26/12/2024
#আসসালামু আলাইকুম!
সংযুক্ত আরব আমিরাত থেকে আমি হৃদয়!
আশা করি সবাই ভালো আছেন, কম-বেশি অনেকেই আমাকে চিনেন। আমাদের বাংলাদেশী ভাইদের জন্য একটি সুসংবাদ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে পক্ষ থেকে অনেকেই আবার দুবাই নামে চিনেন। দীর্ঘ কয়েক বছর যাবত বাংলাদেশি ভাই - বোনদের ভিসা জটিলতার কারণে এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশী ভাই-বোনেরা অবৈধ অধিবাসী হয়ে ছিল, শুধু তাই নয় তারা ভালো কোন একটি কোম্পানিতে কাজের অফার পেলেও সেখানে যেতে পারত না শুধুমাত্র ভিসা জটিলতার কারণে। ভিজিট ভিসা থেকে শুরু করে ট্রান্সফার ভিসা এবং ভিসা ক্যানসেল করে নতুন ভিসা নবায়নে ছিল অনেক জটিলতা এবং ভোগান্তির। সরকার বদলের সাথে সাথে যেমন দেশে একটি স্থিতিশীল অবস্থার সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। সেই সাথে আমাদের প্রবাসীদের ভোগান্তি মাত্রাও ধীরে ধীরে কমছে। আমি মানি একটা দেশের অবকাঠামো থেকে শুরু করে সবকিছু রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় তার জন্য অধিক সময় প্রয়োজন। তার ধারাবাহিকতা সংযুক্ত আরব আমিরাতে ও লেগেছে বাংলাদেশী ভাই বোনদের জন্য। আমাদের বাংলাদেশী ভাইদের যে ভিসা জটিলতা ছিল সংযুক্ত আরব আমিরাতে তার অবসান খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর এই খবরটি যথাযথ কারণ একটি দেশের নিযুক্ত রাষ্ট্রদূত নিজে সংবাদ মাধ্যমে এ কথাটি বলেছেন। সুতরাং আমরা বাংলাদেশীরা আশাবাদী আগামী ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে ভিজিট ভিসা সম্পন্ন ভাবে বাংলাদেশীদের জন্য চালু এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে আশা করা যায় সমস্ত কাজের ভিসা গুলো চালু হয়ে যাবে। ইনশাআল্লাহ!
সুতরাং ভাই ব্রাদাররা,আর করোনা দেরি,
ঘর থেকে বেরিয়ে পড়ার পাসপোর্ট করো তৈরি