Dxb Tanvir

Dxb Tanvir ❤️ আপনাদের স্নেহ ভালোবাসা নিয়ে আমার আগামীর পথ চলা❤️ I'm very simple person ☺️

Ramadan new food!!!!!
07/03/2025

Ramadan new food!!!!!

10/01/2025

#আমরা দেখেছি আমাদের ধর্মীয় স্থান এবং ধর্মীয় স্থাপনা গুলোতে ওরা কিভাবে বর্বরতা চালিয়েছে এবং সমস্ত ফিলিস্তিনি বাসীদের ওপর নির্মম অত্যাচার নিপীড়ন চালাচ্ছে! ওই ইসরাইলের জন্য ওরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন অর্থ দিয়ে এবং ধ্বংসাত্মক মূলক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে ফিলিস্তিনি বাসিকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য। ওরা মনুষ্যত্বহীন,ওরা পাষাণ,ওরা পশুর চাইতেও জঘন্য!

#ওরা অর্থ দিয়ে সহযোগিতা করেছে ফিলিস্তিনি বাসিকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আর এখন ওরা নিজেরাই বিনা পয়সায় ধ্বংসস্তূপে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে!

#ওদের সাথে যা হচ্ছে তা ওদের প্রাপ্য ছিল এখন কিছুটা হলেও ওরা উপলব্ধি করতে পারবে নিজ ভূমি থেকে গৃহহারা হলে তার কষ্ট কতটা!

#মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না!

26/12/2024

#আসসালামু আলাইকুম!
সংযুক্ত আরব আমিরাত থেকে আমি হৃদয়!
আশা করি সবাই ভালো আছেন, কম-বেশি অনেকেই আমাকে চিনেন। আমাদের বাংলাদেশী ভাইদের জন্য একটি সুসংবাদ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে পক্ষ থেকে অনেকেই আবার দুবাই নামে চিনেন। দীর্ঘ কয়েক বছর যাবত বাংলাদেশি ভাই - বোনদের ভিসা জটিলতার কারণে এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশী ভাই-বোনেরা অবৈধ অধিবাসী হয়ে ছিল, শুধু তাই নয় তারা ভালো কোন একটি কোম্পানিতে কাজের অফার পেলেও সেখানে যেতে পারত না শুধুমাত্র ভিসা জটিলতার কারণে। ভিজিট ভিসা থেকে শুরু করে ট্রান্সফার ভিসা এবং ভিসা ক্যানসেল করে নতুন ভিসা নবায়নে ছিল অনেক জটিলতা এবং ভোগান্তির। সরকার বদলের সাথে সাথে যেমন দেশে একটি স্থিতিশীল অবস্থার সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। সেই সাথে আমাদের প্রবাসীদের ভোগান্তি মাত্রাও ধীরে ধীরে কমছে। আমি মানি একটা দেশের অবকাঠামো থেকে শুরু করে সবকিছু রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় তার জন্য অধিক সময় প্রয়োজন। তার ধারাবাহিকতা সংযুক্ত আরব আমিরাতে ও লেগেছে বাংলাদেশী ভাই বোনদের জন্য। আমাদের বাংলাদেশী ভাইদের যে ভিসা জটিলতা ছিল সংযুক্ত আরব আমিরাতে তার অবসান খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর এই খবরটি যথাযথ কারণ একটি দেশের নিযুক্ত রাষ্ট্রদূত নিজে সংবাদ মাধ্যমে এ কথাটি বলেছেন। সুতরাং আমরা বাংলাদেশীরা আশাবাদী আগামী ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে ভিজিট ভিসা সম্পন্ন ভাবে বাংলাদেশীদের জন্য চালু এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে আশা করা যায় সমস্ত কাজের ভিসা গুলো চালু হয়ে যাবে। ইনশাআল্লাহ!

সুতরাং ভাই ব্রাদাররা,আর করোনা দেরি,
ঘর থেকে বেরিয়ে পড়ার পাসপোর্ট করো তৈরি

01/12/2024

Happy National Day United Arab Emirates!! ❤️❤️

#একাকিত্ব #প্রবাস

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dxb Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share