Raihan rony’s vlogs

Raihan rony’s vlogs Full of positive energy �

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
01/06/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

Forgiving people in silence and never speaking to them again is a form of self care.
27/05/2025

Forgiving people in silence and never speaking to them again is a form of self care.

✅খুব পছন্দের মানুষদের বেশি কাছাকাছি যেতে নেই। একসময় জেনে যাবে, তোমার সিদ্ধান্ত ভুল ছিলো।✅যারা তোমাকে হিংসা করে তাদেরকে ক...
04/05/2025

✅খুব পছন্দের মানুষদের বেশি কাছাকাছি যেতে নেই। একসময় জেনে যাবে, তোমার সিদ্ধান্ত ভুল ছিলো।

✅যারা তোমাকে হিংসা করে তাদেরকে কাছে ঘেষতে দিও না। কাছে আসলেই ওরা জেনে যাবে তোমাকে আসলে হিংসা করার মতো কিছু নেই।

✅কাছাকাছি রাখতে হবে শত্রুদের। শত্রুদের কাছে রাখলে তারা তোমার বিরুদ্ধে যেতে কয়েকবার ভাববে।

✅ফকিরদের ভিক্ষা না দিয়ে বড়লোকদের ভিক্ষা দেয়ার চেষ্টা করবে। বড়লোকরা ভিক্ষা পেলে নানান কিসিমের নাটক করে। বাংলা নাটকের চেয়ে বড়লোকের নাটক মজা।

✅কাউকে মনে ধরলে তাকে সব সময় এড়িয়ে চলতে হবে। মনে ধরা মানুষদের মনের কথা বলতে নেই।

✅সম্পর্কের গন্তব্য হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদ না হলে বুঝবে না ভালবাসা কতটুকু ছিলো। মানুষের গুরুত্ব কাছে পাওয়ায় নয়, হারিয়ে যাওয়ায়।

✅তুমি কষ্টে আছো এইসব গাঁজাখুরি কথা মানুষকে যত কম বলা যায় ততই ভালো। মানুষের আহ, উহ শুনার মধ্যে মজা নাই।

✅শান্ত নম্র ভদ্র মানুষদের সাথে যত কম মেশা যায় ততই মঙ্গল। এদের কাছ থেকে নতুন কিছু শিখার কিছু নেই। চোর বাটপারের সাথে মিশলে চুরি বাটপারি থেকে রক্ষার দুই একটা কাজের বুদ্ধি পাওয়া যায়।

✅অবৈধ বলে কিছু নেই। সব কিছুরই বিকল্প থাকে। প্ল্যান "এক্স" এর সাথে থাকে প্ল্যান "ওয়াই"। বুদ্ধিমানরা প্ল্যান "ওয়াই" দিয়েই কাজ সারে।

✅শেয়ালের কাছ থেকে মুরগী না লুকিয়ে শেয়ালকে মুরগী পাহারার দায়িত্ব দিলে মুরগী বাঁচবে।

✅"গোপন কথা" এই শব্দ উল্লেখ করে কাউকে কোনো কথা বলা যাবে না। এসব কথাই সবার আগে ফাঁস হয়ে যায়।

✅হাতে গু'লি থাকলে কাউকে ফুল দিয়ে বুঝানোর কিছু নাই।

✅কারো প্রেমে পড়লে তাৎক্ষণিক মদ খেয়ে ভুলে যেতে হবে। প্রথমে না ভুলতে পারলে পরে মদের খরচ বেড়ে যেতে পারে।

✅শুধু চেক ইন দেয়ার জন্য দামি রেস্টুরেন্টে যাওয়ার মানে নেই।

✅মেয়েদের পটানোর জন্য গিটার শিখাটা অপচয়। মেয়েরা গিটার দেখলে পটে না। তোমার গিটার বাজানো দেখে কয়জন তোমাকে ভালবাসছে সেটা দেখে সে সবার ভালবাসা ঠেকাতে তোমার প্রেমে পড়ে।

✅সবাইকে তোমার মাহাত্ম্য দেখিয়ে কাছে টানার প্রয়োজন নেই। যারা তোমার ভালোটা দেখে কাছে আসবে তারা ক্ষণস্থায়ী পোকা।

✅তেলবাজদের কাছাকাছি রাখবে যেনো সময় হলে এদেরকে তাড়াতাড়ি দূরে সরানো যায়।

✅যারা তোমাকে ভালবাসে তাদেরকেও বিনিময়ে ভালবাসতে হবে এমন চুক্তিতে যাবে না।

✅এবং সবার ফেসবুক একাউন্টের সব স্ট্যাটাস বিশ্বাস করতে নেই। ফেসবুক এবং জীবন মিথ্যার উপর টিকে আছে,,,,🤔

আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনার কাছ থেকেই।•যদি আমি আপনার সাথে পূর্বে...
26/04/2025

আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনার কাছ থেকেই।

যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনার কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।

যদি আমার মায়া-টান আপনার ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনার স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।

যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনিও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।

যদি আমি আগের মত আপনার সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনার দেয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি।

যদি দেখেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনার চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।

দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।
________________
লেখা: সংগৃহীত

মনে রাখবেন যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না। আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না...(c)🖤🌸
20/04/2025

মনে রাখবেন যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না। আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না...(c)🖤🌸

কল্পনার জগতে সবাই সুখি.!😅🫰কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা.!💔
04/02/2025

কল্পনার জগতে সবাই সুখি.!😅🫰
কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা.!💔

27/01/2025
ইদানিং মানুষ ---আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে, সহজ থেকে ক্রমশঃ কঠিন হয়ে উঠছে। আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছ...
30/10/2024

ইদানিং মানুষ ---
আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে,
সহজ থেকে ক্রমশঃ কঠিন হয়ে উঠছে।
আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে,
কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না। কারণ সেল্ফ রেসপেক্ট নয়, ইগোতে আটকে যাচ্ছে।

ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, একটার বেশি দুটো কথা নেই তাই নিজেই নিজেকে একটা শক্ত খোলের মধ্যে বন্ধ করে ফেলছে।

স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, সহবৎ- সংস্কৃতি-রুচি-আচার-নিয়ম- শালীনতা সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যুগেরও আগে এগিয়ে থাকার চেষ্টায় অহেতুক মরীচিকায় ফাঁসছে।

স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে,
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে। আদপে ভিত্তিহীন যুক্তিহীন অশিক্ষিত হয়ে থাকছে।

দশ টাকা রোজগারের যোগ্যতা তৈরী হওয়ার আগেই হাতে দশ হাজার টাকা এসে যাওয়ায় নিজেকে ধনকুবের ভেবে নেওয়া মানুষ আসলে ফানুসে পরিণত হচ্ছে।।

এতো কিছু হতে থাকলে কী আর মানুষ হয়ে ওঠা হয়?? মানুষের মতো দেখতেই হয়.... দিনশেষে 'মানুষ' হতেই ভুলে যায়। অন্যের সাথে বাদ-ই থাক...কাম-ক্রোধ-লোভ-ঈর্ষা-মদ-মাৎসর্যে মত্ত উন্মত্ত দু-পেয়ো প্রাণীগুলো নিজেকে নিজেই চেনে না-বোঝে না-জানে না ধরণের অপাংক্তেয় অমানুষ হয়েই প্রমাণ করে।

তাই তো এখন মানুষের ভীড়ে 'মানুষ' মেলে না সহজে।।(c)

22/09/2024

অভিমান জমে জমে আমি ব্যথাহীন। 🤍

03/09/2024

"No matter how good you are, you will be replaced."

Address

Dubai

Telephone

+971528902194

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raihan rony’s vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raihan rony’s vlogs:

Share

Category