার্জী মহাশয়া এবং এলাকার বহুবিশিষ্ট ব‍্যক্তি বর্গএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠান কে কেন্দ্র করে বিদ‍্যালয়ের ছাত্র- ছাত্রীরা আবৃত্তি ,গান,ও নৃত‍্য প্রদর্শন করে।

30/12/2024

জিয়াগঞ্জ মর্নিং গ্লোরী স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। 30/12/2024

25/12/2024

জিয়াগঞ্জ শহরে বড়দিন উপলক্ষে
সেন্ট জেমস চার্ট বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গেছে

02/11/2024

জিয়াগঞ্জ বাসির কাছে আবেগে প্রায়250 বছর প্রাচীন জিয়াগঞ্জ স্টেশনপাড়া বকুলতলা দক্ষিণা কালী মন্দির

31/10/2024

300 বছরের প্রাচীন মা জঙ্গলী কালী বাড়ি পুজো অনুষ্ঠান🌺🙏🌺🙏🌺🙏

21/10/2024
21/10/2024

আজ শুরু হয়ে গেল জিয়াগঞ্জ শহরে গৌরাঙ্গ মহাপ্রভুর খেতুর মেলা ১৪৩১
একুশে অক্টোবর থেকে ২৪ শে অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লীলা কীর্তন পালা কীর্তন শেষ দিন মালসা ভোগ বিতরণ অনুষ্ঠান রয়েছে। এই মেলায় জিয়াগঞ্জ বাসির ভিড় জমেছে

09/10/2024

জিয়াগঞ্জ স্টেশনপাড়া সর্বজনীন দুর্গাপুজো উদ্বোধন অনুষ্ঠান

06/10/2024

গত 1/10/2024 মঙ্গলবার আজিমগঞ্জ রায় বুধ সিং উচ্চ বিদ‍্যালয়ে নবীন বরন ও বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।এই অনুষ্ঠানের শুরুতেই পঞ্চম ও একাদশ শ্রেনীর ছাত্র - ছাত্রীদের বরনের মাধ‍্যমে অনুষ্ঠান শুরু হয়।এই বিদ‍্যালয়ে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেনীর প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারি কে পুরস্কৃত করা হয় এর সঙ্গে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক - 2024 এ বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপক ও Star Holder দের পুরস্কৃত করা হয়। এইদিন প্রকাশিত হয় বিদ‍্যালয় পত্রিকা - আহিতাগ্নি।পুরস্কার বিতরনের পর এই বিদ‍্যালয়ের ছাত্র - ছাত্রীরা নাটক,নৃত‍্য,সঙ্গীত প্রভৃতি অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার চেয়ারম্যান মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয় ও কাউনসিলার অরুন চুরুলিয়া মহাশয়।

04/10/2024

জিয়াগঞ্জ স্টুডেন্টস হেলথ হোমের উদ‍্যোগে উৎসব - 2024 এর সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সম্পন্ন হয় আজিমগঞ্জ কেশর কুমারি উচ্চ বালিকা বিদ‍্যালয়ে।এই অনুষ্ঠানে ১৫ টি বিদ‍্যালয় ও 2 টি কলেজ এর প্রায় ২৫০ জন ছাত্র - ছাত্রী অংশগ্রহণ করে।এই অনুষ্ঠানে যে সমস্ত প্রতিযোগিতা ছিল তা হলো- নৃত‍্য,আবৃত্তি,কুইজ,সঙ্গীত,যোগাসন প্রভৃতি.

Address

Dubai

Telephone

+19564128174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pratibedan News Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share