The Jumma Culture

The Jumma Culture The Jumma Culture

30/09/2025

সেনাবাহিনী সরাসরি পাহাড়িদের মা রা র জন্য গু লি করেছে

30/09/2025

গুইমারাবাসী জেলা প্রশাসন ও জেলা পরিষদের ত্রাণ প্রত্যাখান।
ত্রাণ নয়- আমরা বিচার চাই।
এই সাম্প্রদায়িক হামলা বিচার চাই।
আমাদের ছেলেদের যারা পাখির মত গুলি করছে তাদের বিচার করা হোক। আমাদের মা বোনদের ধর্ষণকারীদের বিচার চাই, আমরা গরিব নয় ফকির নয়, এই ত্রাণ আমরা চাই না।

30/09/2025

পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো অশান্ত হয়ে উঠেছে। হঠাৎ কেন অশান্ত হয়ে উঠলো পাবর্ত্য অঞ্চল? শান্তিচুক্তি সই হবার এত বছর পরও কেন শান্তি ফিরে নাই? পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনায় আহসান হাবিব দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা।

29/09/2025

এই জাতীয় বেইমানদের কি করা যায় আপনিই বলুন। একটা অরাজনৈতিক "জুম্ম ছাত্র জনতা" কে ইউপিডিএফ ট্যাগ লাগিয়ে দিচ্ছে।
মাদারসোদটা🤬

29/09/2025

বাংলাদেশে আদিবাসীদের উপর চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে "জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম সেশনে" নিম্নলিখিত বক্তব্য-

08/09/2025

তেলের পাম্পে ভয়াবহ মার্ডারের ঘটনার সিসি ফুটেজ..

07/09/2025

I got over 200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মেয়ে মোহনা চাকমা। স্বপ্ন ছিল বড় হয়ে বিমানের কেবিন ক্রু হবেন। অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও পরিশ্রম...
04/09/2025

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মেয়ে মোহনা চাকমা। স্বপ্ন ছিল বড় হয়ে বিমানের কেবিন ক্রু হবেন। অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও পরিশ্রমের ফলে আজ তার স্বপ্ন পূরণ হয়েছে।❤️

মোহনা বর্তমানে US Bangla এয়ারলাইনসের প্রথম ক্যাটাগরির একজন কেবিন ক্রু।😍 প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা মোহনার মত আদিবাসী মেয়েরা এখন আর ঘরে বন্দী নেই। তারা প্রতিনিয়ত বিশ্বকে জয় করছে। তারা শিক্ষা গ্রহণ করছে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে। তারা চাকরি করছে দেশ-বিদেশের স্বনামধন্য কোম্পানিগুলোত।

মিল্যাউনে উচকার ============ ১৯৮৩ সালত ক্লাশ সেভেনত পুরিদুং। সেভেনত পল্লেয়্য বেগত্তুন মুই হিয়্যায় দিয়্যায় চিগোন ইলুং।  প...
14/05/2025

মিল্যাউনে উচকার
============
১৯৮৩ সালত ক্লাশ সেভেনত পুরিদুং। সেভেনত পল্লেয়্য বেগত্তুন মুই হিয়্যায় দিয়্যায় চিগোন ইলুং। পাইভত পুরিবার হিয়্যা।
গরম হাল্ল্যা ছুটি পেনেই জন্ম জাগাত যিয়্যং। আদামত বাবা এলদে,ইউনিয়ন পরিষদর মেম্বার। আদামত সেক্কে নো নো আর্মি কেম্প বুচ্চেগি।সঙ্গতঃ কারনে বাবা সিউনদোই লুদুপুদু থেই পেদ।আদাম মানুচ্চুন সাত হাম ফেলে আর্মিউনো কেম্পত হামত যেই পেদাক। ডেইলি বেতন দিদাক ২০ টেঙা গুরি। হামত যাউয়্যা মানুচ্চুন লিষ্টি গুরিবার এক্কো লেঘা পরা পারিয়্যা মানুচ দরকার এল। বাবা সেদিন্ন্যা হামে ন' তাঙারানা হারনে মরে দি পাধিয়্যে মানুচ্চুনো নাঙানি লিষ্টি গুরিনেই ইঝ্যাপ গুরি আর্মিউত্তুন টেঙাউন লোই দিবেত্তেই।
ইসমাইল হোসেন নাঙে এক্কো আর্মি কোয়াটার মাস্টর এল। তা আদত বেক ইঝ্যাপ নিকাশ। মরে পেনেই তে এক্কেরে হুঝি।
হাম গুরিয়্যা মানুচ্চুনে হাম গত্তনদোই। মরে ইসমাইলে হয়দ্যে চল,লোকগুলোকে দেখে আসি ঠিকমত কাজ করছে কিনা।
গেলং দ্বিজনে। মরে হয়দ্যে, ওদের ওখানে যাওয়ার প্রয়োজন নাই। আমরা এখান থেকেই ওদের লক্ষ্য রাখব।
মুই দ এনে গুরো, সিত্তুন আর ন বুঝিদুং। হাক্কন পরে মগদামু হি মরে আজা গরে। তোরে খুব খুব ভালোবাসি হয়। জেবত্তুন ২০ টিক্ক্যা এক্কান নেগেলেনেই দিল।
সেক্কে সময়ত গুরো আদত ২০ টেঙা মানে দ্বি আঝার টেঙা সং। যে জাগাত এক বঝরেয়্য বাব আদত্তুন ৫ টেঙা ন পায়, সে জাগাত ২০ টেঙা মানে এক গোদেল।
মুই সাদা দিলে সাদা মনে আ হোচপেলে পায়দে আই মনে গুরি অলর গুরি আগং। মাত্তর ভজান দিদ্দিরি পাঙর। হাক্কন পরে বুঝি পাল্লুংগে তা দ্বিরেন ছেরে ফারাঙি উত্ত্যা নখ নিয়্যা বুচ্চ্যা আঙল্লো তিদিক তিদিক গরের। মর পুনো ফাগানত ঘজং ঘজং গরের।
ওমারে! আয়্যা সিদিক্ক্যা এ বাঙাল্লো! মনে মনে হংগে,আ মুই দ মরত। তে আ হিয়্যা? হন চুদিবো নাহি! তে হেনে হি গুরিদো?
সিত্তুন মুই এক্কো ধাবায় ডাইরেক কেম্বত। পিজেদি লোরে লোরে এত্তে এত্তে মরে হয়দে, তোমার বাবাকে কিছু বলিস না,ক্যাপ্টেন স্যারকে কিছু বলিস না........আমি আরও টাকা দেবো....।
ডাঙর দিঙোর উলুং। আই এ বিএ পাশ গুরি মোক-পোল্লোই গিরিত্তি টাঙি বুরো অই গিলুংগোই। অন লাইন যুগোত এনেই তে বুঝি পারং-মাদ্রাসাত গুরো গারারে হুজুরুনে হি গরন। মরদে মরদে যে সিয়েনি সম্ভব এ বয়ঝত তে উদিচ পাংগে- এ জাত্তো হিদিক্ক্যা জাত। যে জাগাত মরদে পুচ্চুনি ছারি ন' পারন সে জাগাত মিল্যা অলে ভাবি চ হিদিক্ক্যা পাগল চুলিবাক। লাখ লাখ মান্ন্য মুজুঙে গরা বাঝে দিলে গুরিবাক। মাধাত বিচ উদিলে সংসারান এক্কায়্য ন দেগন। জাগাত মুরি পারিবাক।
সেনে বারবার, বারবার,বারবার বারবার মিল্যাউনরে উচ ঘুচ দোংগে- আমা চাংমাউনো সমারে ১০ রেত থেলেয়্য বিশ্বেস যেবা মাত্তর হালা জাত্তো লঘে এক্কো মুগুজো গাঝ ঝুবো আন্দল অলেয়্য বিশ্বেস ন যেবা। চরিত্র হিত্ত্যা আমি তারাল্লোই এহ্দে-়আগারে ফারক। ©️সরোজ কান্তি চাকমা

এই গরমে স্বস্তির কুয়োর পানি।নন্ন্যে চিলোর হুয়ো।
05/05/2025

এই গরমে স্বস্তির কুয়োর পানি।
নন্ন্যে চিলোর হুয়ো।

22/04/2025

রাঙামাটি কাউখালী উপজেলা আম্রং (বড়ডলু পাড়া) এ সেটেলার বাঙালি মোঃ ফাহিম কর্তৃক এক মারমা তরুণীকে ধর্ষণ ও নির্যাতন, রাঙামাটিতে বিক্ষোভ মিছিলে প্রশাসনের বাধা প্রদানের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলো Ukyanu Marma ও তাদের সহযোগীরা।
আর আমরা জাতিসংঘের সদর দপ্তরে ভেতরে এই বিষয়টি এবং সমসাময়িক পাহাড়ে সমস্যাগুলো অফিসিয়ালি জানিয়ে দিলাম।
প্রতিবাদ হবে সবখানে, সব জায়গায়।

20/04/2025

রাঙ্গামাটির কাউখালীতে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল।

২০ এপ্রিল ২০২৫

Address

Dubai
DUBAI

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Jumma Culture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Jumma Culture:

Share