12/01/2025
গত ১১ ই জানুয়ারি(১১/০১/২০২৫) স্থানীয় আজিমগঞ্জ রায়বুধ সিং বাহাদুর উচ্চ বিদ্যালয়ে স্বামী বিবেকান্দ ও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তী উন্মোচন অনুষ্ঠান ছিলো,এই মূর্তি দুটি উন্মোচন করেন জিয়াগঞ্জ - আজিমগঞ্জের পৌরপিতা মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয়,উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন মহাশয়া,উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিষা মুর্খার্জী মহাশয়া এবং এলাকার বহুবিশিষ্ট ব্যক্তি বর্গএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠান কে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা আবৃত্তি ,গান,ও নৃত্য প্রদর্শন করে।